বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, অ্যাপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মরদেহ আজ বুধবার রাতেই দেশে আনা হচ্ছে। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে রাত ১০টা ২০ মিনিটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
সৈয়দ মঞ্জুর এলাহী বুধবার (বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় তার পাশে ছিলেন ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর ও মেয়ে মুনিজে মঞ্জুর।
পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে সৈয়দ মঞ্জুর এলাহীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তার স্ত্রী নিলুফার মঞ্জুরের কবরের পাশে তাকে দাফন করা হবে।
১৯৪১ সালে কলকাতায় জন্ম নেওয়া সৈয়দ মঞ্জুর এলাহী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে বহুজাতিক কোম্পানিতে কাজ করলেও পরে চামড়া শিল্পের সঙ্গে যুক্ত হন এবং এই খাতের একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
১৯৭২ সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠার মাধ্যমে চামড়া ব্যবসায় প্রবেশ করেন তিনি। ১৯৭৬ সালে সরকারি মালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে ‘অ্যাপেক্স ট্যানারি’ প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে দেশের জুতা শিল্পের শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার গড়ে তোলেন, যা বর্তমানে দেশের বৃহত্তম জুতা রপ্তানিকারক কোম্পানি।
শিল্প ও ব্যবসার পাশাপাশি তিনি ১৯৯৬ ও ২০০১ সালে দুই দফায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া, গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য ও ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বুধবার, ১২ মার্চ ২০২৫
বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, অ্যাপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মরদেহ আজ বুধবার রাতেই দেশে আনা হচ্ছে। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে রাত ১০টা ২০ মিনিটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
সৈয়দ মঞ্জুর এলাহী বুধবার (বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় তার পাশে ছিলেন ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর ও মেয়ে মুনিজে মঞ্জুর।
পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে সৈয়দ মঞ্জুর এলাহীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তার স্ত্রী নিলুফার মঞ্জুরের কবরের পাশে তাকে দাফন করা হবে।
১৯৪১ সালে কলকাতায় জন্ম নেওয়া সৈয়দ মঞ্জুর এলাহী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে বহুজাতিক কোম্পানিতে কাজ করলেও পরে চামড়া শিল্পের সঙ্গে যুক্ত হন এবং এই খাতের একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
১৯৭২ সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠার মাধ্যমে চামড়া ব্যবসায় প্রবেশ করেন তিনি। ১৯৭৬ সালে সরকারি মালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে ‘অ্যাপেক্স ট্যানারি’ প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে দেশের জুতা শিল্পের শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার গড়ে তোলেন, যা বর্তমানে দেশের বৃহত্তম জুতা রপ্তানিকারক কোম্পানি।
শিল্প ও ব্যবসার পাশাপাশি তিনি ১৯৯৬ ও ২০০১ সালে দুই দফায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া, গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য ও ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।