মেট্রোরেলে নারীদের কোচে বাড়তি নিরাপত্তা দেয়া শুরু হয়েছে। নারীদের কোচে যাতে পুরুষ উঠতে না পারে তার জন্য নারী কোচে যাওয়ার রাস্তায় আলাদা সতর্কতা জারি করা হয়েছে।
আর নারী কোচের নিরাপত্তায় ১ থেকে ২ জন নারী পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এমআরটি পুলিশের ডিআইজি রবিবার দুপুরে সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার দুপুর সোয়া ২টার দিকে মেট্রোরেলের নারী কোচ থেকে নেমে একজন যাত্রী জানান, নারী কোচে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এরপরও পুরুষ যাতে কোচে উঠতে না পারে তার জন্য আলাদা গেটের ব্যবস্থা নেয়া হয়েছে।
এরপরও নারী পুরুষ এক সঙ্গে (দুই জন) গেলে অনেকে জোর করে নারী কোচে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। আবার অনেক নারী পুরুষদেরকে নারী কোচে না উঠার জন্য অনুরোধ করছেন। বাধা দেয়ায় রবিবার ও একজন পুরুষ যাত্রী প্রথমে ক্ষেপে যান। তার পর নেমে যান বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য সম্প্রতি মেট্রোরেলের নারী
কোচে নারী শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে ও দুপুরে পৃথক দুইটি ঘটনা ঘটছে। তখন একজন নারী চাকরিজীবী প্রতিবাদ করলেও ওই পুরুষ নারী কোচ থেকে নামেনি। বরং বাজে আচরণ করছে। এইছাড়াও আরেকজন নারী চিকিৎসকও তার মেয়ে নারী কোচে বাজে আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
মেট্রোরেলে রমজান মাসের শুরুতে সকালের চেয়ে বিকেলে ভিড় বেশি হয়। অনেকেই অফিস ছুটির পর বাসায় গিয়ে ইফতার করতে মেট্রোরেলে যান। তখন মেট্রোরেলে ভিড় বেশি হয়। আর তাড়াতাড়ি উঠতে গিয়ে অনেক নারী চাকরিজীবী নারী কোচ ছাড়াও অন্যান্য কোচে উঠে পড়েন। সেখানে অনেক কষ্টে দাঁড়িয়ে বাসায় পৌঁছার চেষ্টা করেন।
যাত্রীদের দাবি, মেট্রোরেলের সংখ্যা আরও বাড়িয়ে দিলে আরও বেশি যাত্রী উপকৃত হবে। তাদের বাঁচবে সময়। আর মেট্রোরেল থেকে স্টেশনে নামার স্টেশনের সামনের রাস্তায় ফুটপাটে দুই পাশে বাড়তি দোকান বসানোর কারণে হাটাচলা কষ্টকর হয়ে পড়েছে। মেট্রোরেল স্টেশন কেন্দ্রিক গড়ে উঠা ফুটপাটের অবৈধ দোকান। যাত্রীরা যাতে স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে তার জন্য পদক্ষেপ নিতে মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে আহবান জানাচ্ছেন।
রোববার, ০৯ মার্চ ২০২৫
মেট্রোরেলে নারীদের কোচে বাড়তি নিরাপত্তা দেয়া শুরু হয়েছে। নারীদের কোচে যাতে পুরুষ উঠতে না পারে তার জন্য নারী কোচে যাওয়ার রাস্তায় আলাদা সতর্কতা জারি করা হয়েছে।
আর নারী কোচের নিরাপত্তায় ১ থেকে ২ জন নারী পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এমআরটি পুলিশের ডিআইজি রবিবার দুপুরে সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার দুপুর সোয়া ২টার দিকে মেট্রোরেলের নারী কোচ থেকে নেমে একজন যাত্রী জানান, নারী কোচে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এরপরও পুরুষ যাতে কোচে উঠতে না পারে তার জন্য আলাদা গেটের ব্যবস্থা নেয়া হয়েছে।
এরপরও নারী পুরুষ এক সঙ্গে (দুই জন) গেলে অনেকে জোর করে নারী কোচে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। আবার অনেক নারী পুরুষদেরকে নারী কোচে না উঠার জন্য অনুরোধ করছেন। বাধা দেয়ায় রবিবার ও একজন পুরুষ যাত্রী প্রথমে ক্ষেপে যান। তার পর নেমে যান বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য সম্প্রতি মেট্রোরেলের নারী
কোচে নারী শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে ও দুপুরে পৃথক দুইটি ঘটনা ঘটছে। তখন একজন নারী চাকরিজীবী প্রতিবাদ করলেও ওই পুরুষ নারী কোচ থেকে নামেনি। বরং বাজে আচরণ করছে। এইছাড়াও আরেকজন নারী চিকিৎসকও তার মেয়ে নারী কোচে বাজে আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
মেট্রোরেলে রমজান মাসের শুরুতে সকালের চেয়ে বিকেলে ভিড় বেশি হয়। অনেকেই অফিস ছুটির পর বাসায় গিয়ে ইফতার করতে মেট্রোরেলে যান। তখন মেট্রোরেলে ভিড় বেশি হয়। আর তাড়াতাড়ি উঠতে গিয়ে অনেক নারী চাকরিজীবী নারী কোচ ছাড়াও অন্যান্য কোচে উঠে পড়েন। সেখানে অনেক কষ্টে দাঁড়িয়ে বাসায় পৌঁছার চেষ্টা করেন।
যাত্রীদের দাবি, মেট্রোরেলের সংখ্যা আরও বাড়িয়ে দিলে আরও বেশি যাত্রী উপকৃত হবে। তাদের বাঁচবে সময়। আর মেট্রোরেল থেকে স্টেশনে নামার স্টেশনের সামনের রাস্তায় ফুটপাটে দুই পাশে বাড়তি দোকান বসানোর কারণে হাটাচলা কষ্টকর হয়ে পড়েছে। মেট্রোরেল স্টেশন কেন্দ্রিক গড়ে উঠা ফুটপাটের অবৈধ দোকান। যাত্রীরা যাতে স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে তার জন্য পদক্ষেপ নিতে মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে আহবান জানাচ্ছেন।