মায়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও ৬.৮ মাত্রার পরাঘাতে হতাহতের ঘটনা ঘটলেও সেখানে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদ আছেন বলে জানিয়েছেন নেপিদোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন।
শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, “মায়ানমারে সব বাংলাদেশি নাগরিক নিরাপদ আছে। আলহামদুলিল্লাহ।” স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মায়ানমারের উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মান্দালয়ের ১৭.২ কিলোমিটার দূরে, ১০ কিলোমিটার গভীরে।
শক্তিশালী এই ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককও কেঁপে ওঠে। সেখানে নির্মীয়মাণ একটি বহুতল ভবন ধসে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৮১ জন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী।
মায়ানমারে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের প্রভাব চীনের ইউনান প্রদেশেও অনুভূত হয়েছে, তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের কলকাতা, দিল্লিসহ বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ ও ভিয়েতনামেও এই ভূকম্পনের ধাক্কা লেগেছে।
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
মায়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও ৬.৮ মাত্রার পরাঘাতে হতাহতের ঘটনা ঘটলেও সেখানে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদ আছেন বলে জানিয়েছেন নেপিদোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন।
শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, “মায়ানমারে সব বাংলাদেশি নাগরিক নিরাপদ আছে। আলহামদুলিল্লাহ।” স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মায়ানমারের উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মান্দালয়ের ১৭.২ কিলোমিটার দূরে, ১০ কিলোমিটার গভীরে।
শক্তিশালী এই ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককও কেঁপে ওঠে। সেখানে নির্মীয়মাণ একটি বহুতল ভবন ধসে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৮১ জন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী।
মায়ানমারে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের প্রভাব চীনের ইউনান প্রদেশেও অনুভূত হয়েছে, তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের কলকাতা, দিল্লিসহ বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ ও ভিয়েতনামেও এই ভূকম্পনের ধাক্কা লেগেছে।