বগুড়ায় নারী নির্যাতন ও ধর্ষণবিরোধী মিছিল -সংবাদ
চলো যাই যুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই- এমন নানা শ্লোগানে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচি করে।
ঈশ্বরগঞ্জে ধর্ষণ, নারী নির্যাতনের বিচার দাবিতে ছাত্রদলের মানববন্ধন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি জানিয়েছেন, জেলার ঈশ্বরগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীরা নারী নির্যাতন ও ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে।
সোমবার উপজেলা ছাত্রদলের উদ্যোগ ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ সামনে এ কর্মসূচি করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ, সদস্য সচিব হারুনুর রশিদ, যুগ্ম আহবায়ক রনির রহমান, রাফসান আহমেদ রোমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাদেক, সদস্য সচিব শাহ সৌরভ সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব তৌহিদুল ইসলাম, শাওন প্রমুখ।
বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, সোমবার বগুড়ায় বিক্ষোভ মানববন্ধন ও সমাবেশ থেকে নারীসহ সর্বস্তরের মানুষের নিরাপত্তা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি জানায় শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১১টার দিকে ধর্ষণ প্রতিরোধ ও ধর্ষকদের ফাঁসির দাবি ও ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী ভাষার প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা শহরের কেন্দ্রস্থল সাতমাথায় সমবেত হয়ে মানববন্ধন করেন। পরে সাতমাথা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সাতমাথায় এসে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান করে।
এসময় শিক্ষার্থীরা ধর্ষকদের ফাঁসির দাবি নিশ্চিত করার দাবি জনিয়ে বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করা যাবে না। শিক্ষার্থীরা দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শিশু আছিয়াসহ যেসব ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তি ও প্রমান রয়েছে সেই সব ধর্ষকদের বিচার ও সর্বোচ্চ শাস্তি দীর্ঘায়িত করা যাবে না। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ধর্ষকের শাস্তি চেয়ে সিংড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
সারা দেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সিংড়া (নাটোর) প্রতিনিধি জানান, সোমবার বেলা ১২টার দিকে সিংড়া কোর্টমাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর-বগুড়া মহাসড়কে এসে স্লোগান দেয়। এসময় তারা ‘তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া, ‘আমার বোনের কান্না আর না আর না’, একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’ স্লোগান দেন।
মিছিলে নেতৃত্ব দেন জারিফ আল তাহসিন, ফাহাদ, শাহরিয়ার সিয়াম, তাহসিন, সিনহা, রুকাইয়া, শিফা প্রমুখ।
পঞ্চগড়ে নারী এবং শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী
পঞ্চগড় প্রতিনিধি জানান,
পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও নারী এবং কন্যা শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে।
ডেমোক্রেসিওয়াচের আস্থা প্রকল্পের যুব ফোরাম, আটোয়ারীর আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন আটোয়ারী-রুহিয়া সড়কে ফোরামের সদস্যগণ সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন। পরে একটি বিক্ষাভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচী শেষ করে সংগঠনটির নেতারা।
যুব ফোরাম আটোয়ারীর আহবায়ক বকুল চন্দ্র বর্মনের তত্ত্বাবধানে গৃহীত কর্মসূচীতে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মো. শাহাজাহান, স্থানীয় যুব ফোরামের যুগ্ম আহবায়ক রুবনা আকতার, মো. কাদের ও জিল্লুর রহমানসহ অনেকে।
নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, দেশব্যাপী চলমান নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ,ও বিচারহীনতা সংস্কৃতির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সোমবার সকালে শহরের চৌরাস্তায় এ কর্মসূচীটি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আহবায়ক সুচরিতা দে, সংগঠনের জেলা সদস্য সচিব মামুদা আক্তার আলো, উপজেলা সদস্য সচিব সুরভী ক্যারকেটা প্রমুখ।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা নারী ও শিশু প্রতি সহিংসতা ও ধর্ষণের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এছাড়াও প্রতিটি স্কুলে নারী নির্যাতন কমিটি সঠিকভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানান। সংশ্লিষ্ট আইন দ্রুত সংশোধন করে অল্প সময়েই ভিকটিম পরিবারগুলো যেন বিচার পায় সে দাবিও জানানো হয় মানববন্ধনে।
বগুড়ায় নারী নির্যাতন ও ধর্ষণবিরোধী মিছিল -সংবাদ
সোমবার, ১০ মার্চ ২০২৫
চলো যাই যুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই- এমন নানা শ্লোগানে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচি করে।
ঈশ্বরগঞ্জে ধর্ষণ, নারী নির্যাতনের বিচার দাবিতে ছাত্রদলের মানববন্ধন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি জানিয়েছেন, জেলার ঈশ্বরগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীরা নারী নির্যাতন ও ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে।
সোমবার উপজেলা ছাত্রদলের উদ্যোগ ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ সামনে এ কর্মসূচি করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ, সদস্য সচিব হারুনুর রশিদ, যুগ্ম আহবায়ক রনির রহমান, রাফসান আহমেদ রোমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাদেক, সদস্য সচিব শাহ সৌরভ সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব তৌহিদুল ইসলাম, শাওন প্রমুখ।
বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, সোমবার বগুড়ায় বিক্ষোভ মানববন্ধন ও সমাবেশ থেকে নারীসহ সর্বস্তরের মানুষের নিরাপত্তা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি জানায় শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১১টার দিকে ধর্ষণ প্রতিরোধ ও ধর্ষকদের ফাঁসির দাবি ও ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী ভাষার প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা শহরের কেন্দ্রস্থল সাতমাথায় সমবেত হয়ে মানববন্ধন করেন। পরে সাতমাথা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সাতমাথায় এসে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান করে।
এসময় শিক্ষার্থীরা ধর্ষকদের ফাঁসির দাবি নিশ্চিত করার দাবি জনিয়ে বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করা যাবে না। শিক্ষার্থীরা দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শিশু আছিয়াসহ যেসব ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তি ও প্রমান রয়েছে সেই সব ধর্ষকদের বিচার ও সর্বোচ্চ শাস্তি দীর্ঘায়িত করা যাবে না। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ধর্ষকের শাস্তি চেয়ে সিংড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
সারা দেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সিংড়া (নাটোর) প্রতিনিধি জানান, সোমবার বেলা ১২টার দিকে সিংড়া কোর্টমাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর-বগুড়া মহাসড়কে এসে স্লোগান দেয়। এসময় তারা ‘তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া, ‘আমার বোনের কান্না আর না আর না’, একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’ স্লোগান দেন।
মিছিলে নেতৃত্ব দেন জারিফ আল তাহসিন, ফাহাদ, শাহরিয়ার সিয়াম, তাহসিন, সিনহা, রুকাইয়া, শিফা প্রমুখ।
পঞ্চগড়ে নারী এবং শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী
পঞ্চগড় প্রতিনিধি জানান,
পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও নারী এবং কন্যা শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে।
ডেমোক্রেসিওয়াচের আস্থা প্রকল্পের যুব ফোরাম, আটোয়ারীর আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন আটোয়ারী-রুহিয়া সড়কে ফোরামের সদস্যগণ সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন। পরে একটি বিক্ষাভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচী শেষ করে সংগঠনটির নেতারা।
যুব ফোরাম আটোয়ারীর আহবায়ক বকুল চন্দ্র বর্মনের তত্ত্বাবধানে গৃহীত কর্মসূচীতে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মো. শাহাজাহান, স্থানীয় যুব ফোরামের যুগ্ম আহবায়ক রুবনা আকতার, মো. কাদের ও জিল্লুর রহমানসহ অনেকে।
নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, দেশব্যাপী চলমান নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ,ও বিচারহীনতা সংস্কৃতির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সোমবার সকালে শহরের চৌরাস্তায় এ কর্মসূচীটি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আহবায়ক সুচরিতা দে, সংগঠনের জেলা সদস্য সচিব মামুদা আক্তার আলো, উপজেলা সদস্য সচিব সুরভী ক্যারকেটা প্রমুখ।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা নারী ও শিশু প্রতি সহিংসতা ও ধর্ষণের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এছাড়াও প্রতিটি স্কুলে নারী নির্যাতন কমিটি সঠিকভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানান। সংশ্লিষ্ট আইন দ্রুত সংশোধন করে অল্প সময়েই ভিকটিম পরিবারগুলো যেন বিচার পায় সে দাবিও জানানো হয় মানববন্ধনে।