alt

জাতীয়

নৈরাজ্য সৃষ্টি করতে পতিত স্বৈরাচার ‘বিপুল অর্থ বিনিয়োগ করছে’: প্রধান উপদেষ্টা

সংবাদ অনলাইন রিপোর্ট : শনিবার, ০৮ মার্চ ২০২৫

শনিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে গর্বিত নারী ফুটবল দলের সঙ্গে ফটোসেশনে প্রধান উপদেষ্টাসহ অন্যরা -সংবাদ

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে ‘বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে’ বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘আমাদের এখন ততটাই সতর্ক থাকতে হবে, যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে ছিলাম।’ এই পরিস্থিতিতে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি নারীদের ওপর বিভিন্ন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সব শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করবো।’

তিনি বলেন, ‘পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। আমাদের এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে ছিলাম। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন।’

নারীবিরোধী শক্তির মাথাচাড়া

নারীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নারীবিরোধী যে শক্তি মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে, তাকে আমরা দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবিলা করবো।’ তিনি বলেন, ‘সমাজে এখনও অনেকেই নারীদের অবজ্ঞা করে, যা বদলানো প্রয়োজন। অথচ নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন, সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নেই।’

যুগ যুগ ধরে সংগ্রাম

নারীরা যতটুকু অধিকার আর স্বাধীনতা চর্চা করতে পারছেন এর পুরোটাই তাদের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়েছে উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়েছিল নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে। নিউইয়র্কের নারী শ্রমিকরা কর্মঘণ্টা কমানো, বেতন বৃদ্ধি ও ভোটের অধিকারের দাবিতে প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন। অধিকার আদায়ের জন্য আহত ও নির্যাতিত হন।’

তিনি বলেন, ‘বাংলাদেশেও নারীরা ন্যায্য অধিকারের জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করে এসেছে। তেভাগা থেকে ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে বাংলার নারীসমাজ সক্রিয় ভূমিকা রেখেছে। ইতিহাসের অনেক বীর নারীদের আমরা ভুলে গেছি, তাদের অবদানের কথা জানি না। কিন্তু জুলাই কন্যাদের নেতৃত্ব ও আত্মত্যাগের কথা আমরা কিছুতেই ভুলে যেতে দেব না।’

নতুন বাংলাদেশ গড়ার সুযোগ

সমাজে নারীদের ন্যায্য স্থান প্রতিষ্ঠার জন্য পুরুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া নারীরা বিভিন্ন সময়ে আমাকে তাদের সংগ্রাম ও আশা-আকাক্সক্ষার কথা জানিয়েছে। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না। এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সঙ্গে পুরুষদেরও সহযোদ্ধা হয়ে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবস আমাদের নতুন করে নারীদের সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেয়, অনুপ্রেরণা আর সাহস জোগায়। সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় যারা কাজ করছেন, তাদের প্রতি আহ্বান জানাই, যত বাধাই আসুক না কেন, ইতিহাস আমাদের যে সুযোগ করে দিয়েছে, সে সুযোগ আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করবোই। আমরা নতুন বাংলাদেশ গড়বই। এই আমাদের প্রতিজ্ঞা।’

নারীর ক্ষমতায়নে নানা উদ্যোগ

বক্তব্যে ‘মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি বীরাঙ্গনা ও একাত্তরের সংগ্রামী নারীদের’ এবং ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের’ স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থাকলেও এখনও অনেকক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছে। তিনি নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে দুস্থ মায়েদের আর্থিক সহায়তা, নারীদের প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ কর্মসূচি, কর্মজীবী নারীদের হোস্টেল এবং ডে কেয়ার সেন্টার সুবিধাসহ অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। আরও কী কী করা যেতে পারে সেটা নিয়েও আলোচনা চলছে বলেও জানান তিনি।

নারীবিরোধী শক্তি মোকাবিলার গুরুত্ব এবং নারীর প্রতি সহিংসতা রোধ ও আইনি সহায়তা প্রদান প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে।’

তিনি বলেন, ‘আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ হালনাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০২৫ প্রণয়নের কাজও আমরা হাতে নিয়েছি। আমরা একটি নারীবিষয়ক সংস্কার কমিশন করেছি, তারাও তাদের সুপারিশগুলো দেবে।’

‘তারুণ্যের উৎসব ২০২৫’-এ নারীদের অংশগ্রহণ এবং সমাজে নারীর অধিকার ও অংশগ্রহণে পুরুষদের স্বতঃস্ফূর্ত সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘হাজার হাজার দর্শকের এমন উপস্থিতিই প্রমাণ করে যে, বাংলাদেশের সমাজে নারীর অধিকার ও অংশগ্রহণ প্রতিষ্ঠায় পুরুষদেরও স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে।’

*পুরস্কারপ্রাপ্ত নারীরা*

এর আগে অন্তর্বর্তী সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা কয়েকজনের হাতে অদম্য নারী পুরস্কার তুলে দেন।

পুরস্কার পাওয়া নারীরা হলেন- অর্থনীতিতে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম, সমাজ উন্নয়নে মো. মুহিন (মোহনা), বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ছবি

ধর্ষণ মামলার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে: আইন উপদেষ্টা

ছবি

ঈদের আগেই সরকারি চাকরিজীবীরা বেতন-ভাতা পাবেন

ছবি

মাগুরার শিশুকে ধর্ষণের বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ

ছবি

আওয়ামী লীগ নেতার বাড়িতে পাগলের আশ্রম

বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও লুটের ঘটনায় ৬ ডাকাত গ্রেপ্তার

ঈদের আগে মাধ্যমিক শিক্ষক সমিতির ১০ দফা

পোশাক উছিলা, নারীরা প্রতিবাদ করলেই হামলার শিকার হচ্ছেন

দাবি পূরণের আশ্বাসে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

ছবি

নারীদের কঠিন সময়ে উপদেষ্টাদের মুখ বন্ধ: মহিলা পরিষদ

শ্যামপুরে তরুণকে কুপিয়ে হত্যা

অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারের বিরোধ নিয়ে দুই ভাইসহ ৩ জন নিহত

পুরুষের মতো নারীদেরও সমান মর্যাদা, সুরক্ষা ও সুযোগ থাকা উচিত: তারেক রহমান

ছবি

রাজধানীর ৩ স্থানে বায়ুদূষণ বেশি, বিশ্বে ঢাকার অবস্থান ষষ্ঠ

এক-এগারোতে মার্কিন দূতাবাসের ভূমিকায় ‘বিরাট ভুল ছিল’: সাবেক মার্কিন কূটনীতিক

বেসরকারি নিরাপত্তাকর্মীরা হচ্ছেন ‘সহায়ক বাহিনী’, পাচ্ছেন গ্রেপ্তারের ক্ষমতা

‘সংকটাপন্ন’ অবস্থায় মাগুরার শিশুটিকে নেয়া হলো সিএমএইচে

ছবি

ওয়ান-ইলেভেনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ভুল ছিল: সাবেক মার্কিন কূটনীতিক

ছবি

পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে তলব

ছবি

ঢাকায় বেসরকারি নিরাপত্তাকর্মীরা ‘অক্সিলারি ফোর্স’, পাবেন গ্রেপ্তার ক্ষমতা

ছবি

নারীর প্রতি বিদ্বেষ রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ছবি

রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম

ছবি

হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার: প্রধান উপদেষ্টার কার্যালয়

ছবি

মাগুরার ধর্ষণের শিকার শিশুকে সিএমএইচে স্থানান্তর, মামলায় গ্রেপ্তার ৪

পোশাক নিয়ে হেনস্তা: মামলা প্রত্যাহারের আবেদন শিক্ষার্থীর

৩ দিনের কর্মবিরতির হুঁশিয়ারি ‘বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের’

বিশ্বের এক-চতুর্থাংশ দেশে নারী অধিকার দুর্বল হয়েছে: জাতিসংঘ

আজ আন্তর্জাতিক নারী দিবস

ছবি

গৃহপরিচারিকাকে নির্যাতন, স্বামী-স্ত্রী কারাগারে

ছবি

মেট্রোরেলে নারী কোচে পুরুষ, যৌন নিপীড়নের অভিযোগ

ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে নারী হেনস্তার প্রবণতা বিপজ্জনক : মির্জা ফখরুল

ছবি

সংকট যায় নাই সয়াবিনে, গরুর গোশতের দামও বেড়েছে

সংস্কারের বিষয়ে মতামত চেয়ে দলগুলোকে চিঠি, ১৩ মার্চের মধ্যে মতামত চায় ঐকমত্য কমিশন

ছবি

‘ধর্ষণের শিকার’ শিশু ঢাকা মেডিকেলে ভর্তি, মাগুরায় থানা ঘেরাও

ছবি

বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেয়ার হুঁশিয়ারি দিয়েছিল জাতিসংঘ, জানালেন ফলকার টুর্ক

ছবি

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল

tab

জাতীয়

নৈরাজ্য সৃষ্টি করতে পতিত স্বৈরাচার ‘বিপুল অর্থ বিনিয়োগ করছে’: প্রধান উপদেষ্টা

সংবাদ অনলাইন রিপোর্ট

শনিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে গর্বিত নারী ফুটবল দলের সঙ্গে ফটোসেশনে প্রধান উপদেষ্টাসহ অন্যরা -সংবাদ

শনিবার, ০৮ মার্চ ২০২৫

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে ‘বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে’ বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘আমাদের এখন ততটাই সতর্ক থাকতে হবে, যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে ছিলাম।’ এই পরিস্থিতিতে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি নারীদের ওপর বিভিন্ন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সব শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করবো।’

তিনি বলেন, ‘পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। আমাদের এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে ছিলাম। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন।’

নারীবিরোধী শক্তির মাথাচাড়া

নারীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নারীবিরোধী যে শক্তি মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে, তাকে আমরা দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবিলা করবো।’ তিনি বলেন, ‘সমাজে এখনও অনেকেই নারীদের অবজ্ঞা করে, যা বদলানো প্রয়োজন। অথচ নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন, সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নেই।’

যুগ যুগ ধরে সংগ্রাম

নারীরা যতটুকু অধিকার আর স্বাধীনতা চর্চা করতে পারছেন এর পুরোটাই তাদের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়েছে উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়েছিল নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে। নিউইয়র্কের নারী শ্রমিকরা কর্মঘণ্টা কমানো, বেতন বৃদ্ধি ও ভোটের অধিকারের দাবিতে প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন। অধিকার আদায়ের জন্য আহত ও নির্যাতিত হন।’

তিনি বলেন, ‘বাংলাদেশেও নারীরা ন্যায্য অধিকারের জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করে এসেছে। তেভাগা থেকে ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে বাংলার নারীসমাজ সক্রিয় ভূমিকা রেখেছে। ইতিহাসের অনেক বীর নারীদের আমরা ভুলে গেছি, তাদের অবদানের কথা জানি না। কিন্তু জুলাই কন্যাদের নেতৃত্ব ও আত্মত্যাগের কথা আমরা কিছুতেই ভুলে যেতে দেব না।’

নতুন বাংলাদেশ গড়ার সুযোগ

সমাজে নারীদের ন্যায্য স্থান প্রতিষ্ঠার জন্য পুরুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া নারীরা বিভিন্ন সময়ে আমাকে তাদের সংগ্রাম ও আশা-আকাক্সক্ষার কথা জানিয়েছে। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না। এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সঙ্গে পুরুষদেরও সহযোদ্ধা হয়ে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবস আমাদের নতুন করে নারীদের সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেয়, অনুপ্রেরণা আর সাহস জোগায়। সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় যারা কাজ করছেন, তাদের প্রতি আহ্বান জানাই, যত বাধাই আসুক না কেন, ইতিহাস আমাদের যে সুযোগ করে দিয়েছে, সে সুযোগ আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করবোই। আমরা নতুন বাংলাদেশ গড়বই। এই আমাদের প্রতিজ্ঞা।’

নারীর ক্ষমতায়নে নানা উদ্যোগ

বক্তব্যে ‘মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি বীরাঙ্গনা ও একাত্তরের সংগ্রামী নারীদের’ এবং ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের’ স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থাকলেও এখনও অনেকক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছে। তিনি নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে দুস্থ মায়েদের আর্থিক সহায়তা, নারীদের প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ কর্মসূচি, কর্মজীবী নারীদের হোস্টেল এবং ডে কেয়ার সেন্টার সুবিধাসহ অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। আরও কী কী করা যেতে পারে সেটা নিয়েও আলোচনা চলছে বলেও জানান তিনি।

নারীবিরোধী শক্তি মোকাবিলার গুরুত্ব এবং নারীর প্রতি সহিংসতা রোধ ও আইনি সহায়তা প্রদান প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে।’

তিনি বলেন, ‘আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ হালনাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০২৫ প্রণয়নের কাজও আমরা হাতে নিয়েছি। আমরা একটি নারীবিষয়ক সংস্কার কমিশন করেছি, তারাও তাদের সুপারিশগুলো দেবে।’

‘তারুণ্যের উৎসব ২০২৫’-এ নারীদের অংশগ্রহণ এবং সমাজে নারীর অধিকার ও অংশগ্রহণে পুরুষদের স্বতঃস্ফূর্ত সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘হাজার হাজার দর্শকের এমন উপস্থিতিই প্রমাণ করে যে, বাংলাদেশের সমাজে নারীর অধিকার ও অংশগ্রহণ প্রতিষ্ঠায় পুরুষদেরও স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে।’

*পুরস্কারপ্রাপ্ত নারীরা*

এর আগে অন্তর্বর্তী সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা কয়েকজনের হাতে অদম্য নারী পুরস্কার তুলে দেন।

পুরস্কার পাওয়া নারীরা হলেন- অর্থনীতিতে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম, সমাজ উন্নয়নে মো. মুহিন (মোহনা), বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

back to top