ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের উদ্যোগ
দূরপাল্লার যাত্রীদের কাছে উচ্চমূল্যে খাবার বিক্রি করা মহাসড়কের হোটেল ও রেস্তোরাঁগুলোকে ভ্যাটের আওতায় আনতে বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাসড়কের রেস্তোরাঁগুলোতে চব্বিশ ঘণ্টা ব্যবসায়িক কার্যক্রম চললেও অনেক প্রতিষ্ঠান ভ্যাট আদায়ের পরও তা যথাযথভাবে জমা দেয় না। এ বিষয়ে ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে এনবিআর চেয়ারম্যান সম্প্রতি মহাসড়কের সব হোটেল-রেস্তোরাঁয় ইএফডি বা এসডিসি মেশিন স্থাপনের নির্দেশ দিয়েছেন।
ভ্যাট রশিদ নেওয়ার আহ্বান এনবিআরের
মাঠ পর্যায়ের সব কমিশনারকে এ নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে যথাযথ পরিমাণ ভ্যাট আদায়ের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এনবিআর ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে, মহাসড়কের রেস্তোরাঁয় কেনাকাটা করার সময় ইলেকট্রনিক চালান বা রসিদ নেওয়ার জন্য। কারণ, ভ্যাট চালান না নিলে ক্রেতারা যে ভ্যাট পরিশোধ করছেন, তা সরকারি কোষাগারে জমা হবে না।
রাজস্ব ফাঁকি ঠেকাতে ও রাজস্ব আদায় বাড়াতে এনবিআর নতুন নতুন করদাতা চিহ্নিত করা, ভ্যাটের হার পরিবর্তন এবং কঠোর মনিটরিংয়ের মতো বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এ ছাড়া, প্রতি মাসে ইএফডি মেশিনের মাধ্যমে প্রাপ্ত ভ্যাট রশিদ বিবেচনায় নিয়ে লটারির মাধ্যমে ভ্যাটদাতাদের পুরস্কার দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের উদ্যোগ
রোববার, ০২ মার্চ ২০২৫
দূরপাল্লার যাত্রীদের কাছে উচ্চমূল্যে খাবার বিক্রি করা মহাসড়কের হোটেল ও রেস্তোরাঁগুলোকে ভ্যাটের আওতায় আনতে বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাসড়কের রেস্তোরাঁগুলোতে চব্বিশ ঘণ্টা ব্যবসায়িক কার্যক্রম চললেও অনেক প্রতিষ্ঠান ভ্যাট আদায়ের পরও তা যথাযথভাবে জমা দেয় না। এ বিষয়ে ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে এনবিআর চেয়ারম্যান সম্প্রতি মহাসড়কের সব হোটেল-রেস্তোরাঁয় ইএফডি বা এসডিসি মেশিন স্থাপনের নির্দেশ দিয়েছেন।
ভ্যাট রশিদ নেওয়ার আহ্বান এনবিআরের
মাঠ পর্যায়ের সব কমিশনারকে এ নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে যথাযথ পরিমাণ ভ্যাট আদায়ের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এনবিআর ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে, মহাসড়কের রেস্তোরাঁয় কেনাকাটা করার সময় ইলেকট্রনিক চালান বা রসিদ নেওয়ার জন্য। কারণ, ভ্যাট চালান না নিলে ক্রেতারা যে ভ্যাট পরিশোধ করছেন, তা সরকারি কোষাগারে জমা হবে না।
রাজস্ব ফাঁকি ঠেকাতে ও রাজস্ব আদায় বাড়াতে এনবিআর নতুন নতুন করদাতা চিহ্নিত করা, ভ্যাটের হার পরিবর্তন এবং কঠোর মনিটরিংয়ের মতো বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এ ছাড়া, প্রতি মাসে ইএফডি মেশিনের মাধ্যমে প্রাপ্ত ভ্যাট রশিদ বিবেচনায় নিয়ে লটারির মাধ্যমে ভ্যাটদাতাদের পুরস্কার দেওয়ার পরিকল্পনাও রয়েছে।