চাঁদপুরের ফরিদগঞ্জে ঘটনা তদন্তে যাওয়া এক পুলিশ পরিদর্শককে হুমকি-ধমকি দিয়ে লাঞ্ছিতকারী ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কে বহিষ্কার করেছে দলটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরালের পর ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা হওয়ার পরদিন দলটি থেকে এই বহিষ্কারাদেশের নির্দেশনা দেয়া হয়।
বুধবার বিকালে এ বহিষ্কারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইসমাইল।
তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চাঁদপুর জেলা শাখার অধীনস্থ ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কাবীকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। যা প্রেস রিলিজের মাধ্যমে সবাইকে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
এর আগে ফেইসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শাওন কাবীকে শালীনভাবে পুলিশের এক এসআই একটি অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না পেলে তাকে থানায় যেতে বলেন। এতে কাবী দাম্ভিকতার সঙ্গে সেই এস আইকে বলেন, আমি যাবোনা; আপনার ওসি স্যারকে বলেন এখানে আসতে। আমি মনজিল ভাইয়ের শ্যালক (মনজিল হচ্ছেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক), আমি ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট। এসময় তিনি সবার উপস্থিতিতেই পুলিশকে বার বার শ্বাসাতে থাকেন এবং দেখে নেয়ার হুমকি-ধমকি দিতে থাকেন।
এদিকে ঘটনাস্থলে যাওয়া হেনস্তার স্বীকার হওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাশ বলেন, নুরে আলম নামে এক ব্যাক্তি প্রাইভেটকারযোগে রায়পুর থেকে ফরিদগঞ্জে আসছিল। পথে বর্ডার নামক স্থানে প্রাইভেটকারের পেছনে মোটরসাইকেলে দুইজন পড়ে আহত হয়।
এতে সামনের প্রাইভেটকারের কোনো দোষ না থাকলেও তারা কতিপয় যুবকের কাছে জিম্মি হয়ে অসহায়ত্ব প্রকাশ করে নিরপত্তা পেতে পুলিশের কাছে অভিযোগ দেয়।
এরপর প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতেই আমরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাওন কাবী রিজা আমাদের সঙ্গেও খারাপ আচরন শুরু করে এবং আমার মুঠোফোন কেড়ে নিতে চেষ্টা করতে থাকে। এরপর তাকে থানায় আসতে বললে, সে বলে আমি যাবোনা আপনার ওসি স্যারকে বলেন এখানে আসতে। পরে ঊর্ধ্বতনের নির্দেশে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি।
এবিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, রাতেই শাওন নামের ওই ছাত্রদল নেতাকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার, ১২ মার্চ ২০২৫
চাঁদপুরের ফরিদগঞ্জে ঘটনা তদন্তে যাওয়া এক পুলিশ পরিদর্শককে হুমকি-ধমকি দিয়ে লাঞ্ছিতকারী ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কে বহিষ্কার করেছে দলটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরালের পর ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা হওয়ার পরদিন দলটি থেকে এই বহিষ্কারাদেশের নির্দেশনা দেয়া হয়।
বুধবার বিকালে এ বহিষ্কারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইসমাইল।
তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চাঁদপুর জেলা শাখার অধীনস্থ ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কাবীকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। যা প্রেস রিলিজের মাধ্যমে সবাইকে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
এর আগে ফেইসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শাওন কাবীকে শালীনভাবে পুলিশের এক এসআই একটি অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না পেলে তাকে থানায় যেতে বলেন। এতে কাবী দাম্ভিকতার সঙ্গে সেই এস আইকে বলেন, আমি যাবোনা; আপনার ওসি স্যারকে বলেন এখানে আসতে। আমি মনজিল ভাইয়ের শ্যালক (মনজিল হচ্ছেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক), আমি ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট। এসময় তিনি সবার উপস্থিতিতেই পুলিশকে বার বার শ্বাসাতে থাকেন এবং দেখে নেয়ার হুমকি-ধমকি দিতে থাকেন।
এদিকে ঘটনাস্থলে যাওয়া হেনস্তার স্বীকার হওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাশ বলেন, নুরে আলম নামে এক ব্যাক্তি প্রাইভেটকারযোগে রায়পুর থেকে ফরিদগঞ্জে আসছিল। পথে বর্ডার নামক স্থানে প্রাইভেটকারের পেছনে মোটরসাইকেলে দুইজন পড়ে আহত হয়।
এতে সামনের প্রাইভেটকারের কোনো দোষ না থাকলেও তারা কতিপয় যুবকের কাছে জিম্মি হয়ে অসহায়ত্ব প্রকাশ করে নিরপত্তা পেতে পুলিশের কাছে অভিযোগ দেয়।
এরপর প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতেই আমরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাওন কাবী রিজা আমাদের সঙ্গেও খারাপ আচরন শুরু করে এবং আমার মুঠোফোন কেড়ে নিতে চেষ্টা করতে থাকে। এরপর তাকে থানায় আসতে বললে, সে বলে আমি যাবোনা আপনার ওসি স্যারকে বলেন এখানে আসতে। পরে ঊর্ধ্বতনের নির্দেশে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি।
এবিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, রাতেই শাওন নামের ওই ছাত্রদল নেতাকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে মামলা হয়েছে।