alt

জাতীয়

ধর্ষণবিরোধী প্রতিবাদ চলছে, বন্ধ হচ্ছে না ধর্ষণ-নির্যাতন

সংবাদ ডেস্ক : শনিবার, ১৫ মার্চ ২০২৫

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণ ও নির্যাতনবিরোধী সমাবেশ -সংবাদ

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে শিশু মৃত্যুর ঘটনায় প্রতিবাদে মুখর সারা দেশ। কিন্তু তারমধ্যেও ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটছেই। শনিবার ও কয়েকটি জেলায় শিশু-নারী ধর্ষণের ঘটনা ঘটেছে।

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের সময় এক যুবককে পিটুনি

ময়মনসিংহে সপ্তম শ্রেণীতেপড়ুয়া এক শিশুকে যৌন নিপীড়নের সময় এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন,শুক্রবার শহরের মাসকান্দা গণসার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আমিনুল ইসলাম (২৫) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চড়াইতলা ম-লের বাজার গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহ নগরীতে একটি নির্মাণাধীন বহুতল ভবনে শ্রমিকের কাজ করতেন।

ওসি শফিকুল বলেন, ‘শিশুটি প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ওই এলাকায় নির্মাণাধীন ভবনের সামনে শ্রমিক আমিনুল তাকে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এসে আমিনুল ইসলামকে হাতেনাতে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।’ তিনি আরও বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টা মামলা করেন।

বগুড়ায় ২ শিশুকে ধর্ষণ

বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার উপজেলার পাইকড় ইউনিয়নের একটি আবাসন প্রকল্পে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কাহালু থানার ওসি আব্দুল হান্নান। মামলার আসামি নূর ইসলাম ওই আবাসন প্রকল্পের বাসিন্দা। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তিনি পলাতক। মামলা সূত্রে ওসি আব্দুল হান্নান জানান, বুধবার শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। সে সময় মুখরোচক খাবার দেয়ার কথা বলে শিশুদের নিজ বাড়িতে নিয়ে যান নূর ইসলাম। সেখানে নিয়ে শিশুদের ধর্ষণ করেন তিনি।

পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পায়। তখন নূর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যান।

ওসি আরও জানান, খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। তাদের চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়েছে। পরে দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নূর ইসলামকে আসামি করে মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

জামালপুরে মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণ

জামালপুর সদর উপজেলায় এক অটোরিকশাচালকের বিরুদ্ধে ১৩ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার রাতে তাকে জামালপুর শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. লাল মিয়া (৫০)। তার বাড়ি সদর উপজেলার একটি এলাকায়। থাকতেন শ্বশুরবাড়িতে। পেশায় সিএনজিচালিত অটোরিকশারচালক ওই ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক।

পুলিশ ও ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটি বাড়ির পাশে খেলছিল। কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যান লাল মিয়া। পরে শিশুটিকে ধর্ষণ করা হয়। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে যান। তখন লাল মিয়া শিশুটিকে রেখে পালিয়ে যান। প্রথম দিকে স্থানীয় লোকজন

বিষয়টি সমাধানের চেষ্টা করেন। পরে শিশুটি রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে জামালপুর শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

শিশুটির মা বলেন, ‘আমার বাচ্চা প্রতিবন্ধী। আমার বাচ্চা গাড়ির টায়ার দিইয়া খেলতেছে, ওনথনে (সেখান থেকে) বাচ্চারে নিয়ে ধর্ষণ করছে। নিয়ে যাওয়ার সময় মানুষজনও দেখছে। আমার বাচ্চারে ওই ঘর থাইকা মানুষজনই বাইর করছে। সমাজের মানুষরে বিচার দিছিলাম, সমাজের মানুষেরা বলছিল, বিচার কইরা দেবে। কিন্তু দেয় না। রাইতে বাচ্চার পেটে ব্যথা ওঠে, তহন চিৎকার পারতেছিল। তার কারণে হাসপাতালে আইছি। আপনারা এডার বিচার কইরে দেন। আমি বিচার চাই।’

ওই হাসপাতালের কনসালট্যান্ট (প্রসূতি) খায়রুল বাসার বলেন, শিশুটির শারীরিক পরীক্ষার পর আলামত সংগ্রহ করে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। আলামতের প্রতিবেদন পাওয়ার পর সঠিক তথ্য পাওয়া যাবে।

সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, ‘শিশুটি মানসিক ভারসাম্যহীন হলেও কথাবার্তা বলতে পারে। প্রাথমিকভাবে শিশুটির সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে যে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তারপরও স্বাস্থ্য পরীক্ষার পর বিষয়টি জানা যাবে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ধরতে আমি নিজে টিম নিয়ে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়েছি। এখনও তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।

সাত বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে এক ছেলেকে (৭) বলাৎকারের অভিযোগে হৃদয় শীল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। হৃদয় শীল পেশায় নাপিত।

পুলিশ জানায়, শিশুটিকে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে নিজের সেলুনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন হৃদয় শীল। রাতে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ সময় এক প্রতিবেশী ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, বলাৎকারের ঘটনায় ঐ রাতেই ভুক্তভোগী শিশুর বাবা মামলা করেন। পুলিশের কাছে বলাৎকারের বিষয়টি স্বীকার করেছেন গ্রেপ্তার হৃদয় শীল। ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়। ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য ভুক্তভোগী শিশুকেও সকালে আদালতে পাঠানো হয়েছে।

উত্ত্যক্ত করায় বাউফলে স্কুলছাত্রীর আত্মহত্যা

‘আমি আমার নিজের ইচ্ছায় কিছুই করিনি। আমাকে বাধ্য করা হয়েছে। ওই ছেলের জন্য আর ওর পরিবারের জন্য আমার জীবন থেকে মনে হয় সব সুখ-শান্তি চলে গেছে।’ আত্মহত্যার আগে এমন চিরকুট লিখে গেছে দশম শ্রেণীর এক স্কুলছাত্রী (১৬)। লেখা শেষ না করেই ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী।

শুক্রবার রাতে পটুয়াখালীর বাউফল উপজেলায় এ ঘটনা ঘটে। রাতেই ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাত্রীর স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুলে যাওয়া ও আসার পথে বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতেন এক তরুণ। বিষয়টি তরুণের পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের জানায় ছাত্রীর পরিবার। তবে কেউ কোনো ব্যবস্থা নেয়নি।

ছাত্রীর মা অভিযোগ করেন, বিভিন্ন সময় ছেলেটি কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই বখাটের পরিবারকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।শনিবার তার মেয়ের সঙ্গে তার এক সহপাঠীর তোলা স্বাভাবিক ছবিতে বাজে মন্তব্য লিখে ফেইসবুকে ছড়িয়ে দেয় ওই বখাটে। এতে লোকলজ্জার ভয়ে তার মেয়ে আত্মহত্যা করে। তিনি এই হত্যার বিচার চান।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।

যশোরে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা, একজন গ্রেপ্তার

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, শুক্রবার গভীর রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আলাউদ্দীন (৫০) ঝিকরগাছা উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে পুলিশ জানায়, হিন্দু সম্প্রদায়ের ওই নারী (৩০) তার দুই সন্তানকে নিয়ে ঝিকরগাছা উপজেলার গ্রামে বেড়াতে আসেন। বুধবার রাত ১১টার দিকে তিনি বাথরুমে যান। তখন সুযোগ পেয়ে আলাউদ্দিন ঘরে ঢুকে পড়েন। পরে অস্ত্রের মুখে নারীকে ধর্ষণের চেষ্টা চালান। সেসময় ওই নারী চিৎকার দিলে পরিবারের অন্যরা আসেন। তখন অস্ত্র ফেলে পালিয়ে যান আলাউদ্দিন। বৃহস্পতিবার ওই নারী ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দেন। তারপর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়।

ছবি

আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ, ৬ ঘন্টার আভিযান, এলাকাবাসীর বাধা

ছবি

বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সশস্ত্র বাহিনীর ক্ষমতা বহাল থাকছে দুই মাস

‘উলবাকিয়া মশা’ ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা: আইসিডিডিআর’বি

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মৌন প্রতিবাদ সমাবেশ

বিএনপির সদস্য সংগ্রহ: যোগ দিতে পারে আ’লীগের ‘ক্লিন ইমেজের’ লোকও

ছবি

ববি’র ভিসির পদত্যাগ দাবি : শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষকরাও

ছবি

আবদুল হামিদের দেশত্যাগ: পুলিশ সুপার প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

ছবি

বিচার কার্যক্রম ত্বরান্বেতে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২

ছবি

মুন্সীগঞ্জের নিমতলায় ৫ জনসহ পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১

রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায়ের পরবর্তী অংশ ঘোষণা ১৩ মে

এবার টিউলিপকে দুদকে তলব

ছাত্রদের বাদ দিয়ে ‘দ্বি-দলীয় বন্দোবস্তে’ ফিরতে ‘এস্টাবলিশমেন্ট অপেক্ষমাণ’: তথ্য উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে নেদারল্যান্ড: বিডা চেয়ারম্যান

প্রতিদিন নতুন নতুন সংস্কারের লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

ছবি

ভারত-পাকিস্তান: পাল্টাপাল্টি হামলা অব্যাহত, বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা

ছবি

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারলে পদত্যাগ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানে ভারতের হামলা দুঃখজনক: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ছবি

ছাত্রদের বাদ দিয়ে দ্বিদলীয় বন্দোবস্তে ফিরতে চায় এস্টাবলিশমেন্ট: মাহফুজ আলম

চিকিৎসার জন্য থাইল্যান্ডে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ছবি

রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টে রায় পড়া শুরু

খালেদা জিয়াকে অভ্যর্থনা, সবাইকে ধন্যবাদ তারেক রহমানের

হত্যার তিন মাস পর কারামুক্ত হই, আদালতকে লিটন

পায়রা বিদ্যুৎকেন্দ্রের শীর্ষ কর্মকর্তাদের বেতন কমানোর নির্দেশ

সাবেক আইজিপি শহীদুল ও দুইজনকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি

মিথ্যা মামলা: আসামি খালাস, বাদীর সাজা

ছবি

বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার

ছবি

দেশে প্রথম জলাভূমিনির্ভর প্রাণীদের দু’টি অভয়ারণ্য ঘোষণা

ছবি

ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি, পথে বসেছেন চাষিরা

ছবি

একযোগে বিআরটিএ’র ৩৫ কার্যালয়ে দুদকের অভিযান

ভারত যেভাবে লোকজনকে ঠেলে দিচ্ছে, তা ‘ঠিক নয়’: খলিলুর

ছবি

কুড়িগ্রামে ৩৬ রোহিঙ্গাসহ ৮ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

ছবি

শেখ হাসিনাকে দুদকে তলব

নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে ইসলামী আন্দোলনের প্রশ্ন

৬ হাজার কোটি টাকার হিসাব না দিয়েই ‘পালিয়েছেন’ সাবেক প্রকল্প পরিচালক : উপদেষ্টা

সালমান পরিবারের ৯৪ কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ

ঐকমত্যে পৌঁছাতে ছাড় দেবে নাগরিক ঐক্য

tab

জাতীয়

ধর্ষণবিরোধী প্রতিবাদ চলছে, বন্ধ হচ্ছে না ধর্ষণ-নির্যাতন

সংবাদ ডেস্ক

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণ ও নির্যাতনবিরোধী সমাবেশ -সংবাদ

শনিবার, ১৫ মার্চ ২০২৫

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে শিশু মৃত্যুর ঘটনায় প্রতিবাদে মুখর সারা দেশ। কিন্তু তারমধ্যেও ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটছেই। শনিবার ও কয়েকটি জেলায় শিশু-নারী ধর্ষণের ঘটনা ঘটেছে।

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের সময় এক যুবককে পিটুনি

ময়মনসিংহে সপ্তম শ্রেণীতেপড়ুয়া এক শিশুকে যৌন নিপীড়নের সময় এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন,শুক্রবার শহরের মাসকান্দা গণসার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আমিনুল ইসলাম (২৫) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চড়াইতলা ম-লের বাজার গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহ নগরীতে একটি নির্মাণাধীন বহুতল ভবনে শ্রমিকের কাজ করতেন।

ওসি শফিকুল বলেন, ‘শিশুটি প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ওই এলাকায় নির্মাণাধীন ভবনের সামনে শ্রমিক আমিনুল তাকে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এসে আমিনুল ইসলামকে হাতেনাতে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।’ তিনি আরও বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টা মামলা করেন।

বগুড়ায় ২ শিশুকে ধর্ষণ

বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার উপজেলার পাইকড় ইউনিয়নের একটি আবাসন প্রকল্পে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কাহালু থানার ওসি আব্দুল হান্নান। মামলার আসামি নূর ইসলাম ওই আবাসন প্রকল্পের বাসিন্দা। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তিনি পলাতক। মামলা সূত্রে ওসি আব্দুল হান্নান জানান, বুধবার শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। সে সময় মুখরোচক খাবার দেয়ার কথা বলে শিশুদের নিজ বাড়িতে নিয়ে যান নূর ইসলাম। সেখানে নিয়ে শিশুদের ধর্ষণ করেন তিনি।

পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পায়। তখন নূর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যান।

ওসি আরও জানান, খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। তাদের চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়েছে। পরে দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নূর ইসলামকে আসামি করে মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

জামালপুরে মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণ

জামালপুর সদর উপজেলায় এক অটোরিকশাচালকের বিরুদ্ধে ১৩ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার রাতে তাকে জামালপুর শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. লাল মিয়া (৫০)। তার বাড়ি সদর উপজেলার একটি এলাকায়। থাকতেন শ্বশুরবাড়িতে। পেশায় সিএনজিচালিত অটোরিকশারচালক ওই ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক।

পুলিশ ও ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটি বাড়ির পাশে খেলছিল। কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যান লাল মিয়া। পরে শিশুটিকে ধর্ষণ করা হয়। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে যান। তখন লাল মিয়া শিশুটিকে রেখে পালিয়ে যান। প্রথম দিকে স্থানীয় লোকজন

বিষয়টি সমাধানের চেষ্টা করেন। পরে শিশুটি রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে জামালপুর শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

শিশুটির মা বলেন, ‘আমার বাচ্চা প্রতিবন্ধী। আমার বাচ্চা গাড়ির টায়ার দিইয়া খেলতেছে, ওনথনে (সেখান থেকে) বাচ্চারে নিয়ে ধর্ষণ করছে। নিয়ে যাওয়ার সময় মানুষজনও দেখছে। আমার বাচ্চারে ওই ঘর থাইকা মানুষজনই বাইর করছে। সমাজের মানুষরে বিচার দিছিলাম, সমাজের মানুষেরা বলছিল, বিচার কইরা দেবে। কিন্তু দেয় না। রাইতে বাচ্চার পেটে ব্যথা ওঠে, তহন চিৎকার পারতেছিল। তার কারণে হাসপাতালে আইছি। আপনারা এডার বিচার কইরে দেন। আমি বিচার চাই।’

ওই হাসপাতালের কনসালট্যান্ট (প্রসূতি) খায়রুল বাসার বলেন, শিশুটির শারীরিক পরীক্ষার পর আলামত সংগ্রহ করে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। আলামতের প্রতিবেদন পাওয়ার পর সঠিক তথ্য পাওয়া যাবে।

সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, ‘শিশুটি মানসিক ভারসাম্যহীন হলেও কথাবার্তা বলতে পারে। প্রাথমিকভাবে শিশুটির সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে যে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তারপরও স্বাস্থ্য পরীক্ষার পর বিষয়টি জানা যাবে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ধরতে আমি নিজে টিম নিয়ে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়েছি। এখনও তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।

সাত বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে এক ছেলেকে (৭) বলাৎকারের অভিযোগে হৃদয় শীল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। হৃদয় শীল পেশায় নাপিত।

পুলিশ জানায়, শিশুটিকে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে নিজের সেলুনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন হৃদয় শীল। রাতে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ সময় এক প্রতিবেশী ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, বলাৎকারের ঘটনায় ঐ রাতেই ভুক্তভোগী শিশুর বাবা মামলা করেন। পুলিশের কাছে বলাৎকারের বিষয়টি স্বীকার করেছেন গ্রেপ্তার হৃদয় শীল। ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়। ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য ভুক্তভোগী শিশুকেও সকালে আদালতে পাঠানো হয়েছে।

উত্ত্যক্ত করায় বাউফলে স্কুলছাত্রীর আত্মহত্যা

‘আমি আমার নিজের ইচ্ছায় কিছুই করিনি। আমাকে বাধ্য করা হয়েছে। ওই ছেলের জন্য আর ওর পরিবারের জন্য আমার জীবন থেকে মনে হয় সব সুখ-শান্তি চলে গেছে।’ আত্মহত্যার আগে এমন চিরকুট লিখে গেছে দশম শ্রেণীর এক স্কুলছাত্রী (১৬)। লেখা শেষ না করেই ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী।

শুক্রবার রাতে পটুয়াখালীর বাউফল উপজেলায় এ ঘটনা ঘটে। রাতেই ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাত্রীর স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুলে যাওয়া ও আসার পথে বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতেন এক তরুণ। বিষয়টি তরুণের পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের জানায় ছাত্রীর পরিবার। তবে কেউ কোনো ব্যবস্থা নেয়নি।

ছাত্রীর মা অভিযোগ করেন, বিভিন্ন সময় ছেলেটি কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই বখাটের পরিবারকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।শনিবার তার মেয়ের সঙ্গে তার এক সহপাঠীর তোলা স্বাভাবিক ছবিতে বাজে মন্তব্য লিখে ফেইসবুকে ছড়িয়ে দেয় ওই বখাটে। এতে লোকলজ্জার ভয়ে তার মেয়ে আত্মহত্যা করে। তিনি এই হত্যার বিচার চান।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।

যশোরে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা, একজন গ্রেপ্তার

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, শুক্রবার গভীর রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আলাউদ্দীন (৫০) ঝিকরগাছা উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে পুলিশ জানায়, হিন্দু সম্প্রদায়ের ওই নারী (৩০) তার দুই সন্তানকে নিয়ে ঝিকরগাছা উপজেলার গ্রামে বেড়াতে আসেন। বুধবার রাত ১১টার দিকে তিনি বাথরুমে যান। তখন সুযোগ পেয়ে আলাউদ্দিন ঘরে ঢুকে পড়েন। পরে অস্ত্রের মুখে নারীকে ধর্ষণের চেষ্টা চালান। সেসময় ওই নারী চিৎকার দিলে পরিবারের অন্যরা আসেন। তখন অস্ত্র ফেলে পালিয়ে যান আলাউদ্দিন। বৃহস্পতিবার ওই নারী ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দেন। তারপর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়।

back to top