ঢাকা: মাগুরার ভুক্তভোগী শিশুটির ছবি ও ভিডিও সব সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিটিআরসি, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
হাইকোর্ট আদেশে উল্লেখ করেছেন, শিশুটির ধর্ষণের ঘটনায় করা মামলাটির তদন্ত ৩০ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। অভিযোগ আমলে নেওয়ার পর ১৮০ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে।
২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারা অনুযায়ী, নির্যাতনের শিকার নারী ও শিশুর পরিচয় প্রকাশ নিষিদ্ধ। আদালত এই ধারা লঙ্ঘনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিন কার্যদিবসের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, এই ধারার বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।
রোববার, ০৯ মার্চ ২০২৫
ঢাকা: মাগুরার ভুক্তভোগী শিশুটির ছবি ও ভিডিও সব সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিটিআরসি, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
হাইকোর্ট আদেশে উল্লেখ করেছেন, শিশুটির ধর্ষণের ঘটনায় করা মামলাটির তদন্ত ৩০ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। অভিযোগ আমলে নেওয়ার পর ১৮০ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে।
২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারা অনুযায়ী, নির্যাতনের শিকার নারী ও শিশুর পরিচয় প্রকাশ নিষিদ্ধ। আদালত এই ধারা লঙ্ঘনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিন কার্যদিবসের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, এই ধারার বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।