স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান ঘটেনি এবং এ ধরনের কোনো সম্ভাবনা নেই।
বুধবার দুপুরে ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে রাজধানীর ছয়টি থানা (খিলক্ষেত, ভাটারা, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, সম্প্রতি এক আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের শঙ্কা প্রকাশ করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং এটি আরও উন্নতির দিকে নেওয়ার চেষ্টা চলছে। তিনি জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করছে। নিরীহ ও নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে জন্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাজধানীর বেশ কয়েকটি থানা বর্তমানে ভাড়া ভবনে কার্যক্রম পরিচালনা করছে, যা জনগণের জন্য অসুবিধার সৃষ্টি করছে এবং কাঙ্ক্ষিত মানের সেবা প্রদানেও প্রতিবন্ধকতা তৈরি করছে। এ সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব থানাগুলো নিজস্ব জায়গায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। নিজস্ব ভবনে স্থানান্তরিত হলে থানাগুলোর কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর হবে।
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান ঘটেনি এবং এ ধরনের কোনো সম্ভাবনা নেই।
বুধবার দুপুরে ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে রাজধানীর ছয়টি থানা (খিলক্ষেত, ভাটারা, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, সম্প্রতি এক আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের শঙ্কা প্রকাশ করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং এটি আরও উন্নতির দিকে নেওয়ার চেষ্টা চলছে। তিনি জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করছে। নিরীহ ও নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে জন্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাজধানীর বেশ কয়েকটি থানা বর্তমানে ভাড়া ভবনে কার্যক্রম পরিচালনা করছে, যা জনগণের জন্য অসুবিধার সৃষ্টি করছে এবং কাঙ্ক্ষিত মানের সেবা প্রদানেও প্রতিবন্ধকতা তৈরি করছে। এ সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব থানাগুলো নিজস্ব জায়গায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। নিজস্ব ভবনে স্থানান্তরিত হলে থানাগুলোর কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর হবে।