বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সরঞ্জাম সংগ্রহ নিয়ে আলোচনা হয়েছে। এ আলোচনার জন্য মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি. ভাওয়েল ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করেন।
যুক্তরাষ্ট্রের দূতাবাস বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সফরকালে লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সামরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বৈঠকে পারস্পরিক কার্যক্ষমতা ও সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে তৈরি সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া আলোচনা হয় বাংলাদেশের সামরিক চ্যালেঞ্জ ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতা, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং ২০২৫ সালের গ্রীষ্মে অনুষ্ঠিতব্য ‘টাইগার লাইটনিং’ সামরিক মহড়ায় অংশগ্রহণ নিয়ে।
এ সফরে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের জন্য তিনি ভূয়সী প্রশংসা করেন এবং সেনাবাহিনীর সদস্যদের দক্ষতা ও কার্যক্রমের প্রশংসা করেন।
এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেন লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল। ওই বৈঠকে উভয় দেশের সামরিক সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনসহ মার্কিন প্রতিনিধিদলের অন্যান্য কর্মকর্তারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সরঞ্জাম সংগ্রহ নিয়ে আলোচনা হয়েছে। এ আলোচনার জন্য মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি. ভাওয়েল ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করেন।
যুক্তরাষ্ট্রের দূতাবাস বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সফরকালে লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সামরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বৈঠকে পারস্পরিক কার্যক্ষমতা ও সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে তৈরি সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া আলোচনা হয় বাংলাদেশের সামরিক চ্যালেঞ্জ ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতা, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং ২০২৫ সালের গ্রীষ্মে অনুষ্ঠিতব্য ‘টাইগার লাইটনিং’ সামরিক মহড়ায় অংশগ্রহণ নিয়ে।
এ সফরে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের জন্য তিনি ভূয়সী প্রশংসা করেন এবং সেনাবাহিনীর সদস্যদের দক্ষতা ও কার্যক্রমের প্রশংসা করেন।
এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেন লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল। ওই বৈঠকে উভয় দেশের সামরিক সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনসহ মার্কিন প্রতিনিধিদলের অন্যান্য কর্মকর্তারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।