alt

জাতীয়

সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নিয়ে প্রশ্ন সালাহ উদ্দিনের

সংবাদ অনলাইন রিপোর্ট : শনিবার, ০১ মার্চ ২০২৫

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘সেকেন্ড রিপাবলিক’ ও ‘গণপরিষদ নির্বাচন’ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয়? গণপরিষদ কেন হবে? এর মধ্যে তো আরও একটি উদ্দেশ্য আছে।’

তিনি শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্ররা জুলাই অভ্যুত্থানের জনআকাক্সক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এনসিপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছে। শুক্রবার এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের ঘোষণপত্র উপস্থাপন করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যের কথা তুলে ধরেন।

এনসিপির ঘোষণাপত্রে ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করা হয়। একই সঙ্গে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ নির্বাচনকে অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়।

নতুন গঠিত এনসিপিকে স্বাগত জানিয়ে দলটির দুটি লক্ষ্যের বিষয়ে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমি সমালোচনা করতে চাই না। প্রত্যেক রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা থাকবে, আদর্শ থাকবে, গঠনতন্ত্র এবং ঘোষণপত্রে এ রকম ঘোষণা থাকে। কেউ সমাজতন্ত্র চায়, কেউ অন্য কিছু চায়, কেউ হয়ত ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ রকম অনেক কিছু থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে।’

এনসিপির উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘নতুন বন্ধুদের বলতে চাই, সেকেন্ড রিপাবলিক, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয়? রিপাবলিকের লিটার‌্যাল মানে কি? রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে তাদের একটা নমিন্যাল অথবা ইলেক্টেড হেড অব দ্য স্টেট থাকবে। সেটা কি আমাদের নেই?’

সেকেন্ড রিপাবলিক কী:

‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি ইউরোপের দেশ ফ্রান্সের ইতিহাসের সঙ্গে যুক্ত। কোস্টারিকা, পোল্যান্ডসহ আরও কয়েকটি দেশের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আছে এই রাজনৈতিক ধারণাটি। এটি বিভিন্ন দেশের প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে।

সার্বিকভাবে এমন ধারণা কোনো দেশে পূর্ববর্তী শাসনব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা শাসনকাঠামো বাস্তবায়ন করাকে বোঝায়। এ ধরনের পরিবর্তন বিপ্লব ও অভ্যুত্থানসহ নানাভাবে আসতে পারে।

একসময় রাজতন্ত্রের অধীনে থাকা ফ্রান্সে ১৭৮৯ থেকে ১৭৯৯ সাল পর্যন্ত ফরাসি বিপ্লব চলে। এর মধ্য দিয়ে রাজতন্ত্রের অবসান ঘটে। বিপ্লব চলমান থাকার মধ্যেই ১৭৯২ সালে দেশটিতে প্রথম রিপাবলিক ঘোষণা করা হয়; যা ১৮০৪ সাল পর্যন্ত টিকে ছিল।

এরপর ফ্রান্সে পুনরায় রাজতন্ত্র শুরু হয়, যা চলে ১৮৪৮ সাল পর্যন্ত। ওই বছর দেশটিতে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয়। ১৮৫২ সাল পর্যন্ত এটি টিকে ছিল। তবে ‘সেকেন্ড রিপাবলিক’ ফ্রান্সের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়, যেই সময়ে দফায় দফায় শাসনব্যবস্থা বদল ঘটে। বর্তমানে পঞ্চম রিপাবলিক চলছে দেশটিতে।

সেকেন্ড রিপাবলিক নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে।’

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথটা যত দীর্ঘায়িত হওয়া যায়, ততই বোধহয় তাদের লাভ। কারও ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারও কারও মনোবাসনা পূর্ণ হবে।’

বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুনভাবে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি? রাষ্ট্র তো স্বাধীন আছে।’

দেশে ‘যেভাবেই হোক’ একটা সংবিধান আছে মন্তব্য করে তিনি বলেন, ‘যে সংবিধানটাকে এখনও পুরোপুরি ঔন করি না বলে ব্যাপক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। যে সংবিধানকে শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে নিজেদের পক্ষে সাজিয়েছিলেন, সেজন্য সেটার সংস্কার দরকার।’

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে যদি কোনোরকমের ‘ফাটল সৃষ্টি’ হলে পতিত ফ্যাসিবাদ ও তার দোসরা লাভবান হবে মন্তব্য করে সালাহ উদ্দিন বলেন, ‘যারা সেকেন্ড রিপাবলিকের ঘোষণাপত্র তাদের দলীয় ঘোষণাপত্রে রেখেছেন সেটা ওখানে থাক। যারা গণপরিষদের মধ্যে দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান সেটা আপনারা যখন পারবেন করবেন।’

প্রধান উপদেষ্টাকে ‘এক মাসের’ আল্টিমেটাম:

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘পরিষ্কার শুনে রাখুন মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শিগগিরই জাতীয় সংসদের নির্বাচনী রোডম্যাপ প্রদান করতে হবে।’

সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ

নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদের পুনরায় নির্ধারণ করতে হবে, আমরা কোন প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগোবো।’

‘এনসিপির নবযাত্রাকে স্বাগতম’

নতুন দলটিকে স্বাগত জানিয়ে সালাহ উদ্দিন বলেন, ‘কালকে (শুক্রবার) একটি রাজনৈতিক দলের শুভসূচনা হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে রিজভী সাহেব (রুহুল কবির রিজভী আহমেদ) গিয়েছিলেন। আমরা স্বাগতম জানিয়েছি তার আগের দিন আমাদের দলের বর্ধিত সভা থেকে। এখান থেকে আমি তাদের নবযাত্রাকে স্বাগতম জানাই।’

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে তুলে ধরে তিনি বলেন, ‘গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে সেটাকে আমরা সব সময় স্বাগত জানাব।’

‘ফ্যাসিবাদবিরোধী ঐক্যে

ফাটল’ নয়:

দেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে আর যাতে কোনো বিলম্ব না হয় সেজন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘যে কোনো মূল্যে রাজপথে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে।’

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। তিনি বলেন, ‘৫ আগস্টের ছাত্র গণঅভ্যুত্থান কি মেম্বার-চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল? দেশের পৌরসভা, উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি ৫ আগস্ট হয়েছিল? তাহলে তারা কেন শুধু মেম্বার-চেয়ারম্যান ইলেকশনের জন্য এই দাবি তুলেছে?’

‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভার আয়োজন বলে ‘ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ)’। ‘নন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী।

এনআরএফের সদস্য সচিব ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন ঢাবির সাবেক অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, স্বেচ্ছাসেবকবিষয়ক সহ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী বিথীকা বিনতে হোসাইন, এনআরএফের আহ্বায়ক ও ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ গ্রন্থের লেখক সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ।

রোজায় নগরবাসী ‘অধিকতর নিরাপদে’ থাকবে: ডিবিপ্রধান

দলীয় অনুষ্ঠানে বাস রিকুইজিশন রাজনৈতিক চেতনার পরিপন্থি: টিআইবি

এনসিপির আত্মপ্রকাশ পিরোজপুরে বাস রিকুইজিশন নিয়ে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

ভারত সীমান্ত আইন না মানলে বিজিবি আরও কঠোর হবে: মহাপরিচালক

কুষ্টিয়ায় সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল: ‘কাউকে পুলিশী অ্যারেস্ট করতে হলে আমাদের অনুমতি নিতে হবে, নইলে থানা ঘেরাও’

২৫ ক্যাডারের পূর্ণদিবস কর্মবিরতি আজ

রাষ্ট্রব্যবস্থার প্রক্রিয়াই শেখ হাসিনাকে স্বৈরাচারী করেছে: বদিউল আলম মজুমদার

ছবি

মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

ছবি

ঢাকা মহানগরে সন্ত্রাসী দমনে ডিবির ‘অলআউট অ্যাকশন’

ছবি

রোজা শুরু কবে, জানা যাবে শনিবার সন্ধ্যায়

ছবি

‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি পেলেন ১,৪০১ জন

ছবি

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত: বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বিদেশি বিনিয়োগে বাধা

ইসলামিক ফাউন্ডেশন: রোজার সেহরি ও ইফতার সময়সূচি নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই

ছবি

শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা এবং যোদ্ধাদের চিকিৎসা ও ভাতা সুবিধা

ছবি

নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা: কোনো গণমাধ্যম ১৫টির বেশি অ্যাক্রিডিটেশন কার্ড পাবে না

ছবি

সেনাপ্রধান স্পষ্ট কথা বলেন: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

ছবি

সাংবাদিকদের জন্য নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা জারি

ছবি

কমলাপুরে ট্রেনের বগিতে তরুণীকে ধর্ষণ ও হত্যা: যুবকের মৃত্যুদণ্ড

ছবি

জুলাই অভ্যুত্থানে আহতরা দুইদিন ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে

ছবি

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ১০৪ কর্মকর্তা

ছবি

গ্যাসের দাম বাড়ানোর গণশুনানিতে তোপের মুখে বিইআরসি

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

ছবি

কর্ণফুলী টানেল নিয়ে প্রশ্ন, অপচয়ের অভিযোগ

ছবি

ইউনূসকে গুতেরেসের চিঠি:রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি

১৩ মার্চ বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশ-রাশিয়ার বন্ধুত্ব অব্যাহত রাখতে হবে:পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান : পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে দায়িত্ব পালনকারী ৮২ পুলিশ কর্মকর্তা ওএসডি

ই-জিপিতে ৫ শতাংশ ঠিকাদারের বাগিয়েছেন ৬১ শতাংশ কাজ: টিআইবি

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যাংক হিসাবে ১৪০ কোটি টাকা, অবরুদ্ধের আদেশ

রাজধানীতে বাড়ছে যৌথবাহিনীর অভিযান

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভবন-হলের নাম পরিবর্তনে মর্মাহত শিক্ষা উপদেষ্টা

জগদীশ বসুর নামে করা ভবনের নাম পাল্টানো কল্পনার বাইরে:শিক্ষা উপদেষ্টা

স্থানীয় সরকারে নির্বাচন জরুরি: উপদেষ্টা আসিফ মাহমুদ

পদোন্নতির দাবি বিশেষজ্ঞ চিকিৎসকদের ,না পেলে কলম বিরতির হুঁশিয়ারি

tab

জাতীয়

সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নিয়ে প্রশ্ন সালাহ উদ্দিনের

সংবাদ অনলাইন রিপোর্ট

শনিবার, ০১ মার্চ ২০২৫

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘সেকেন্ড রিপাবলিক’ ও ‘গণপরিষদ নির্বাচন’ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয়? গণপরিষদ কেন হবে? এর মধ্যে তো আরও একটি উদ্দেশ্য আছে।’

তিনি শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্ররা জুলাই অভ্যুত্থানের জনআকাক্সক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এনসিপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছে। শুক্রবার এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের ঘোষণপত্র উপস্থাপন করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যের কথা তুলে ধরেন।

এনসিপির ঘোষণাপত্রে ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করা হয়। একই সঙ্গে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ নির্বাচনকে অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়।

নতুন গঠিত এনসিপিকে স্বাগত জানিয়ে দলটির দুটি লক্ষ্যের বিষয়ে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমি সমালোচনা করতে চাই না। প্রত্যেক রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা থাকবে, আদর্শ থাকবে, গঠনতন্ত্র এবং ঘোষণপত্রে এ রকম ঘোষণা থাকে। কেউ সমাজতন্ত্র চায়, কেউ অন্য কিছু চায়, কেউ হয়ত ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ রকম অনেক কিছু থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে।’

এনসিপির উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘নতুন বন্ধুদের বলতে চাই, সেকেন্ড রিপাবলিক, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয়? রিপাবলিকের লিটার‌্যাল মানে কি? রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে তাদের একটা নমিন্যাল অথবা ইলেক্টেড হেড অব দ্য স্টেট থাকবে। সেটা কি আমাদের নেই?’

সেকেন্ড রিপাবলিক কী:

‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি ইউরোপের দেশ ফ্রান্সের ইতিহাসের সঙ্গে যুক্ত। কোস্টারিকা, পোল্যান্ডসহ আরও কয়েকটি দেশের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আছে এই রাজনৈতিক ধারণাটি। এটি বিভিন্ন দেশের প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে।

সার্বিকভাবে এমন ধারণা কোনো দেশে পূর্ববর্তী শাসনব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা শাসনকাঠামো বাস্তবায়ন করাকে বোঝায়। এ ধরনের পরিবর্তন বিপ্লব ও অভ্যুত্থানসহ নানাভাবে আসতে পারে।

একসময় রাজতন্ত্রের অধীনে থাকা ফ্রান্সে ১৭৮৯ থেকে ১৭৯৯ সাল পর্যন্ত ফরাসি বিপ্লব চলে। এর মধ্য দিয়ে রাজতন্ত্রের অবসান ঘটে। বিপ্লব চলমান থাকার মধ্যেই ১৭৯২ সালে দেশটিতে প্রথম রিপাবলিক ঘোষণা করা হয়; যা ১৮০৪ সাল পর্যন্ত টিকে ছিল।

এরপর ফ্রান্সে পুনরায় রাজতন্ত্র শুরু হয়, যা চলে ১৮৪৮ সাল পর্যন্ত। ওই বছর দেশটিতে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয়। ১৮৫২ সাল পর্যন্ত এটি টিকে ছিল। তবে ‘সেকেন্ড রিপাবলিক’ ফ্রান্সের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়, যেই সময়ে দফায় দফায় শাসনব্যবস্থা বদল ঘটে। বর্তমানে পঞ্চম রিপাবলিক চলছে দেশটিতে।

সেকেন্ড রিপাবলিক নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে।’

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথটা যত দীর্ঘায়িত হওয়া যায়, ততই বোধহয় তাদের লাভ। কারও ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারও কারও মনোবাসনা পূর্ণ হবে।’

বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুনভাবে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি? রাষ্ট্র তো স্বাধীন আছে।’

দেশে ‘যেভাবেই হোক’ একটা সংবিধান আছে মন্তব্য করে তিনি বলেন, ‘যে সংবিধানটাকে এখনও পুরোপুরি ঔন করি না বলে ব্যাপক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। যে সংবিধানকে শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে নিজেদের পক্ষে সাজিয়েছিলেন, সেজন্য সেটার সংস্কার দরকার।’

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে যদি কোনোরকমের ‘ফাটল সৃষ্টি’ হলে পতিত ফ্যাসিবাদ ও তার দোসরা লাভবান হবে মন্তব্য করে সালাহ উদ্দিন বলেন, ‘যারা সেকেন্ড রিপাবলিকের ঘোষণাপত্র তাদের দলীয় ঘোষণাপত্রে রেখেছেন সেটা ওখানে থাক। যারা গণপরিষদের মধ্যে দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান সেটা আপনারা যখন পারবেন করবেন।’

প্রধান উপদেষ্টাকে ‘এক মাসের’ আল্টিমেটাম:

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘পরিষ্কার শুনে রাখুন মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শিগগিরই জাতীয় সংসদের নির্বাচনী রোডম্যাপ প্রদান করতে হবে।’

সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ

নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদের পুনরায় নির্ধারণ করতে হবে, আমরা কোন প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগোবো।’

‘এনসিপির নবযাত্রাকে স্বাগতম’

নতুন দলটিকে স্বাগত জানিয়ে সালাহ উদ্দিন বলেন, ‘কালকে (শুক্রবার) একটি রাজনৈতিক দলের শুভসূচনা হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে রিজভী সাহেব (রুহুল কবির রিজভী আহমেদ) গিয়েছিলেন। আমরা স্বাগতম জানিয়েছি তার আগের দিন আমাদের দলের বর্ধিত সভা থেকে। এখান থেকে আমি তাদের নবযাত্রাকে স্বাগতম জানাই।’

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে তুলে ধরে তিনি বলেন, ‘গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে সেটাকে আমরা সব সময় স্বাগত জানাব।’

‘ফ্যাসিবাদবিরোধী ঐক্যে

ফাটল’ নয়:

দেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে আর যাতে কোনো বিলম্ব না হয় সেজন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘যে কোনো মূল্যে রাজপথে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে।’

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। তিনি বলেন, ‘৫ আগস্টের ছাত্র গণঅভ্যুত্থান কি মেম্বার-চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল? দেশের পৌরসভা, উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি ৫ আগস্ট হয়েছিল? তাহলে তারা কেন শুধু মেম্বার-চেয়ারম্যান ইলেকশনের জন্য এই দাবি তুলেছে?’

‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভার আয়োজন বলে ‘ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ)’। ‘নন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী।

এনআরএফের সদস্য সচিব ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন ঢাবির সাবেক অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, স্বেচ্ছাসেবকবিষয়ক সহ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী বিথীকা বিনতে হোসাইন, এনআরএফের আহ্বায়ক ও ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ গ্রন্থের লেখক সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ।

back to top