প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নৈশভোজে দুই নেতা কুশলাদি বিনিময় করেন এবং বেশ কিছু সময় ধরে কথা বলেন।
বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদী বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকার এ বৈঠকের জন্য দিল্লিতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। তবে এখনো এ বিষয়ে ভারতীয় পক্ষের উত্তর মেলেনি।
বুধবার ঢাকায় এক ব্রিফিংয়ে খলিলুর রহমান জানান, সরকার বৈঠকের বিষয়ে আশাবাদী। একইদিন ব্যাংককে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনও একই বক্তব্য দেন।
এদিন প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে ছবি তোলেন। বিমসটেক ইয়াং জেনারেশন ফোরামে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন এবং থাইল্যান্ডের দুই মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সম্মেলনে অংশ নিতে মুহাম্মদ ইউনূস ৪ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করবেন এবং বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নৈশভোজে দুই নেতা কুশলাদি বিনিময় করেন এবং বেশ কিছু সময় ধরে কথা বলেন।
বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদী বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকার এ বৈঠকের জন্য দিল্লিতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। তবে এখনো এ বিষয়ে ভারতীয় পক্ষের উত্তর মেলেনি।
বুধবার ঢাকায় এক ব্রিফিংয়ে খলিলুর রহমান জানান, সরকার বৈঠকের বিষয়ে আশাবাদী। একইদিন ব্যাংককে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনও একই বক্তব্য দেন।
এদিন প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে ছবি তোলেন। বিমসটেক ইয়াং জেনারেশন ফোরামে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন এবং থাইল্যান্ডের দুই মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সম্মেলনে অংশ নিতে মুহাম্মদ ইউনূস ৪ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করবেন এবং বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।