যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ এই হামলার কঠোর প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করে।
গাজায় নতুন করে চালানো এই হামলায় নারী-শিশুসহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এমনিতেই মানবিক সংকটে থাকা এই অঞ্চলের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। বাংলাদেশ সরকার বিবৃতিতে উল্লেখ করেছে, “নতুন এই হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির সাংঘাতিক অবহেলা।”
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার ভোরে ইসরায়েল গাজায় বিমান হামলা চালায়। এতে চার শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। ইসরায়েলের দাবি, হামলার লক্ষ্য ছিল হামাস, তবে নিহতদের অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ।
বাংলাদেশ সরকার বিবৃতিতে জানিয়েছে, ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলা মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে।
বাংলাদেশ সরকার ইসরায়েলের প্রতি অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সর্বোচ্চ সংযম অবলম্বনের তাগিদ দিয়েছে।
ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চেয়েছে বাংলাদেশ। বিবৃতিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা ফিলিস্তিনিদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
বুধবার, ১৯ মার্চ ২০২৫
যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ এই হামলার কঠোর প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করে।
গাজায় নতুন করে চালানো এই হামলায় নারী-শিশুসহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এমনিতেই মানবিক সংকটে থাকা এই অঞ্চলের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। বাংলাদেশ সরকার বিবৃতিতে উল্লেখ করেছে, “নতুন এই হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির সাংঘাতিক অবহেলা।”
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার ভোরে ইসরায়েল গাজায় বিমান হামলা চালায়। এতে চার শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। ইসরায়েলের দাবি, হামলার লক্ষ্য ছিল হামাস, তবে নিহতদের অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ।
বাংলাদেশ সরকার বিবৃতিতে জানিয়েছে, ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলা মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে।
বাংলাদেশ সরকার ইসরায়েলের প্রতি অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সর্বোচ্চ সংযম অবলম্বনের তাগিদ দিয়েছে।
ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চেয়েছে বাংলাদেশ। বিবৃতিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা ফিলিস্তিনিদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।