অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল (সিআর) আবরার। তিনি শিক্ষামন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নেবেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। আজ সকালে ১১টায় বঙ্গভবনে সিআর আবরারের শপথ অনুষ্ঠান হবে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে বর্তমানে উপদেষ্টা আছেন ২১ জন। তাদের মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। সিআর আবরার শিক্ষামন্ত্রণালয়ের দায়িত্ব নিলে নতুন করে দপ্তর বণ্টন করে দেবেন প্রধান উপদেষ্টা।
ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক সিআর আবরার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের’ (রামরু) নির্বাহী পরিচালক।
তিনি মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সভাপতি ছিলেন। রোহিঙ্গা শরণার্থী, অভিবাসী শ্রমিক, দেশের উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকত্ব নিয়েও তার গবেষণা
রয়েছে। গত বছরের শেষদিকে নতুন নির্বাচন কমিশন গঠনে যে সার্চ কমিটি করা হয়েছিল, সে কমিটিরও সদস্য ছিলেন সিআর আবরার।
নতুন উপদেষ্টা নিয়োগের কারণ সর্ম্পকে প্রেস সচিব বলেন, ‘সিআর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার প্রচুর লেখালেখি আছে। তিনি আগামীকাল (আজ) তিনি শপথ নেবেন। আমরা আশা করছি তিনি শিক্ষামন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেকদিন ধরে বলছিলেন যে তিনি একইসঙ্গে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পারছেন না। এজন্য নতুন উপদেষ্টা যোগ করা হলো।’
সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মোজাফফর আহমেদ মঙ্গলবার জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অগামীকাল বুধবার নতুন উপদেষ্টার শপথ অনুষ্ঠানের জন্য তারা একটি গাড়ি প্রস্তুত রেখেছেন।
গণঅভ্যুথানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পথন ঘটে। এরপর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা শপথ নেন।
পরবর্তীতে গত ১০ নভেম্বর আরও ৩ জন উপদেষ্টা হিসেবে শপথ নেন। তাতে সরকারে উপদেষ্টার সংখ্যা হয় ২৪ জন। এর মধ্যে এএফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর মারা যান। সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম।
বর্তমানে উপদেষ্টাদের পাশাপাশি উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিশেষ দূত ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন ৩ জন। এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী দায়িত্বও পালন করছেন ৩ জন।
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল (সিআর) আবরার। তিনি শিক্ষামন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নেবেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। আজ সকালে ১১টায় বঙ্গভবনে সিআর আবরারের শপথ অনুষ্ঠান হবে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে বর্তমানে উপদেষ্টা আছেন ২১ জন। তাদের মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। সিআর আবরার শিক্ষামন্ত্রণালয়ের দায়িত্ব নিলে নতুন করে দপ্তর বণ্টন করে দেবেন প্রধান উপদেষ্টা।
ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক সিআর আবরার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের’ (রামরু) নির্বাহী পরিচালক।
তিনি মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সভাপতি ছিলেন। রোহিঙ্গা শরণার্থী, অভিবাসী শ্রমিক, দেশের উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকত্ব নিয়েও তার গবেষণা
রয়েছে। গত বছরের শেষদিকে নতুন নির্বাচন কমিশন গঠনে যে সার্চ কমিটি করা হয়েছিল, সে কমিটিরও সদস্য ছিলেন সিআর আবরার।
নতুন উপদেষ্টা নিয়োগের কারণ সর্ম্পকে প্রেস সচিব বলেন, ‘সিআর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার প্রচুর লেখালেখি আছে। তিনি আগামীকাল (আজ) তিনি শপথ নেবেন। আমরা আশা করছি তিনি শিক্ষামন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেকদিন ধরে বলছিলেন যে তিনি একইসঙ্গে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পারছেন না। এজন্য নতুন উপদেষ্টা যোগ করা হলো।’
সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মোজাফফর আহমেদ মঙ্গলবার জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অগামীকাল বুধবার নতুন উপদেষ্টার শপথ অনুষ্ঠানের জন্য তারা একটি গাড়ি প্রস্তুত রেখেছেন।
গণঅভ্যুথানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পথন ঘটে। এরপর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা শপথ নেন।
পরবর্তীতে গত ১০ নভেম্বর আরও ৩ জন উপদেষ্টা হিসেবে শপথ নেন। তাতে সরকারে উপদেষ্টার সংখ্যা হয় ২৪ জন। এর মধ্যে এএফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর মারা যান। সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম।
বর্তমানে উপদেষ্টাদের পাশাপাশি উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিশেষ দূত ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন ৩ জন। এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী দায়িত্বও পালন করছেন ৩ জন।