রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবারের ঈদুল ফিতরের নামাজ বঙ্গভবনের মসজিদে আদায় করবেন,প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নামাজ পড়বেন জাতীয় ঈদগাহে। রোববার ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।
সাধারণত রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন। তবে এবার তিনি বঙ্গভবনেই ঈদের নামাজ পড়বেন। অন্যদিকে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন এবং বিকেল ৪টায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, জাতীয় ঈদগাহে জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার জাতীয় ঈদগাহ পরিদর্শনের সময় সিটির প্রশাসক মো. শাহজাহান মিয়া জানিয়েছিলেন, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ঈদের জামাতে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে, যেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
সোমবার, ৩১ মার্চ ২০২৫
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবারের ঈদুল ফিতরের নামাজ বঙ্গভবনের মসজিদে আদায় করবেন,প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নামাজ পড়বেন জাতীয় ঈদগাহে। রোববার ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।
সাধারণত রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন। তবে এবার তিনি বঙ্গভবনেই ঈদের নামাজ পড়বেন। অন্যদিকে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন এবং বিকেল ৪টায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, জাতীয় ঈদগাহে জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার জাতীয় ঈদগাহ পরিদর্শনের সময় সিটির প্রশাসক মো. শাহজাহান মিয়া জানিয়েছিলেন, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ঈদের জামাতে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে, যেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।