ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মায়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার।
শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘১২টা ২১ মিনিটে ঢাকা থেকে ৫৯৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিখটার স্কেলে ৭.৩ বা তীব্র মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।’
ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ঢাকা থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মায়ানমারের মান্দালয়ে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।
১২টা ২০ মিনিটে ভূকম্পনের পর ১২টা ৩২ মিনিটে রিখটার স্কেলে ৬.৪ মাত্রার আফটার শক রেকর্ড করা হয় বলে জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক এ অধ্যাপক বলেছেন, সম্প্রতি এসব অঞ্চলে ভূমিকম্পের উৎসস্থলে মাত্রা বেড়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭। এর উৎপত্তিস্থল মায়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে।
ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে।
মায়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে শক্তিশালী মায়ানমারে ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত ও ২০০ জন আহত হয়েছেন। প্রতিবেশী থাইল্যান্ডে নিহত হয়েছেন অন্তত তিনজন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ৩০তলা একটি ভবন ধসে গেছে। ভবনে কর্মরত ৪৩ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মায়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার।
শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘১২টা ২১ মিনিটে ঢাকা থেকে ৫৯৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিখটার স্কেলে ৭.৩ বা তীব্র মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।’
ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ঢাকা থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মায়ানমারের মান্দালয়ে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।
১২টা ২০ মিনিটে ভূকম্পনের পর ১২টা ৩২ মিনিটে রিখটার স্কেলে ৬.৪ মাত্রার আফটার শক রেকর্ড করা হয় বলে জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক এ অধ্যাপক বলেছেন, সম্প্রতি এসব অঞ্চলে ভূমিকম্পের উৎসস্থলে মাত্রা বেড়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭। এর উৎপত্তিস্থল মায়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে।
ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে।
মায়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে শক্তিশালী মায়ানমারে ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত ও ২০০ জন আহত হয়েছেন। প্রতিবেশী থাইল্যান্ডে নিহত হয়েছেন অন্তত তিনজন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ৩০তলা একটি ভবন ধসে গেছে। ভবনে কর্মরত ৪৩ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।