আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের মার্চ মাসের বেতন-ভাতা অগ্রিম প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৩ মার্চ তারা এ সুবিধা পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের ট্রেজারি ব্যবস্থাপনা শাখার এক আদেশে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী (গেজেটেড ও নন-গেজেটেড) এবং সামরিক বাহিনীর কমিশন্ড ও নন-কমিশন্ড অফিসারদের মার্চ মাসের বেতন-ভাতা ২৩ মার্চ দেওয়া হবে।
এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও একই তারিখে অবসর ভাতা প্রদান করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
উল্লেখ্য, চলতি বছর ২ মার্চ থেকে রমজান মাস শুরু হয়েছে। ২৭ মার্চ রাতে শবে কদর পালিত হবে। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
রোববার, ০৯ মার্চ ২০২৫
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের মার্চ মাসের বেতন-ভাতা অগ্রিম প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৩ মার্চ তারা এ সুবিধা পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের ট্রেজারি ব্যবস্থাপনা শাখার এক আদেশে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী (গেজেটেড ও নন-গেজেটেড) এবং সামরিক বাহিনীর কমিশন্ড ও নন-কমিশন্ড অফিসারদের মার্চ মাসের বেতন-ভাতা ২৩ মার্চ দেওয়া হবে।
এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও একই তারিখে অবসর ভাতা প্রদান করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
উল্লেখ্য, চলতি বছর ২ মার্চ থেকে রমজান মাস শুরু হয়েছে। ২৭ মার্চ রাতে শবে কদর পালিত হবে। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।