alt

জাতীয়

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ মিছিল

সংবাদ ডেস্ক : শুক্রবার, ২১ মার্চ ২০২৫

প্যালেস্টাইনের গাজায় নির্বিচারে গণহত্যা এবং বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন ইসলামিক দল। শুক্রবার বাদ জুমা এই কর্মসূচি করে তারা। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ করেছে সিপিবিও।

বায়তুল মোকাররমের সামনে হেফাজতের সমাবেশ

আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের সামনে হেফাজতে ইসলাম আয়োজিত প্যালেস্টাইনে গণহত্যাবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মামুনুল হক প্যালেস্টাইনে গণহত্যা বন্ধে আমরা জাতিসংঘের কাছ থেকে নিষেধাজ্ঞার দাবি জানান। তিনি বলেন, মুসলিম রাষ্ট্রভিত্তিক সংগঠনগুলোকে বলতে চাই, প্যালেস্টাইন রক্ষায় আপনারা উদারভাবে এগিয়ে আসুন। তাদের সাহায্য করতে আমাদের দেশ থেকে মুজাহিদের দল গঠন করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

মামুনুল বলেন, ‘প্যালেস্টাইনের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভারতেও মুসলমানদের ওপর দমন- পীড়ন চালানো হচ্ছে। সেখানে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলবার পাঁয়তারা চলছে। আওরঙ্গজেবের সমাধিতে ভারত যদি কোনো আঘাত করে, তাহলে এ দেশের মানুষ তা মেনে নেবে না। ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবাইকে এক করার উদ্যোগ গ্রহণে বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি।’

এসময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পিলখানা গণহত্যা

থেকে শুরু করে শাপলা চত্বর, মোদিবিরোধী আন্দোলন, জুলাই অভ্যুথানে যে গণহত্যা চালিয়েছে, সেসবের বিচার ব্যতিরেকে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নাম নিশানা দেশের মানুষ বরদাশ্ত করবে না। আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে। আমরা আর কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না।

এই সমাবেশকে ঘিরে বায়তুল মোকাররম মসজিদ ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় সন্দেহভাজনদের তল্লাশি করতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি মসজিদের প্রবেশ পথে সেনাবাহিনীর সদস্যদেরও অবস্থান দেখা গেছে।

গাজায় ইসরায়েলি গণহত্যায় সিপিবির ক্ষোভ

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার রাজধানীতে এ প্রতিবাদ মিছিল হয়। মিছিলটি সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে রাজধানীর মূল সড়ক ঘুরে আসে।

রাজধানীর পুরানা পল্টন মোড়ে মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম। তিনি বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি বাহিনীর এই গণহত্যা সাম্রাজ্যবাদের নগ্ন চেহারাকে আবারও উন্মোচিত করেছে। মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি মদদে এবং তাদের মধ্যপ্রাচ্যের সেবাদাসদের যোগসাজশে শতাব্দীর এই নৃশংসতম হামলা সংঘটিত হয়েছে। এর জন্য মার্কিন সাম্রাজ্যবাদ ও তার আরব সহযোগীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের জনগণ চিরকালই প্যালেস্টাইনের মুক্তিসংগ্রামের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, এ হামলার মধ্যে ইসরাইলি বাহিনী আবারও বিশ্ব জনমতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো। মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ দুনিয়ার কোনো বিবেকবান মানুষই বরদাশত করতে পারে না। কিন্তু জাতিসংঘ অত্যন্ত দুঃখজনকভাবে এ বিষয়ে উপযুক্ত ভূমিকা পালন করছেন না। রুহিন হোসেন বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত ছিল অত্যন্ত কড়া ভাষায় এ হামলার প্রতিবাদ করা। কিন্তু কার্যত সেটি হয়েছে অত্যন্ত দায়সারা প্রকৃতির।

সমাবেশে সিপিবির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হাসান তারিক চৌধুরীসহ আরও উপস্থিত ছিলেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ কেন্দ্রীয় নেতারা।

রাজধানীর বাইরেও ছিল প্রতিবাদ সমাবেশ

কুমিল্লা : গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হেফাজতে ইসলামী বাংলাদেশ। কুমিল্লা থেকে জেলা বার্তা পরিবেশক জানিয়েছেন, শুক্রবার বাদ জুমা কুমিল্লা নগরীর টাউন মাঠ থেকে হেফাজতে ইসলামী বাংলাদেশ এবং কান্দিরপাড় জামে মসজিদের সামনে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে। এর আগে তারা পৃথক স্থানে সমাবেশ করেন।

সিংড়া : প্যালেস্টাইনে চলমান গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সিংড়া (নাটোর) প্রতিনিধি জানান, শুক্রবার বাদ জুমা সিংড়া কোর্ট মাঠ থেকে তাদের বিক্ষোভ মিছিল বের হয়। পরে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি। হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদের সঞ্চালনায় বক্তব্য সিংড়া পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদরুল উলা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, হেফাজতে ইসলামের অর্থ সম্পাদক মুফতি রুহুল আমিন, সিংড়া মডেল মসজিদের খতিব মুফতি সৈয়দ মোল্লা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আলী আকবর।

ভূরুঙ্গামারী: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তৌহিদী মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বাদ জুমা একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল যুদ্ধ বিরতি ভেঙে গাজার নিরস্ত্র মানুষের ওপর হামলা করেছে। এতে গত দু’দিনে শিশুসহ এক হাজারের অধিক প্যালেস্টাইন নাগরিক নিহত হয়েছে। ভারতে হোলি উৎসবে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটেছে। ইসরাইল ও ভারতে মানবতাবিরোধী কর্মকাণ্ডে চলছে। ছাত্রনেতা সাহাদৎ হোসেনের সঞ্চালনায় এ সময় কওমি ওলামা পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান কাশেমী, ইসলামী আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি এসএম মনিরুজ্জামান, উপজেলা জামায়াত ইসলামের আমির আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত আজিজুর রহমান সরকার স্বপন, খতিব মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা খালিদ সাইফুল্লাহ ও ছাত্রনেতা রোকনুজ্জামান রোকন প্রমুখ বক্তব্য দেন।

শিবচর: ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে আলাদা বিক্ষোভ মিছিল বের করা হয়। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানায়, জুমার নামাজ শেষে শিবচর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সহ-সাধারণ সম্পাদক এর নেতৃত্বে মডেল মসজিদের সামনে থেকে মিছিল বেরা করা হয়। একই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশন শিবচর উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়।

এছাড়া, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো, ময়মনসিংহের গৌরীপুরে, ঝিনাইদহের মহেশপুর, নওগাঁর পত্নীতলা, বাগেরহাটের শরণখোলাসহ দেশের বিভিন্ন স্থানে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে প্যালেস্টাইনের গাজাসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

রাজধানীতে হিযবুত তাহরীরের মিছিল থেকে গ্রেপ্তার ৮

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত

ছবি

মরিচের বাম্পার ফলনেও হতাশ ফুলবাড়ীর কৃষকরা

ছবি

বেইজিং ঘোষণা বাস্তবায়নে বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান

ছবি

আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়: ফখরুল

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

হিমালয়ে বরফ গলা বাড়ছে: ‘ঝুঁকিতে’ বাংলাদেশ

ছবি

আরেক দফা বেড়েছে চালের দাম, মুরগিও বেড়েছে কেজিতে ২০ টাকা

জনগণ সুযোগ দিলে আওয়ামী লীগের রাজনীতিতে বিএনপির কিছু বলার নেই: রিজভী

গুলশানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ম্যাগনেটিক কয়েন : অভিনব প্রতারণা কৌশল

ছবি

প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও আ’লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

‘রিফাইন্ড’ আওয়ামী লীগ ‘পুনর্বাসন প্রস্তাব’ নিয়ে ফেইসবুকে হাসনাত, আসিফ, নাসীরুদ্দীনের পোস্ট

ছবি

ভ্রমণ ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা, ৩৬ বাংলাদেশি আটক

ছবি

হুমকির মুখে সুন্দরবনের বনজসম্পদ

দেশে ফিরতে তারেক রহমানের বাধা নেই

৩ মাসের মধ্যে ধর্ষণের বিচার শেষ করার দাবি নাহিদের

প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমাধ্যমিক শ্রেণীর কার্যক্রম বন্ধ

সুখী দেশের তালিকায় আরও ৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

যুগ্ম সচিব পদে ১৯৪ জনের পদোন্নতি

সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচনের পরও ফিরতে পারে ‘ফ্যাসিবাদ’: আলী রীয়াজ

‘আত্মসাৎ-প্রতারণা’: পুতুলের বিরুদ্ধে দুদকের আরও দুই মামলা

ছবি

ভারতের সঙ্গে সম্পর্ক ‘খুবই ভালো’, চীনের সঙ্গেও ‘অনেক গভীর’ হবে: প্রেস সচিব

ধর্ষণের অভিযোগ, ঢাকা মেডিকেলে ভর্তি ৪ কিশোরী, গ্রেপ্তার ৩

সাত বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: এক যুবকের মৃত্যুদণ্ড

ছবি

তনু হত্যা মামলা: ৯ বছরেও অগ্রগতি নেই

বসুন্ধরার সাব্বির হত্যা: ঘুষের মামলায় তারেক, বাবরসহ সবাই খালাস

ছবি

কেউ কেউ ‘নৈতিক খবরদারির’ দায়িত্ব নিয়েছেন, তাদের মোকাবিলা করতে হবে: দেবপ্রিয়

ঈদে টানা ৯ দিনের ছুটি সরকারি চাকরিজীবীদের

সংখ্যানুপাতিক নির্বাচনে জোর জামায়াতের, মতামত ঐকমত্য কমিশনে

সংস্কারের ৪২ প্রস্তাবে আপত্তি এলডিপির, কোনগুলো তা জানাবেন না অলি

ছবি

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক গড়ে প্রতারণা করলে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড

ছবি

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নিন্দা, নিরাপত্তা পদক্ষেপে যুক্তরাষ্ট্রের প্রশংসা

ছবি

রাষ্ট্র সংস্কারে বাধা আসছে ভেতর-বাইরে থেকে: আলী রীয়াজ

ছবি

বৈসাবি উপলক্ষে ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় ছুটি ঘোষণা

ছবি

সুখী দেশের তালিকায় আরও পিছিয়ে বাংলাদেশ

tab

জাতীয়

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ মিছিল

সংবাদ ডেস্ক

শুক্রবার, ২১ মার্চ ২০২৫

প্যালেস্টাইনের গাজায় নির্বিচারে গণহত্যা এবং বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন ইসলামিক দল। শুক্রবার বাদ জুমা এই কর্মসূচি করে তারা। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ করেছে সিপিবিও।

বায়তুল মোকাররমের সামনে হেফাজতের সমাবেশ

আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের সামনে হেফাজতে ইসলাম আয়োজিত প্যালেস্টাইনে গণহত্যাবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মামুনুল হক প্যালেস্টাইনে গণহত্যা বন্ধে আমরা জাতিসংঘের কাছ থেকে নিষেধাজ্ঞার দাবি জানান। তিনি বলেন, মুসলিম রাষ্ট্রভিত্তিক সংগঠনগুলোকে বলতে চাই, প্যালেস্টাইন রক্ষায় আপনারা উদারভাবে এগিয়ে আসুন। তাদের সাহায্য করতে আমাদের দেশ থেকে মুজাহিদের দল গঠন করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

মামুনুল বলেন, ‘প্যালেস্টাইনের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভারতেও মুসলমানদের ওপর দমন- পীড়ন চালানো হচ্ছে। সেখানে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলবার পাঁয়তারা চলছে। আওরঙ্গজেবের সমাধিতে ভারত যদি কোনো আঘাত করে, তাহলে এ দেশের মানুষ তা মেনে নেবে না। ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবাইকে এক করার উদ্যোগ গ্রহণে বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি।’

এসময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পিলখানা গণহত্যা

থেকে শুরু করে শাপলা চত্বর, মোদিবিরোধী আন্দোলন, জুলাই অভ্যুথানে যে গণহত্যা চালিয়েছে, সেসবের বিচার ব্যতিরেকে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নাম নিশানা দেশের মানুষ বরদাশ্ত করবে না। আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে। আমরা আর কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না।

এই সমাবেশকে ঘিরে বায়তুল মোকাররম মসজিদ ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় সন্দেহভাজনদের তল্লাশি করতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি মসজিদের প্রবেশ পথে সেনাবাহিনীর সদস্যদেরও অবস্থান দেখা গেছে।

গাজায় ইসরায়েলি গণহত্যায় সিপিবির ক্ষোভ

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার রাজধানীতে এ প্রতিবাদ মিছিল হয়। মিছিলটি সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে রাজধানীর মূল সড়ক ঘুরে আসে।

রাজধানীর পুরানা পল্টন মোড়ে মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম। তিনি বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি বাহিনীর এই গণহত্যা সাম্রাজ্যবাদের নগ্ন চেহারাকে আবারও উন্মোচিত করেছে। মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি মদদে এবং তাদের মধ্যপ্রাচ্যের সেবাদাসদের যোগসাজশে শতাব্দীর এই নৃশংসতম হামলা সংঘটিত হয়েছে। এর জন্য মার্কিন সাম্রাজ্যবাদ ও তার আরব সহযোগীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের জনগণ চিরকালই প্যালেস্টাইনের মুক্তিসংগ্রামের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, এ হামলার মধ্যে ইসরাইলি বাহিনী আবারও বিশ্ব জনমতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো। মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ দুনিয়ার কোনো বিবেকবান মানুষই বরদাশত করতে পারে না। কিন্তু জাতিসংঘ অত্যন্ত দুঃখজনকভাবে এ বিষয়ে উপযুক্ত ভূমিকা পালন করছেন না। রুহিন হোসেন বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত ছিল অত্যন্ত কড়া ভাষায় এ হামলার প্রতিবাদ করা। কিন্তু কার্যত সেটি হয়েছে অত্যন্ত দায়সারা প্রকৃতির।

সমাবেশে সিপিবির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হাসান তারিক চৌধুরীসহ আরও উপস্থিত ছিলেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ কেন্দ্রীয় নেতারা।

রাজধানীর বাইরেও ছিল প্রতিবাদ সমাবেশ

কুমিল্লা : গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হেফাজতে ইসলামী বাংলাদেশ। কুমিল্লা থেকে জেলা বার্তা পরিবেশক জানিয়েছেন, শুক্রবার বাদ জুমা কুমিল্লা নগরীর টাউন মাঠ থেকে হেফাজতে ইসলামী বাংলাদেশ এবং কান্দিরপাড় জামে মসজিদের সামনে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে। এর আগে তারা পৃথক স্থানে সমাবেশ করেন।

সিংড়া : প্যালেস্টাইনে চলমান গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সিংড়া (নাটোর) প্রতিনিধি জানান, শুক্রবার বাদ জুমা সিংড়া কোর্ট মাঠ থেকে তাদের বিক্ষোভ মিছিল বের হয়। পরে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি। হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদের সঞ্চালনায় বক্তব্য সিংড়া পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদরুল উলা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, হেফাজতে ইসলামের অর্থ সম্পাদক মুফতি রুহুল আমিন, সিংড়া মডেল মসজিদের খতিব মুফতি সৈয়দ মোল্লা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আলী আকবর।

ভূরুঙ্গামারী: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তৌহিদী মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বাদ জুমা একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল যুদ্ধ বিরতি ভেঙে গাজার নিরস্ত্র মানুষের ওপর হামলা করেছে। এতে গত দু’দিনে শিশুসহ এক হাজারের অধিক প্যালেস্টাইন নাগরিক নিহত হয়েছে। ভারতে হোলি উৎসবে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটেছে। ইসরাইল ও ভারতে মানবতাবিরোধী কর্মকাণ্ডে চলছে। ছাত্রনেতা সাহাদৎ হোসেনের সঞ্চালনায় এ সময় কওমি ওলামা পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান কাশেমী, ইসলামী আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি এসএম মনিরুজ্জামান, উপজেলা জামায়াত ইসলামের আমির আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত আজিজুর রহমান সরকার স্বপন, খতিব মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা খালিদ সাইফুল্লাহ ও ছাত্রনেতা রোকনুজ্জামান রোকন প্রমুখ বক্তব্য দেন।

শিবচর: ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে আলাদা বিক্ষোভ মিছিল বের করা হয়। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানায়, জুমার নামাজ শেষে শিবচর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সহ-সাধারণ সম্পাদক এর নেতৃত্বে মডেল মসজিদের সামনে থেকে মিছিল বেরা করা হয়। একই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশন শিবচর উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়।

এছাড়া, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো, ময়মনসিংহের গৌরীপুরে, ঝিনাইদহের মহেশপুর, নওগাঁর পত্নীতলা, বাগেরহাটের শরণখোলাসহ দেশের বিভিন্ন স্থানে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে প্যালেস্টাইনের গাজাসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

back to top