alt

জাতীয়

চারদিনে সড়কে ঝরলো ৬০ প্রাণ, আহত শতাধিক

ঈদের দিন ২৬, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৭

সংবাদ অনলাইন রিপোর্ট : বুধবার, ০২ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর উদ্ধার তৎপরতা -সংবাদ

ঈদের বন্ধে গত ৪ দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬০ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে চট্টগ্রামে। গত চারদিনে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে ঈদের দিন ২৬ জনের। ঈদের আগের দিনে ৮ জনের, ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে ১২ ও ১৪ জনের।

তবে বেসরকারে সংস্থা যাত্রী কল্যাণ সমিতির প্রাথমিক হিসাবে গত এক সপ্তাহে আড়াই শতাধিক সড়ক দুর্ঘটনায় ৮০ জনের প্রাণহানি হয়েছে। সংস্থাটির মতে সবচেয়ে বেশি প্রাণহানি হয় মোটরসাইকেল দুর্ঘটনায়। এছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন, করিমনের মতো ত্রিচক্রযানের কারণেও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে সংস্থাটি।

চলতি বছর ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সড়কে তেমন ভোগান্তি না থাকলেও যানবাহনের মাত্রাতিরিক্ত গতি, সড়কে অযান্ত্রিক যানের বেপরোয়া চলাচল, চালক-যাত্রীদের বেখেয়ালিপনায় বেশকিছু সড়ক দুর্ঘটনা ঘটে।

ঈদের আগের দিন (৩০ মার্চ) রোববার ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় দুইবোনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।রোববার সকাল ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সাহেব কাচারি চন্দ্রপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গৌরীপুর উপজেলার দুর্বাচর নামাবাড়ির ওবায়দুর রহমান আকন্দের স্ত্রী কুলসুম বেগম (৯৫), মোহাম্মদ মানিক মিয়ার স্ত্রী মোসাম্মৎ দিলরুবা (৪০), নগরীর নাটকঘর লেনের সাইফুল ইসলামের মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৭)। আহতরা হলেন- শ্যামলী (২০) ও মাহি (১৪)। প্রতক্ষ্যদর্শীরা জানায়, রোববার সকালে দুর্ঘটনাস্থলে বালুবাহী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

একই দিন গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়। এ সময় আহত হন আরও পাঁচজন। ঈদের আগের দিন সকাল সাড়ে ৭টায় ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ঘোড়িয়া গ্রামের আনসার আলীর ছেলে নাজমুল হোসেন ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (২৮) এবং সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার চন্ডিপুর গ্রামের হিরা সরকারের ছেলে (অটোচালক) হালিম ওরফে জুয়েল সরকার (২৫)।

ঈদের দিন (৩১ মার্চ) সোমবার চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত হয়। আহত হন কমপক্ষে ৯ জন। ঈদের দিন সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এ সংঘর্ষ হয়। একই দিন গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা শিশু তাবাসসুম ও তার ফুফু ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন আরও একজন। ঈদের দিন সকালে মহানগরের চন্দনা চৌরাস্তার সঙ্গে যুক্ত শিববাড়ী আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

পিরোজপুরের ইন্দুরকানীতে ঈদের দিন দুপুরে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তুহিন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ওই দিন দুপুরে ইন্দুরকানী-কলারণ সড়কের চরবলেশ্বর ফকিরবাড়ী মোড়ে এ দুর্ঘটনায় তুহিনের স্ত্রী মিম আক্তার (২২) গুরুতর আহত হন।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকের উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শামীম মিয়া (২৫) নামে একজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আল আমিন (২৭) নামে অপর আরোহীকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেলে নেয়ার পথে মারা যায়।

নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আব্দুল্লাহ (১৮) নামে এক রংমিস্ত্রি নিহত হন। সোমবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈদের দিন নওগাঁর সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন আলম (১৭) নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার কালাইবাড়ী-দিঘিরহাট আঞ্চলিক সড়কের মিরাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মেহেরপুরে ঈদের দিন সোমবার বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত হন। আহত হন আরও দুইজন। সন্ধ্যায় পৌর শহরের কাছে আহাম্মদ আলী টেকনিক্যাল কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার উজুলপুর গ্রামের হাসানুজ্জামান মোল্লার ছেলে অগ্রণী ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জান শোভন (২৭), ভ্যানচালক হাসান আলীর ছেলে শিশু যোবায়ের হোসেন (১০) ও সদর উপজেলার বাড়িবাকা গ্রামের মোখলছেুর রহমানের ছেলে আল ইমরান।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সোমবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুই কিশোর নিহত হয়েছেন। নিহতরা হলেন-উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ভাওড়পাড়া এলাকার আজহারুল ইসলামের ছেলে আশিকুর হক (১৬) ও একই গ্রামের মক্তবপাড়া এলাকার আকরামের ছেলে মিনহাজ (১৬)। আশিকুর এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বিনোদ বাউরী (৬৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। ঈদের দিন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের শমশেরনগর কার-লাইটেস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতির মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে মো. ইদ্রিস আলী (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের সেরাজপুর উকিলের পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। বগুড়ার শেরপুরে সোমবার দুপুর সোয়া ২টার দিকে সড়ক দুর্ঘটনায় বাবা ও তার শিশুকন্যা নিহত হয়েছে। নিহতরা হলেন, শরিফুল ইসলাম (৩২), তার শিশুকন্যা সেজদা (৩)।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতদের একজন কিশোরগঞ্জ জেলার দ্বীন ইসলাম। তবে নিহত সিএনজি অটোরিকশা চালকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আব্দুল্লাহ নামের এক যুবক নিহত হয়েছেন।

মাগুরার রামনগরে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহের কোটচাঁদপুরে আলমসাধুর আখের রস গাড়ি চাপা গাড়ি উল্টে আরিফ হোসেন নামের এক শিশু নিহত হয়েছে। ফরিদপুরে নগরকান্দায় বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় সূর্য বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সূর্য বেগম মিনার গ্রামের তৈয়ব মাতব্বরের স্ত্রী।

ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল রনি সিকদার (২৬)। তিনি গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপচারের জন্য ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী রনি সিকদারের মৃত্যু হয়। বুধবার বেলা সোয়া ১১টায় উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ২ জন। মঙ্গলবার বেলা ৩টার দিকে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবচরের কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার (২৫), শরীয়তপুরের পদ্মাসেতুর দক্ষিণ থানার ঢালিকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯), জাজিরা থানার জয়নগর এলাকার মঞ্জু সরদারের ছেলে রমজান সরদার (২১) ও একই এলাকার ইসকান খানের ছেলে অলি খান (২২)।

রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই তরুণের। নিহত দু’জনই মোটরসাইকেল আরোহী। তাদের মধ্যে আশিক (১৭) নামে একজনের পরিচয় জানা গেছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বদরগঞ্জের ট্যাক্সেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর মতিঝিলে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় রুহুল আমিন শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় মরিয়ম বেগম (৪) নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে নবীগঞ্জ পৌরসভার গন্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঈদের তৃতীয় দিন বুধবার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী, একজন শিশু ও পাঁচজন পুরুষ বলে জানা গেছে। নিহতদের মধ্যে এ পর্যন্ত চারজনের নাম জানা গেছেন, তাদের মধ্যে তিনজন এক পরিবারের। এরা হলেন- দিলীপ বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৩৭), আশীষ মন্ডল (৫০) ও দুর্জয় মন্ডল (১৮)। নিহতদের মধ্যে চারজন এক পরিবারের এদের মধ্যে দিলীপ বিশ্বাস ও সাধনা বিশ্বাস স্বামী স্ত্রী। আশীষ মন্ডল নিহত সাধনা বিশ্বাসের ভাই। দিলীপ ও সাধনা দম্পতির মেয়ে ৭ বছর বয়সী আরাধ্য বিশ্বাস ও আরেক তরুণী আহত হয়ে চট্টগ্রামে মেডিকেলে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাহাড়ি ঢালু রাস্তায় বাঁক পেরিয়ে ব্রেক কষতেই বাসটি সড়কে আড়াআড়ি হয়ে যায়। আর ঠিক তখনই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসতে থাকা মাইক্রোবাসের ঘটে যায় সংঘর্ষ। কয়েক সেকেন্ডের মধ্যে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি মাইক্রোবাস। লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ায় বুধবার সকালে দুর্ঘটনার পর উদ্ধারকাজে যাওয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার এমন বর্ণনা দিয়েছেন।

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। খোকসায় ডাক্তার দেখিয়ে স্ত্রীসহ বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ময়েন উদ্দিন (৮০) নামের এক দিনমজুর নিহত হন। অন্যদিকে মিরপুরে প্রাইভেটকারের ধাক্কায় রফজেল শেখ (৬০) নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে ভিডিও বানানোর সময় পড়ে গিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই তরুণ। নিহত দুজন হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার আবদুল করিম মিয়ার ছেলে আবদুল কাইয়ুম মিয়া (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা তারেক মিয়া (২০)। আহত দুজন হলেন ইকরাম হোসেন (১৮) ও কসবার বিল্লাল মিয়া (২৫)।

বাংলাদেশ যাত্রী কল্যান সমিতির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী গত এক সপ্তাহে দেড় শতাধিক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। অন্যন্য দুর্ঘটনা ঘটেছে প্রায় ৬০টি। এতে প্রাণহানীর ঘটনা ঘটেছে ৮০ জনের। আহত হয়েছে আড়াই শতাধিক। সড়ক দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি। এরপর থ্রি-হুইলার, ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে অন্যান্য যানবাহনের সংঘর্ষ জনিত কারণে দুর্ঘটনা বেশি ঘটেছে। গত বৃহস্পতিবার (২৭ মার্চ ) থেকে বুধবার ২ এপ্রিল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। তবে সংস্থাটির মহাসহিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এটি চূড়ান্ত প্রতিবেদন নয়। প্রতিবেদন তৈরির কাজ চলমান আছে। চূড়ান্ত প্রতিবেদন তৈরি হলে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা বাড়বে বলে জানান তিনি।

ছবি

গুলিস্তানের সুন্দরবন মার্কেটের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

ছবি

২০% মার্কিন শুল্ক: কেউ বলছেন ‘ভালো খবর’, কেউ শঙ্কিত ‘গোপন চুক্তি’ নিয়ে

ছবি

দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: পান্না

ছবি

৫ আগস্টের মধ্যে ঘোষণা হবে ‘জুলাই ঘোষণাপত্র’: মাহফুজ

ছবি

নিউ ইয়র্ক পুলিশের নিহত ডিটেকটিভ দিদারুলকে হেলিকপ্টারে শেষ শ্রদ্ধা, মরনোত্তর পদোন্নতি

ছবি

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

ছবি

গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক অপু গ্রেপ্তার

ছবি

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা–কর্মীদের ‘গোপন বৈঠক’, গ্রেপ্তার ২২

ছবি

চাঁদা আদায়ে সিন্ডিকেট গড়ে তোলে রিয়াদ-অপু, উদ্ধার ৩ লাখ টাকা: পুলিশ

ছবি

যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসে বাংলাদেশের ‘কূটনৈতিক বিজয়’: প্রধান উপদেষ্টা

সচিবকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদে তালা, আটক ৬

রিয়াদের আরেক বাসা থেকে প্রায় ৩ লাখ টাকা উদ্ধার

ছবি

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ ব্যাংকে ৫ কোটি টাকা ফ্রিজ

ছবি

২১ আগস্ট গ্রেনেড হামলা: রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি ফের ১৩ আগস্ট

ছবি

চট্টগ্রাম মহানগরের নিচু এলাকায় ভারী বৃষ্টিতে ফের জলাবদ্ধতা

ছবি

চুরি হচ্ছে ওএমএসের চাল-আটা, বঞ্চিত নিম্ন আয়ের মানুষ

ছবি

গণঅভ্যুত্থানে সমন্বয়কদের ছাত্রশিবিরের ‘নির্দেশে’ কাজ করার তথ্য ‘মিথ্যাচার’: নাহিদ

ছবি

পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ: ঐকমত্যের আলোচনায় ফের উত্তেজনা

ছবি

ডেঙ্গু: জুলাই মাসে আক্রান্ত ১০,৬৮৪ জন, মৃত্যু ৪১

ছবি

দেশব্যাপী চাঁদাবাজদের তালিকা হচ্ছে, দায়িত্বে পুলিশ ও র‌্যাবসহ তিন গোয়েন্দা সংস্থা

ছবি

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রত্যাশা ফখরুলের, মৌলিক সংস্কারের ওপর গুরুত্বারোপ

ছবি

গোপালগঞ্জে জীবনের হুমকি বিবেচনায় এনসিপি নেতাদের উদ্ধার: সেনাবাহিনী

ছবি

জুলাই সনদ: সরকার ও ঐকমত্য কমিশনের বিরুদ্ধে মামলার হুমকি জামায়াতের

ছবি

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত

ছবি

এমএসএফের প্রতিবেদন: জুলাইয়ে মব তৈরি করে ১৬ জনকে হত্যা

ছবি

জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে শাহবাগ অবরোধ, রাজধানীতে দিনভর যানজট, দুর্ভোগ

ছবি

সংসদে ১০০ আসনের উচ্চকক্ষ, মনোনয়ন পিআর পদ্ধতিতে: ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

ছবি

মালিকানাধীন ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, সাবেক মন্ত্রী জাবেদসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

ছবি

জাপায় জি এম কাদেরের কার্যক্রমে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা

ছবি

রাষ্ট্রপতির হাতে সেনা, নৌ, বিমানপ্রধান ও গোয়েন্দাপ্রধান নিয়োগের প্রস্তাব

ছবি

“সবার জীবন মূল্যবান” গোপালগঞ্জে সংঘর্ষে সেনা হস্তক্ষেপ নিয়ে সেনাসদরের ব্যাখ্যা

ছবি

সংখ্যাতাত্ত্বিক প্রতিনিধিত্বে দ্বিকক্ষীয় সংসদ গঠনের পথে জাতীয় ঐকমত্য কমিশন

ছবি

ভোটের সময়সূচি ঘিরে আলোচনা, প্রস্তুতি চলছে নির্বাচনের: আসিফ নজরুল

ছবি

বহুমাত্রিক দারিদ্র্যে শিশুদের অবস্থা প্রাপ্তবয়স্কদের চেয়ে গুরুতর

ছবি

জুলাই সনদ: আজই নিষ্পত্তি চায় ঐকমত্য কমিশন

ছবি

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

tab

জাতীয়

চারদিনে সড়কে ঝরলো ৬০ প্রাণ, আহত শতাধিক

ঈদের দিন ২৬, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৭

সংবাদ অনলাইন রিপোর্ট

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর উদ্ধার তৎপরতা -সংবাদ

বুধবার, ০২ এপ্রিল ২০২৫

ঈদের বন্ধে গত ৪ দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬০ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে চট্টগ্রামে। গত চারদিনে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে ঈদের দিন ২৬ জনের। ঈদের আগের দিনে ৮ জনের, ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে ১২ ও ১৪ জনের।

তবে বেসরকারে সংস্থা যাত্রী কল্যাণ সমিতির প্রাথমিক হিসাবে গত এক সপ্তাহে আড়াই শতাধিক সড়ক দুর্ঘটনায় ৮০ জনের প্রাণহানি হয়েছে। সংস্থাটির মতে সবচেয়ে বেশি প্রাণহানি হয় মোটরসাইকেল দুর্ঘটনায়। এছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন, করিমনের মতো ত্রিচক্রযানের কারণেও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে সংস্থাটি।

চলতি বছর ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সড়কে তেমন ভোগান্তি না থাকলেও যানবাহনের মাত্রাতিরিক্ত গতি, সড়কে অযান্ত্রিক যানের বেপরোয়া চলাচল, চালক-যাত্রীদের বেখেয়ালিপনায় বেশকিছু সড়ক দুর্ঘটনা ঘটে।

ঈদের আগের দিন (৩০ মার্চ) রোববার ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় দুইবোনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।রোববার সকাল ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সাহেব কাচারি চন্দ্রপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গৌরীপুর উপজেলার দুর্বাচর নামাবাড়ির ওবায়দুর রহমান আকন্দের স্ত্রী কুলসুম বেগম (৯৫), মোহাম্মদ মানিক মিয়ার স্ত্রী মোসাম্মৎ দিলরুবা (৪০), নগরীর নাটকঘর লেনের সাইফুল ইসলামের মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৭)। আহতরা হলেন- শ্যামলী (২০) ও মাহি (১৪)। প্রতক্ষ্যদর্শীরা জানায়, রোববার সকালে দুর্ঘটনাস্থলে বালুবাহী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

একই দিন গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়। এ সময় আহত হন আরও পাঁচজন। ঈদের আগের দিন সকাল সাড়ে ৭টায় ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ঘোড়িয়া গ্রামের আনসার আলীর ছেলে নাজমুল হোসেন ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (২৮) এবং সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার চন্ডিপুর গ্রামের হিরা সরকারের ছেলে (অটোচালক) হালিম ওরফে জুয়েল সরকার (২৫)।

ঈদের দিন (৩১ মার্চ) সোমবার চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত হয়। আহত হন কমপক্ষে ৯ জন। ঈদের দিন সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এ সংঘর্ষ হয়। একই দিন গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা শিশু তাবাসসুম ও তার ফুফু ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন আরও একজন। ঈদের দিন সকালে মহানগরের চন্দনা চৌরাস্তার সঙ্গে যুক্ত শিববাড়ী আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

পিরোজপুরের ইন্দুরকানীতে ঈদের দিন দুপুরে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তুহিন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ওই দিন দুপুরে ইন্দুরকানী-কলারণ সড়কের চরবলেশ্বর ফকিরবাড়ী মোড়ে এ দুর্ঘটনায় তুহিনের স্ত্রী মিম আক্তার (২২) গুরুতর আহত হন।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকের উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শামীম মিয়া (২৫) নামে একজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আল আমিন (২৭) নামে অপর আরোহীকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেলে নেয়ার পথে মারা যায়।

নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আব্দুল্লাহ (১৮) নামে এক রংমিস্ত্রি নিহত হন। সোমবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈদের দিন নওগাঁর সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন আলম (১৭) নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার কালাইবাড়ী-দিঘিরহাট আঞ্চলিক সড়কের মিরাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মেহেরপুরে ঈদের দিন সোমবার বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত হন। আহত হন আরও দুইজন। সন্ধ্যায় পৌর শহরের কাছে আহাম্মদ আলী টেকনিক্যাল কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার উজুলপুর গ্রামের হাসানুজ্জামান মোল্লার ছেলে অগ্রণী ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জান শোভন (২৭), ভ্যানচালক হাসান আলীর ছেলে শিশু যোবায়ের হোসেন (১০) ও সদর উপজেলার বাড়িবাকা গ্রামের মোখলছেুর রহমানের ছেলে আল ইমরান।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সোমবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুই কিশোর নিহত হয়েছেন। নিহতরা হলেন-উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ভাওড়পাড়া এলাকার আজহারুল ইসলামের ছেলে আশিকুর হক (১৬) ও একই গ্রামের মক্তবপাড়া এলাকার আকরামের ছেলে মিনহাজ (১৬)। আশিকুর এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বিনোদ বাউরী (৬৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। ঈদের দিন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের শমশেরনগর কার-লাইটেস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতির মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে মো. ইদ্রিস আলী (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের সেরাজপুর উকিলের পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। বগুড়ার শেরপুরে সোমবার দুপুর সোয়া ২টার দিকে সড়ক দুর্ঘটনায় বাবা ও তার শিশুকন্যা নিহত হয়েছে। নিহতরা হলেন, শরিফুল ইসলাম (৩২), তার শিশুকন্যা সেজদা (৩)।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতদের একজন কিশোরগঞ্জ জেলার দ্বীন ইসলাম। তবে নিহত সিএনজি অটোরিকশা চালকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আব্দুল্লাহ নামের এক যুবক নিহত হয়েছেন।

মাগুরার রামনগরে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহের কোটচাঁদপুরে আলমসাধুর আখের রস গাড়ি চাপা গাড়ি উল্টে আরিফ হোসেন নামের এক শিশু নিহত হয়েছে। ফরিদপুরে নগরকান্দায় বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় সূর্য বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সূর্য বেগম মিনার গ্রামের তৈয়ব মাতব্বরের স্ত্রী।

ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল রনি সিকদার (২৬)। তিনি গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপচারের জন্য ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী রনি সিকদারের মৃত্যু হয়। বুধবার বেলা সোয়া ১১টায় উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ২ জন। মঙ্গলবার বেলা ৩টার দিকে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবচরের কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার (২৫), শরীয়তপুরের পদ্মাসেতুর দক্ষিণ থানার ঢালিকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯), জাজিরা থানার জয়নগর এলাকার মঞ্জু সরদারের ছেলে রমজান সরদার (২১) ও একই এলাকার ইসকান খানের ছেলে অলি খান (২২)।

রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই তরুণের। নিহত দু’জনই মোটরসাইকেল আরোহী। তাদের মধ্যে আশিক (১৭) নামে একজনের পরিচয় জানা গেছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বদরগঞ্জের ট্যাক্সেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর মতিঝিলে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় রুহুল আমিন শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় মরিয়ম বেগম (৪) নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে নবীগঞ্জ পৌরসভার গন্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঈদের তৃতীয় দিন বুধবার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী, একজন শিশু ও পাঁচজন পুরুষ বলে জানা গেছে। নিহতদের মধ্যে এ পর্যন্ত চারজনের নাম জানা গেছেন, তাদের মধ্যে তিনজন এক পরিবারের। এরা হলেন- দিলীপ বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৩৭), আশীষ মন্ডল (৫০) ও দুর্জয় মন্ডল (১৮)। নিহতদের মধ্যে চারজন এক পরিবারের এদের মধ্যে দিলীপ বিশ্বাস ও সাধনা বিশ্বাস স্বামী স্ত্রী। আশীষ মন্ডল নিহত সাধনা বিশ্বাসের ভাই। দিলীপ ও সাধনা দম্পতির মেয়ে ৭ বছর বয়সী আরাধ্য বিশ্বাস ও আরেক তরুণী আহত হয়ে চট্টগ্রামে মেডিকেলে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাহাড়ি ঢালু রাস্তায় বাঁক পেরিয়ে ব্রেক কষতেই বাসটি সড়কে আড়াআড়ি হয়ে যায়। আর ঠিক তখনই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসতে থাকা মাইক্রোবাসের ঘটে যায় সংঘর্ষ। কয়েক সেকেন্ডের মধ্যে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি মাইক্রোবাস। লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ায় বুধবার সকালে দুর্ঘটনার পর উদ্ধারকাজে যাওয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার এমন বর্ণনা দিয়েছেন।

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। খোকসায় ডাক্তার দেখিয়ে স্ত্রীসহ বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ময়েন উদ্দিন (৮০) নামের এক দিনমজুর নিহত হন। অন্যদিকে মিরপুরে প্রাইভেটকারের ধাক্কায় রফজেল শেখ (৬০) নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে ভিডিও বানানোর সময় পড়ে গিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই তরুণ। নিহত দুজন হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার আবদুল করিম মিয়ার ছেলে আবদুল কাইয়ুম মিয়া (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা তারেক মিয়া (২০)। আহত দুজন হলেন ইকরাম হোসেন (১৮) ও কসবার বিল্লাল মিয়া (২৫)।

বাংলাদেশ যাত্রী কল্যান সমিতির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী গত এক সপ্তাহে দেড় শতাধিক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। অন্যন্য দুর্ঘটনা ঘটেছে প্রায় ৬০টি। এতে প্রাণহানীর ঘটনা ঘটেছে ৮০ জনের। আহত হয়েছে আড়াই শতাধিক। সড়ক দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি। এরপর থ্রি-হুইলার, ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে অন্যান্য যানবাহনের সংঘর্ষ জনিত কারণে দুর্ঘটনা বেশি ঘটেছে। গত বৃহস্পতিবার (২৭ মার্চ ) থেকে বুধবার ২ এপ্রিল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। তবে সংস্থাটির মহাসহিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এটি চূড়ান্ত প্রতিবেদন নয়। প্রতিবেদন তৈরির কাজ চলমান আছে। চূড়ান্ত প্রতিবেদন তৈরি হলে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা বাড়বে বলে জানান তিনি।

back to top