সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে একমত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। আর সংবিধান-সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন।
রবিবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার নিয়ে দলের লিখিত মতামত জমা দেয়ার পর পরে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো-অর্ডিনেটর সারোয়ার তুষার সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় দলটির সংস্কার সমন্বয় কমিটির সদস্য মুনিরা শারমিন, জাবেদ রাশিম, আরমান হোসাইন ও সালেউদ্দিন সিফাত উপস্থিত ছিলেন।
সারোয়ার তুষার সাংবাদিকদের জানান, এনসিপি ১১৩টি প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে। ২৯টি প্রস্তাবের বিষয়ে আংশিকভাবে একমত হয়েছে। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো স্প্রেডশিটে মতামত জানানোর পাশাপাশি কিছু ক্ষেত্রে তারা (এনসিপি) মন্তব্য করেছেন। যেসব সুপাারিশ বা প্রস্তাবে দ্বিমত রযেছে, কেন দ্বিমত, সেগুলো মন্তব্যে তুলে ধরা হয়েছে।
*বর্তমান সংবিধান মুক্তিযুদ্ধবিরোধী*
স্বাধীনতার ঘোষণাপত্রকে বাংলাদেশের প্রথম সংবিধান দাবি করে বর্তমান সংবিধানকে মুক্তিযুদ্ধবিরোধী বলে মন্তব্য করে সারোয়ার তুষার। তিনি বলেন, ‘সাধারণত ধারণা হচ্ছে যে আমাদের দেশের বর্তমান সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত। কিন্তু এটা সঠিক ধারণা নয়। সঠিক ধারণা হচ্ছে যে, আমাদের প্রথম সংবিধান ছিল মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র। পরবর্তীতে তারা (আওয়ামী লীগ) একটি অনির্বাচিত গণপরিষদ গঠন করে। পরবর্তীতে তারা সেই গণপরিষদের মাধ্যমে সংবিধানে এমন কিছু জিনিস নিয়ে আসে যেটা তাদের দলীয় মূলনীতি।’
সারোয়ার তুষার বলেন, ‘আওয়ামী লীগের দলীয় ৪টা মূলনীতি ’৭২-এর সংবিধানে জায়গা করে নেয়। এ কারণে আমরা বলছি ’৭২-এর সংবিধানটা আসলে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে। আমাদের মতে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটাই আমাদের দেশের প্রথম সংবিধান, আর ’৭২-এর সংবিধানটা হচ্ছে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক ক্যু।’
*দুই কক্ষবিশিষ্ট সংসদ*
এনসিপি দুই কক্ষবিশিষ্ট সংসদদের বিষয়ে একমত পোষণ করেছে। তবে তারা বলেছে, নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থী কারা, তা দলগুলোকে ঘোষণা করতে হবে। কারণ, নির্বাচনে একজন ভোটার একটি দেবেন। সে ক্ষেত্রে তার জানার অধিকার আছে উচ্চকক্ষে কারা যাচ্ছেন।
এনসিপি বলেছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন। তবে তা বাধ্যতামূলক না করার প্রস্তাব তারা দিয়েছে।
এনসিপি বলেছে, অন্তর্বর্তী সরকার হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। তাদের মেয়াদ ৭০ থেকে ৭৫ দিন হতে পারে। একটা পর্যায়ে গিয়ে এই সরকারের প্রয়োজন হবে না। সংবিধানে যে সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে, সেই কাউন্সিলে এই দায়িত্ব নিতে পারে।
জেন-জিদের ভোটাধিকার
এর আগে শনিবার ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সারোয়ার তুষার জানান, অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের কাছে রোববার এনসিপি সংস্কার প্রস্তাবের ওপর মতামত দেবে তাতে ভোটার হওয়ার বয়স ১৬ বছর করার প্রস্তাব জানাবে দলটি। এছাড়া, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৩ বছর করার প্রস্তাবও রাখা হবে।
সারোয়ার তুষার শনিবার সংবাদ সম্মেলনে বলেন, জাতীয় নাগরিক পার্টি মনে করে ভোট দেয়ার বয়স ১৬ বছর হতে পারে। তিনি বলেন, ‘এর কারণ হচ্ছে এবারের আন্দোলনে প্রায় সারা বিশ্বে এটাকে জেন-জির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। অভ্যুত্থান-পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এ নির্বাচনে তারা (জেন-জি) মতামত দিতে পারবে না শুধু বয়স ১৮ বছরের নিচে হওয়ার কারণে। এটা এনসিপি যৌক্তিক মনে করে না।(রোববার) এনসিপি ১৬ বছর বয়স থেকে ভোটের বিধান রাখার প্রস্তাব দিয়েছে।’
বর্তমানে ভোটার হওয়ার ন্যূনতম বয়স ১৮ বছর এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর। অন্তর্বর্তী সরকারের কাছে সংবিধান সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২১ বছর করার প্রস্তাব করা হয়েছে।
সারোয়ার তুষার বলেন, ‘তারা (সংবিধান সংস্কার কমিশন) চায় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২১ বছর। এনসিপি মনে করে, এটা খুবই কম বয়স। এটা ২৩ বছর হতে পারে।’
রোববার, ২৩ মার্চ ২০২৫
সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে একমত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। আর সংবিধান-সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন।
রবিবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার নিয়ে দলের লিখিত মতামত জমা দেয়ার পর পরে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো-অর্ডিনেটর সারোয়ার তুষার সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় দলটির সংস্কার সমন্বয় কমিটির সদস্য মুনিরা শারমিন, জাবেদ রাশিম, আরমান হোসাইন ও সালেউদ্দিন সিফাত উপস্থিত ছিলেন।
সারোয়ার তুষার সাংবাদিকদের জানান, এনসিপি ১১৩টি প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে। ২৯টি প্রস্তাবের বিষয়ে আংশিকভাবে একমত হয়েছে। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো স্প্রেডশিটে মতামত জানানোর পাশাপাশি কিছু ক্ষেত্রে তারা (এনসিপি) মন্তব্য করেছেন। যেসব সুপাারিশ বা প্রস্তাবে দ্বিমত রযেছে, কেন দ্বিমত, সেগুলো মন্তব্যে তুলে ধরা হয়েছে।
*বর্তমান সংবিধান মুক্তিযুদ্ধবিরোধী*
স্বাধীনতার ঘোষণাপত্রকে বাংলাদেশের প্রথম সংবিধান দাবি করে বর্তমান সংবিধানকে মুক্তিযুদ্ধবিরোধী বলে মন্তব্য করে সারোয়ার তুষার। তিনি বলেন, ‘সাধারণত ধারণা হচ্ছে যে আমাদের দেশের বর্তমান সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত। কিন্তু এটা সঠিক ধারণা নয়। সঠিক ধারণা হচ্ছে যে, আমাদের প্রথম সংবিধান ছিল মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র। পরবর্তীতে তারা (আওয়ামী লীগ) একটি অনির্বাচিত গণপরিষদ গঠন করে। পরবর্তীতে তারা সেই গণপরিষদের মাধ্যমে সংবিধানে এমন কিছু জিনিস নিয়ে আসে যেটা তাদের দলীয় মূলনীতি।’
সারোয়ার তুষার বলেন, ‘আওয়ামী লীগের দলীয় ৪টা মূলনীতি ’৭২-এর সংবিধানে জায়গা করে নেয়। এ কারণে আমরা বলছি ’৭২-এর সংবিধানটা আসলে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে। আমাদের মতে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটাই আমাদের দেশের প্রথম সংবিধান, আর ’৭২-এর সংবিধানটা হচ্ছে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক ক্যু।’
*দুই কক্ষবিশিষ্ট সংসদ*
এনসিপি দুই কক্ষবিশিষ্ট সংসদদের বিষয়ে একমত পোষণ করেছে। তবে তারা বলেছে, নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থী কারা, তা দলগুলোকে ঘোষণা করতে হবে। কারণ, নির্বাচনে একজন ভোটার একটি দেবেন। সে ক্ষেত্রে তার জানার অধিকার আছে উচ্চকক্ষে কারা যাচ্ছেন।
এনসিপি বলেছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন। তবে তা বাধ্যতামূলক না করার প্রস্তাব তারা দিয়েছে।
এনসিপি বলেছে, অন্তর্বর্তী সরকার হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। তাদের মেয়াদ ৭০ থেকে ৭৫ দিন হতে পারে। একটা পর্যায়ে গিয়ে এই সরকারের প্রয়োজন হবে না। সংবিধানে যে সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে, সেই কাউন্সিলে এই দায়িত্ব নিতে পারে।
জেন-জিদের ভোটাধিকার
এর আগে শনিবার ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সারোয়ার তুষার জানান, অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের কাছে রোববার এনসিপি সংস্কার প্রস্তাবের ওপর মতামত দেবে তাতে ভোটার হওয়ার বয়স ১৬ বছর করার প্রস্তাব জানাবে দলটি। এছাড়া, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৩ বছর করার প্রস্তাবও রাখা হবে।
সারোয়ার তুষার শনিবার সংবাদ সম্মেলনে বলেন, জাতীয় নাগরিক পার্টি মনে করে ভোট দেয়ার বয়স ১৬ বছর হতে পারে। তিনি বলেন, ‘এর কারণ হচ্ছে এবারের আন্দোলনে প্রায় সারা বিশ্বে এটাকে জেন-জির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। অভ্যুত্থান-পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এ নির্বাচনে তারা (জেন-জি) মতামত দিতে পারবে না শুধু বয়স ১৮ বছরের নিচে হওয়ার কারণে। এটা এনসিপি যৌক্তিক মনে করে না।(রোববার) এনসিপি ১৬ বছর বয়স থেকে ভোটের বিধান রাখার প্রস্তাব দিয়েছে।’
বর্তমানে ভোটার হওয়ার ন্যূনতম বয়স ১৮ বছর এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর। অন্তর্বর্তী সরকারের কাছে সংবিধান সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২১ বছর করার প্রস্তাব করা হয়েছে।
সারোয়ার তুষার বলেন, ‘তারা (সংবিধান সংস্কার কমিশন) চায় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২১ বছর। এনসিপি মনে করে, এটা খুবই কম বয়স। এটা ২৩ বছর হতে পারে।’