alt

জাতীয়

‘সংকটাপন্ন’ অবস্থায় মাগুরার শিশুটিকে নেয়া হলো সিএমএইচে

শিশু ‘ধর্ষণের’ ঘটনায় তিন দিন পর মামলা, ৪ আসামির সবাই গ্রেপ্তার

সংবাদ অনলাইন রিপোর্ট : শনিবার, ০৮ মার্চ ২০২৫

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ শিশুটিকে ‘সংকটাপন্ন’ অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে নেয়া হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে সেখানে নেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘মাগুরার ওই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ শিশুটির অবস্থা ‘সংকটাপন্ন’ বলছে চিকিৎসকরা। সিএমএইচে নেয়ার আগে তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এর আগে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার তিনি বলেন,‘বাচ্চাটার অবস্থা ক্রিটিক্যাল। ও শুক্রবার রাত থেকে ভেন্টিলেশনে আছে, ওর অবস্থা ভালো না। ‘ধর্ষণের পাশাপাশি তার গলা চেপে ধরা হয়েছিল। আমরা দেখেছি তার গলায় একটা দাগ আছে। এ কারণে চিকিৎসকরা বলছেন, গলা চেপে ধরার কারণে তার শ্বাসকষ্ট হয়েছে। এ কারণে তার সমস্যাগুলো আরও বেশি হচ্ছে।’

শিশুটির চিকিৎসায় শিশু শনিবার মেডিকেল বোর্ড করা গঠনের কথা জানিয়ে হাসপাতালের পরিচালক আসাদুজ্জামান বলেছেন, ওই বোর্ডে চারটি বিভাগের চিকিৎসকরা আছেন। ‘আমাদের শিশু বিভাগের প্রধানকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া পেডিয়াট্রিক সার্জারি, গাইনি এবং অ্যানেস্থেশিয়া বিভাগের চিকিৎসকরা আছেন। উনারা শনিবার রাতে মিটিংয়ে বসেছেন।’

ঢাকা মেডিকেলের শিশু সার্জারি বিভাগের প্রধান এবং শিশুটির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য মো. ছামিদুর রহমান বলেন, ‘স্ট্যাগুলেশন মানে গলা টিপে ধরার কারণে তাকে আইসিইউতে পাঠানো হয়েছে। গলা টিপে ধরার কারণেই তার সমস্যা বেশি হচ্ছে। সার্জিক্যাল সাইট অতটা খারাপ না। তার পেরিনিয়াম (যৌনাঙ্গের একটা অংশ) অত খারাপ না।’

তিন দিন পর মামলা,

৪ আসামির সবাই গ্রেপ্তার

বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ‘ধর্ষণের’ ঘটনার তিন দিন পর চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেছেন। তিনি বলেন, ‘এ মামলার শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজীব শেখের ভাই রাতুল শেখ (১৭) এবং তাদের মা জাবেদা বেগমকে (৪০) আসামি করা হয়েছে। তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।’ জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, এরই মধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে।

মামলার এজাহারে শিশুটির মা অভিযোগ করেন, মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা (শ্বশুর) শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাশুর জানতেন। তারা ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যাচেষ্টা চালান। শনিবার সকালে বড় বোন ও বাবাকে দিয়ে মাগুরা সদর থানায় এজাহার পাঠান শিশুটির মা। সেই অনুযায়ী বেলা তিনটার

দিকে মামলা রেকর্ড হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) এর ক/ ৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ করা হয়। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শিশুটির বড় বোনের সঙ্গে মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী মাঠপাড়ার হিটু শেখের (৪২) ছোট ছেলে সজীব শেখের (১৮) বিয়ে হয় চার মাস আগে। ওই বাড়িতে হিটু শেখ, তার স্ত্রী জাহেদা খাতুন (৪৫), বড় ছেলে রাতুল শেখ (২০) ও ছোট ছেলে সজীব শেখ থাকতেন। বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানতেন। এ নিয়ে ঝগড়াও হয়েছে। এমন পরিস্থিতিতে ১ মার্চ নিজনান্দুয়ালীতে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় ৮ বছরের শিশুটি।

এজাহারে ঘটনার বর্ণনা দিয়ে বাদী উল্লেখ করেন, বুধবার (৫ মার্চ) রাত ১০টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি। রাত আড়াইটার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন, ছোট বোন পাশে নেই, মেঝেতে পড়ে আছে। তখন শিশুটি বড় বোনকে জানায়, তার যৌনাঙ্গে জ্বালাপোড়া হচ্ছে। কিন্তু বড় বোন মনে করে, শিশুটি ঘুমের মধ্যে আবোলতাবোল বকছে। এরপর সকাল ছয়টার দিকে শিশুটি আবার বোনকে যৌনাঙ্গে জ্বালাপোড়ার কথা বলে। কারণ জিজ্ঞেস করলে সে বোনকে জানায়, রাতে দুলাভাই (সজীব) দরজা খুলে দিলে তার বাবা (হিটু শেখ) তার মুখ চেপে ধরে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয়। পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রেখে যায়।

এজাহারে আরও বলা হয়, ঘটনা জানার পর শিশুটির বড় বোন তার মাকে মুঠোফোনে বিষয়টি জানাতে গেলে তার স্বামী সজীব শেখ মুঠোফোন কেড়ে নিয়ে তাকে মারধর করেন। এ কথা কাউকে বললে শিশুটিকে হত্যার হুমকি দেন এবং তাদের দুই বোনকে আলাদা দুটি কক্ষে আটকে রাখেন। সকালে জোহরা নামের এক নারী প্রতিবেশী বাড়িতে এলে বোনের ভাশুর রাতুল শেখ দরজা খুলে দেন। তখন শিশুটির মাথায় পানি দিয়ে সুস্থ করানোর চেষ্টা করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে বোনের শাশুড়ি অন্য প্রতিবেশীদের সহায়তায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে মেয়েটিকে জিনে ধরেছে বলে চিকিৎসকদের জানান। তবে চিকিৎসক ও অন্যরা বিষয়টি টের পেলে শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে বাদী হাসপাতালে যান।

বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকার আনার পর তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ)। সেদিন চিকিৎসকদের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ বলেন, ‘শিশুটির অবস্থা আশঙ্কাজনক।’

মেয়েটির মা বলেন, ঘটনার সময় ওই বাড়িতে মেয়ে একাই ছিল। এ কারণে কে বা কারা তাকে ধর্ষণ করেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। তিনি বলেন, ‘মেয়েকে ঘরের মধ্যে একা পেয়ে কেউ একজন তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে অচেতন অবস্থায় তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’ মেয়েটির শারীরিক অবস্থা ‘শঙ্কামুক্ত নয়’ বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছিলেন মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার সুবাস রঞ্জন হালদার।

ছবি

যৌন হয়রানি প্রতিরোধে দ্রুত আইন প্রণয়নের দাবি

ছবি

ধর্ষণ মামলার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে: আইন উপদেষ্টা

ছবি

ঈদের আগেই সরকারি চাকরিজীবীরা বেতন-ভাতা পাবেন

ছবি

মাগুরার শিশুকে ধর্ষণের বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ

ছবি

আওয়ামী লীগ নেতার বাড়িতে পাগলের আশ্রম

বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও লুটের ঘটনায় ৬ ডাকাত গ্রেপ্তার

ঈদের আগে মাধ্যমিক শিক্ষক সমিতির ১০ দফা

পোশাক উছিলা, নারীরা প্রতিবাদ করলেই হামলার শিকার হচ্ছেন

দাবি পূরণের আশ্বাসে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

ছবি

নারীদের কঠিন সময়ে উপদেষ্টাদের মুখ বন্ধ: মহিলা পরিষদ

শ্যামপুরে তরুণকে কুপিয়ে হত্যা

অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারের বিরোধ নিয়ে দুই ভাইসহ ৩ জন নিহত

পুরুষের মতো নারীদেরও সমান মর্যাদা, সুরক্ষা ও সুযোগ থাকা উচিত: তারেক রহমান

ছবি

রাজধানীর ৩ স্থানে বায়ুদূষণ বেশি, বিশ্বে ঢাকার অবস্থান ষষ্ঠ

এক-এগারোতে মার্কিন দূতাবাসের ভূমিকায় ‘বিরাট ভুল ছিল’: সাবেক মার্কিন কূটনীতিক

বেসরকারি নিরাপত্তাকর্মীরা হচ্ছেন ‘সহায়ক বাহিনী’, পাচ্ছেন গ্রেপ্তারের ক্ষমতা

ছবি

নৈরাজ্য সৃষ্টি করতে পতিত স্বৈরাচার ‘বিপুল অর্থ বিনিয়োগ করছে’: প্রধান উপদেষ্টা

ছবি

ওয়ান-ইলেভেনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ভুল ছিল: সাবেক মার্কিন কূটনীতিক

ছবি

পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে তলব

ছবি

ঢাকায় বেসরকারি নিরাপত্তাকর্মীরা ‘অক্সিলারি ফোর্স’, পাবেন গ্রেপ্তার ক্ষমতা

ছবি

নারীর প্রতি বিদ্বেষ রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ছবি

রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম

ছবি

হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার: প্রধান উপদেষ্টার কার্যালয়

ছবি

মাগুরার ধর্ষণের শিকার শিশুকে সিএমএইচে স্থানান্তর, মামলায় গ্রেপ্তার ৪

পোশাক নিয়ে হেনস্তা: মামলা প্রত্যাহারের আবেদন শিক্ষার্থীর

৩ দিনের কর্মবিরতির হুঁশিয়ারি ‘বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের’

বিশ্বের এক-চতুর্থাংশ দেশে নারী অধিকার দুর্বল হয়েছে: জাতিসংঘ

আজ আন্তর্জাতিক নারী দিবস

ছবি

গৃহপরিচারিকাকে নির্যাতন, স্বামী-স্ত্রী কারাগারে

ছবি

মেট্রোরেলে নারী কোচে পুরুষ, যৌন নিপীড়নের অভিযোগ

ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে নারী হেনস্তার প্রবণতা বিপজ্জনক : মির্জা ফখরুল

ছবি

সংকট যায় নাই সয়াবিনে, গরুর গোশতের দামও বেড়েছে

সংস্কারের বিষয়ে মতামত চেয়ে দলগুলোকে চিঠি, ১৩ মার্চের মধ্যে মতামত চায় ঐকমত্য কমিশন

ছবি

‘ধর্ষণের শিকার’ শিশু ঢাকা মেডিকেলে ভর্তি, মাগুরায় থানা ঘেরাও

ছবি

বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেয়ার হুঁশিয়ারি দিয়েছিল জাতিসংঘ, জানালেন ফলকার টুর্ক

tab

জাতীয়

‘সংকটাপন্ন’ অবস্থায় মাগুরার শিশুটিকে নেয়া হলো সিএমএইচে

শিশু ‘ধর্ষণের’ ঘটনায় তিন দিন পর মামলা, ৪ আসামির সবাই গ্রেপ্তার

সংবাদ অনলাইন রিপোর্ট

শনিবার, ০৮ মার্চ ২০২৫

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ শিশুটিকে ‘সংকটাপন্ন’ অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে নেয়া হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে সেখানে নেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘মাগুরার ওই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ শিশুটির অবস্থা ‘সংকটাপন্ন’ বলছে চিকিৎসকরা। সিএমএইচে নেয়ার আগে তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এর আগে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার তিনি বলেন,‘বাচ্চাটার অবস্থা ক্রিটিক্যাল। ও শুক্রবার রাত থেকে ভেন্টিলেশনে আছে, ওর অবস্থা ভালো না। ‘ধর্ষণের পাশাপাশি তার গলা চেপে ধরা হয়েছিল। আমরা দেখেছি তার গলায় একটা দাগ আছে। এ কারণে চিকিৎসকরা বলছেন, গলা চেপে ধরার কারণে তার শ্বাসকষ্ট হয়েছে। এ কারণে তার সমস্যাগুলো আরও বেশি হচ্ছে।’

শিশুটির চিকিৎসায় শিশু শনিবার মেডিকেল বোর্ড করা গঠনের কথা জানিয়ে হাসপাতালের পরিচালক আসাদুজ্জামান বলেছেন, ওই বোর্ডে চারটি বিভাগের চিকিৎসকরা আছেন। ‘আমাদের শিশু বিভাগের প্রধানকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া পেডিয়াট্রিক সার্জারি, গাইনি এবং অ্যানেস্থেশিয়া বিভাগের চিকিৎসকরা আছেন। উনারা শনিবার রাতে মিটিংয়ে বসেছেন।’

ঢাকা মেডিকেলের শিশু সার্জারি বিভাগের প্রধান এবং শিশুটির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য মো. ছামিদুর রহমান বলেন, ‘স্ট্যাগুলেশন মানে গলা টিপে ধরার কারণে তাকে আইসিইউতে পাঠানো হয়েছে। গলা টিপে ধরার কারণেই তার সমস্যা বেশি হচ্ছে। সার্জিক্যাল সাইট অতটা খারাপ না। তার পেরিনিয়াম (যৌনাঙ্গের একটা অংশ) অত খারাপ না।’

তিন দিন পর মামলা,

৪ আসামির সবাই গ্রেপ্তার

বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ‘ধর্ষণের’ ঘটনার তিন দিন পর চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেছেন। তিনি বলেন, ‘এ মামলার শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজীব শেখের ভাই রাতুল শেখ (১৭) এবং তাদের মা জাবেদা বেগমকে (৪০) আসামি করা হয়েছে। তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।’ জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, এরই মধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে।

মামলার এজাহারে শিশুটির মা অভিযোগ করেন, মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা (শ্বশুর) শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাশুর জানতেন। তারা ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যাচেষ্টা চালান। শনিবার সকালে বড় বোন ও বাবাকে দিয়ে মাগুরা সদর থানায় এজাহার পাঠান শিশুটির মা। সেই অনুযায়ী বেলা তিনটার

দিকে মামলা রেকর্ড হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) এর ক/ ৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ করা হয়। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শিশুটির বড় বোনের সঙ্গে মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী মাঠপাড়ার হিটু শেখের (৪২) ছোট ছেলে সজীব শেখের (১৮) বিয়ে হয় চার মাস আগে। ওই বাড়িতে হিটু শেখ, তার স্ত্রী জাহেদা খাতুন (৪৫), বড় ছেলে রাতুল শেখ (২০) ও ছোট ছেলে সজীব শেখ থাকতেন। বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানতেন। এ নিয়ে ঝগড়াও হয়েছে। এমন পরিস্থিতিতে ১ মার্চ নিজনান্দুয়ালীতে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় ৮ বছরের শিশুটি।

এজাহারে ঘটনার বর্ণনা দিয়ে বাদী উল্লেখ করেন, বুধবার (৫ মার্চ) রাত ১০টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি। রাত আড়াইটার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন, ছোট বোন পাশে নেই, মেঝেতে পড়ে আছে। তখন শিশুটি বড় বোনকে জানায়, তার যৌনাঙ্গে জ্বালাপোড়া হচ্ছে। কিন্তু বড় বোন মনে করে, শিশুটি ঘুমের মধ্যে আবোলতাবোল বকছে। এরপর সকাল ছয়টার দিকে শিশুটি আবার বোনকে যৌনাঙ্গে জ্বালাপোড়ার কথা বলে। কারণ জিজ্ঞেস করলে সে বোনকে জানায়, রাতে দুলাভাই (সজীব) দরজা খুলে দিলে তার বাবা (হিটু শেখ) তার মুখ চেপে ধরে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয়। পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রেখে যায়।

এজাহারে আরও বলা হয়, ঘটনা জানার পর শিশুটির বড় বোন তার মাকে মুঠোফোনে বিষয়টি জানাতে গেলে তার স্বামী সজীব শেখ মুঠোফোন কেড়ে নিয়ে তাকে মারধর করেন। এ কথা কাউকে বললে শিশুটিকে হত্যার হুমকি দেন এবং তাদের দুই বোনকে আলাদা দুটি কক্ষে আটকে রাখেন। সকালে জোহরা নামের এক নারী প্রতিবেশী বাড়িতে এলে বোনের ভাশুর রাতুল শেখ দরজা খুলে দেন। তখন শিশুটির মাথায় পানি দিয়ে সুস্থ করানোর চেষ্টা করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে বোনের শাশুড়ি অন্য প্রতিবেশীদের সহায়তায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে মেয়েটিকে জিনে ধরেছে বলে চিকিৎসকদের জানান। তবে চিকিৎসক ও অন্যরা বিষয়টি টের পেলে শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে বাদী হাসপাতালে যান।

বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকার আনার পর তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ)। সেদিন চিকিৎসকদের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ বলেন, ‘শিশুটির অবস্থা আশঙ্কাজনক।’

মেয়েটির মা বলেন, ঘটনার সময় ওই বাড়িতে মেয়ে একাই ছিল। এ কারণে কে বা কারা তাকে ধর্ষণ করেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। তিনি বলেন, ‘মেয়েকে ঘরের মধ্যে একা পেয়ে কেউ একজন তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে অচেতন অবস্থায় তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’ মেয়েটির শারীরিক অবস্থা ‘শঙ্কামুক্ত নয়’ বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছিলেন মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার সুবাস রঞ্জন হালদার।

back to top