রাজধানীর বসুন্ধরা এলাকায় ২ বিদেশিসহ ৩ ব্যক্তি মারধরের শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গুরুতর অবস্থায় দুই বিদেশিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভাটারা থানার এএসআই ছোটন চন্দ্র দাস, তবে আহত ২ বিদেশি কোনো দেশের নাগরিক বা তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশের এই এসআই বলেছেন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বসুন্ধরা আবু সাঈদ সড়কে এই ঘটনা ঘটেছে। ছোটন চন্দ্র দাস বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কেউ একজন ফোন করে বলেছেন বিদেশিরা বাংলাদেশিদের সঙ্গে চিট করছে টাকা পয়সা এক্সচেঞ্জ করার বিষয়ে। আটকিয়েছি, আপনারা একটু আসেন। তারপর আমরা গিয়ে দেখি হাজার হাজার লোকজন তাদের মারতেছে গাড়ি ভাঙচুর করতেছে।’
এরপর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার কথা জানিয়ে এসআই বলেন, ‘এই ২ বিদেশির মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।’ তারা কোনো দেশের নাগরিক জানতে চাওয়া হলে ছোটন চন্দ্র দাস বলেন, ‘এমন একটা পরিস্থিতি যে তাদের সঙ্গে কথা বলবো সেই সুযোগটা ছিল না। তবে তারা ফর্সা লম্বা।’
ঘটনাটি প্রথমে বসুন্ধরা আবু সাঈদ গেইটে ঘটেছে জানিয়ে এসআই বলেন, ‘ওখানে যখন পাবলিকে মারধর করা শুরু করেছে ওরা গাড়ি দিছে টান। সামনে রিকশাসহ যা ছিল সব মেরে সামনে চলে যায় তারা। কিছুদুর পর পাবলিকে গাড়ি আটকিয়ে তাদের বেদম মারধর করে চালক পালিয়ে যায়।’ পুলিশ খোঁজ নিয়ে জেনেছে ওই গাড়িটি রেন্ট-এ কারের। ছোটন চন্দ্র দাস বলেছেন, তারা ধারণা করছেন গাড়ির চালক বাংলাদেশি।
‘তাকে পাওয়া গেলেও ঘটনা জানা যাবে।’ টাকা পয়সা প্রতারণার অভিযোগে মারধরের ঘটনা ঘটলেও ঘটনাস্থলে কোনো অভিযোগকারীর দেখা পায়নি পুলিশ। ছোটন চন্দ্র দাস বলেন, ‘হাজার হাজার লোকজনের ভেতরে অভিযোগকারী কোনো দিকে যে চলে গেছে।’ ভাটারা থানার ওসি মাযহারুল ইসলাম জানিয়েছেন তাদের কাছে ঘটনাটি এখনও পরিষ্কার না। ‘আহতদের চিকিৎসা চলছে। তাদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জানা যাবে।’
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
রাজধানীর বসুন্ধরা এলাকায় ২ বিদেশিসহ ৩ ব্যক্তি মারধরের শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গুরুতর অবস্থায় দুই বিদেশিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভাটারা থানার এএসআই ছোটন চন্দ্র দাস, তবে আহত ২ বিদেশি কোনো দেশের নাগরিক বা তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশের এই এসআই বলেছেন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বসুন্ধরা আবু সাঈদ সড়কে এই ঘটনা ঘটেছে। ছোটন চন্দ্র দাস বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কেউ একজন ফোন করে বলেছেন বিদেশিরা বাংলাদেশিদের সঙ্গে চিট করছে টাকা পয়সা এক্সচেঞ্জ করার বিষয়ে। আটকিয়েছি, আপনারা একটু আসেন। তারপর আমরা গিয়ে দেখি হাজার হাজার লোকজন তাদের মারতেছে গাড়ি ভাঙচুর করতেছে।’
এরপর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার কথা জানিয়ে এসআই বলেন, ‘এই ২ বিদেশির মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।’ তারা কোনো দেশের নাগরিক জানতে চাওয়া হলে ছোটন চন্দ্র দাস বলেন, ‘এমন একটা পরিস্থিতি যে তাদের সঙ্গে কথা বলবো সেই সুযোগটা ছিল না। তবে তারা ফর্সা লম্বা।’
ঘটনাটি প্রথমে বসুন্ধরা আবু সাঈদ গেইটে ঘটেছে জানিয়ে এসআই বলেন, ‘ওখানে যখন পাবলিকে মারধর করা শুরু করেছে ওরা গাড়ি দিছে টান। সামনে রিকশাসহ যা ছিল সব মেরে সামনে চলে যায় তারা। কিছুদুর পর পাবলিকে গাড়ি আটকিয়ে তাদের বেদম মারধর করে চালক পালিয়ে যায়।’ পুলিশ খোঁজ নিয়ে জেনেছে ওই গাড়িটি রেন্ট-এ কারের। ছোটন চন্দ্র দাস বলেছেন, তারা ধারণা করছেন গাড়ির চালক বাংলাদেশি।
‘তাকে পাওয়া গেলেও ঘটনা জানা যাবে।’ টাকা পয়সা প্রতারণার অভিযোগে মারধরের ঘটনা ঘটলেও ঘটনাস্থলে কোনো অভিযোগকারীর দেখা পায়নি পুলিশ। ছোটন চন্দ্র দাস বলেন, ‘হাজার হাজার লোকজনের ভেতরে অভিযোগকারী কোনো দিকে যে চলে গেছে।’ ভাটারা থানার ওসি মাযহারুল ইসলাম জানিয়েছেন তাদের কাছে ঘটনাটি এখনও পরিষ্কার না। ‘আহতদের চিকিৎসা চলছে। তাদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জানা যাবে।’