রাজধানীতে টেস্ট ড্রাইভের নামে গাড়ি নিয়ে চম্পট দেয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে গুলশান থেকে ৩৬ বছর বয়সী আহসান আহমেদ ওরফে মাসুমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী। প্রতারণার মাধ্যমে নিয়ে যাওয়া গাড়ি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, জব্দ করা হয়েছে পাঁচ রাউন্ড গুলি ভর্তি পিস্তল।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, পরীবাগ গার্ডেন টাওয়ারের গাড়ি বিক্রয়কেন্দ্র হুইল ডিলসের কর্ণধার মাশরুর নাঈরকে ৭ মার্চ ফোন করে গাড়ি কিনতে চান এক ব্যক্তি। কথাবার্তার একপর্যায়ে নাঈর গাড়ি দেখাতে ওই ব্যক্তিকে তার বাসার গ্যারেজে আসতে বলেন। পরদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেই ব্যক্তিসহ দুজন নাঈরের বাসায় আসে। তারা টেস্ট ড্রাইভের কথা বলে নাঈরের চাচাতো ভাই পিয়াল মাহমুদকে নিয়ে এক গাড়িতে উঠে বসে। ঘটনার বর্ণনায় পুলিশ কর্মকর্তা মাসুদ আলম বলেন, তারা গাড়িটি চালিয়ে রাত সোয়া ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশনের কাছে আসে। সেখানে ওই দুই ব্যক্তির একজন পিয়াল মাহমুদের মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়।
আনুমানিক ৮৫ লাখ টাকা দামের ওই গাড়ি ছিনতাইয়ের ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন মাশরুর নাঈর। উপ-কমিশনার মাসুদ আলম বলেন, মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারকদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর মঙ্গলবার ভোরে গুলশানের ‘আমারই ঢাকা’ হোটেলের সামনে অভিযান চালিয়ে মাসুমকে গ্রেপ্তার করা হয়।
প্রযুক্তিদক্ষ এই ব্যক্তি ‘পেশাদার অপরাধী’ বলে ভাষ্য পুলিশের। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গাড়ি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
রাজধানীতে টেস্ট ড্রাইভের নামে গাড়ি নিয়ে চম্পট দেয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে গুলশান থেকে ৩৬ বছর বয়সী আহসান আহমেদ ওরফে মাসুমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী। প্রতারণার মাধ্যমে নিয়ে যাওয়া গাড়ি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, জব্দ করা হয়েছে পাঁচ রাউন্ড গুলি ভর্তি পিস্তল।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, পরীবাগ গার্ডেন টাওয়ারের গাড়ি বিক্রয়কেন্দ্র হুইল ডিলসের কর্ণধার মাশরুর নাঈরকে ৭ মার্চ ফোন করে গাড়ি কিনতে চান এক ব্যক্তি। কথাবার্তার একপর্যায়ে নাঈর গাড়ি দেখাতে ওই ব্যক্তিকে তার বাসার গ্যারেজে আসতে বলেন। পরদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেই ব্যক্তিসহ দুজন নাঈরের বাসায় আসে। তারা টেস্ট ড্রাইভের কথা বলে নাঈরের চাচাতো ভাই পিয়াল মাহমুদকে নিয়ে এক গাড়িতে উঠে বসে। ঘটনার বর্ণনায় পুলিশ কর্মকর্তা মাসুদ আলম বলেন, তারা গাড়িটি চালিয়ে রাত সোয়া ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশনের কাছে আসে। সেখানে ওই দুই ব্যক্তির একজন পিয়াল মাহমুদের মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়।
আনুমানিক ৮৫ লাখ টাকা দামের ওই গাড়ি ছিনতাইয়ের ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন মাশরুর নাঈর। উপ-কমিশনার মাসুদ আলম বলেন, মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারকদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর মঙ্গলবার ভোরে গুলশানের ‘আমারই ঢাকা’ হোটেলের সামনে অভিযান চালিয়ে মাসুমকে গ্রেপ্তার করা হয়।
প্রযুক্তিদক্ষ এই ব্যক্তি ‘পেশাদার অপরাধী’ বলে ভাষ্য পুলিশের। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গাড়ি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।