alt

জাতীয়

ঈদের ছুটিতে দেশের পর্যটনকেন্দ্রগুলো পর্যটকে মুখর

সংবাদ ডেস্ক : শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

তাহিরপুরের চোখ জুড়ানো বিস্তৃত সবুজ টিলায় দেশি-বিদেশি পর্যটক -সংবাদ

ভ্রমনপিপাসু দেশি-বিদেশি পর্যটকে মুখর দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র। সুনামগঞ্জ, মৌলভীবাজার, মিরসরাইসহ দেশের বিভিন্ন প্রান্তে প্রকৃতির সান্নিধ্যে পর্যটকরা ছুটছেন ছুটি কাটাতে।

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের সীমান্ত উপজেলা তাহিরপুরের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের ছুটিতে বরাবরের মতো এবারও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত দর্শনার্থীদের ঢল নেমেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে।

চলমান এই ছুটির দিনগুলোতে উপজেলার রূপকথার নদী যাদুকাটা, এশিয়ার বৃহত্তর শিমুল বাগান, বারিক্কার টিলা, নীলাদ্রি লেক, লাকমাছড়া, রাজাই সুপারি বাগান, টাঙ্গুয়ার হাওরসহ সবগুলো পর্যটন কেন্দ্রে ভিড় করেন ভ্রমণপিয়াসীরা। তবে এই দিনসুনামগঞ্জ জেলা ও তাহিরপুর উপজেলার স্থানীয় পর্যটকের সংখ্যাই বেশি ছিল।

সবুজের আস্তরণে মেঘালয়ের বিস্তৃত চোখ জুড়ানো সবুজ টিলা, পাহাড়, বয়ে চলা স্বচ্ছ জলরাশি, নুড়ি পাথরের কলতানের সৌন্দর্য অবলোকনের জন্য ভ্রমণে সীমান্ত নদী যাদুকাটা ও আলহাজ জয়নাল আবেদীনের শিমুল বাগানে ছুটে আসেন দর্শনার্থীরা। বরাবরের মতো এবারও এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে তারা মুগ্ধ। পাহাড়, টিলার সঙ্গে সাদা মেঘের লুকোচুরি। বর্ষা মৌসুমের আগেই প্রকৃতি যেন সেজেছে তার আপন মহিমায়। প্রতিটি স্পষ্টই লোকে লোকারণ্য। প্রকৃতির এমন কাছাকাছি আসতে পেরে তারা খুশি।

সিলেট থেকে ঘুরতে আসা শাহিন আলম, ময়মনসিংহের কলমাকান্দা থেকে ইকবাল হোসনে ও বারহাট্টা থেকে আসা আল-আমিন বলেন, প্রতিবারই ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে কোথাও না কোথাও ঘুরে বেড়াই। এবারও সবাই মিলে তাহিরপুরে ঘুরতে এসেছি। তাহিরপুর আসলেই খুব সুন্দর জায়গা। টিলা, পাহাড়, স্বচ্ছ জলরাশি আর পাহাড়ের সৌন্দর্য মুগ্ধ করেছে। তবে গরমের জন্য একটু ভোগান্তি পোহাতে হয়েছে।

সিলেট থেকে পর্যটক নিয়ে আসা গাড়িচালক হুসাইন আহমেদ বলেন, তাহিরপুরের সবকটি পর্যটন কেন্দ্রেই ঈদে ভ্রমণপিপাসুদের ঢল নামে। এবারও ঠিক একই চিত্র। প্রায় ঈদেই পর্যটক নিয়ে আসি। শিমুল বাগান ও আশপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখাতে এবারও নিজ এলাকার ১২ জন শিক্ষার্থী নিয়ে এসেছি।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, তাহিরপুর উপজেলা একটি পর্যটনসমৃদ্ধ উপজেলা। এ উপজেলায় শিমুল বাগান, নীলাদ্রি লেক ও বারেক টিলাসহ অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে। তাই ঈদের দিন থেকে ঈদের পর পাঁচ দিন পর্যন্ত পর্যটকদের সুবিধার্থে এবং পর্যটকরা যাতে কোনরকম ভোগান্তিতে না পড়ে সে লক্ষ্যে পুলিশ প্রশাসনকে বলে দেয়া হয়েছে।

ঈদ আনন্দে পর্যটকে মুখর মৌলভীবাজারের স্পটগুলো

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), প্রতিনিধি জানান, চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলাকে বলা হয় প্রকৃতির লীলাভূমি। সেখানে শ্রীমঙ্গলে অবস্থিত সারি সারি চা-বাগান, কমলগঞ্জে অবস্থিত এশিয়ার অন্যতম রেইন ফরেস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বধ্যভূমি একাত্তরসহ প্রায় অর্ধশতাধিক পর্যটনকেন্দ্র ঘুরে দেখতে ও অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ঈদের ছুটির চতুর্থ দিনেও হাজার হাজার পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছিল পর্যটন নগরী। হোটেল রিসোর্ট মালিকরা জানিয়েছেন, বেশির ভাগ হোটেল রিসোর্ট হাউসফুল হয়ে আছে।

ঈদের টানা কয়েকদিনের ছুটি পেয়ে প্রকৃতির লীলাভূমিতে ছুটে এসেছেন হাজার হাজার মানুষ। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে পরিবার আর প্রিয়জনদের নিয়ে ঈদের ছুটি উপভোগ করতে পেরে সবাই ভীষণ খুশি। নিজেদের মতো করে ঈদের দিনকে উপভোগ করতে শুধু

রাজধানী ছাড়াও আশপাশে জেলা থেকে মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাস প্রাইভেটকারে করে যুবক তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ পরিবার-পরিজন নিয়ে ভিড় করেন দর্শনীয় স্থানগুলোতে।

সরেজমিনে ঈদের চতুর্থ দিন বৃহস্পতিবার শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগান ও পর্যটন এলাকা ও হোটেল রিসোর্ট ঘুরে দেখা গেছে, বিভিন্ন বয়সের লোকজন পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। হোটেল রিসোর্টগুলোতে সময় কাটাচ্ছেন অনেকে। পর্যটন এলাকার চায়ের দোকান, রেস্টুরেন্টে ভিড় দেখা গেছে। শ্রীমঙ্গলের বধ্যভূমি একাত্তর, চা-কন্যার ভাস্কর্য, ভাড়াউড়া চা-বাগান, বিটিআরআই রাধানগর, সাত রঙের চায়ের দোকান, মনিপুরী পাড়া ইত্যাদি এলাকাসহ শ্রীমঙ্গল উপজেলার পার্শ্ববর্তী কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেকে শ্রীমঙ্গলে আসা পর্যটকরা ভিড় করেছেন। শ্রীমঙ্গল শহরের প্রায় প্রতিটি সড়কে বিভিন্ন ধরনের গাড়ি দেখা যাচ্ছে পর্যটকদের। তাছাড়া চাদের গাড়িখ্যাত জিপগাড়িগুলো নিয়ে পর্যটকদের উল্লাস করতেও দেখা গেছে।

ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা শামীমা আক্তার বলেন, শ্রীমঙ্গলে এসে অনেক ভালো লাগলো। চারিদিকে সবুজ চা-বাগানের ভেতর ঘুরে বেড়াচ্ছি। প্রশান্তি লাগছে। প্রকৃতির সঙ্গে মিশে যেতে মন চাচ্ছে।

আরেকজন পর্যটক মৌসুমী রহমান জানান, চা-বাগানে এসে ছবি তুললাম। এই প্রথম চা-বাগানে আসা। যেদিকে যাচ্ছি ভালো লাগছে। শ্রীমঙ্গল এসে ভালো সময় কাটল।

চামুং রেস্টুরেন্টের পরিচালক পংকজ ভট্টাচার্য বলেন, ঈদ উপলক্ষে স্থানীয়দের ভিড় ছিল চতুর্থ দিনও। পর্যটকরাও ছিল। আমরা ভালো পর্যটক ও স্থানীয়দের ভালো সার্ভিস দিয়ে যাচ্ছি। আশা করছি এই ঈদের ছুটিতে ভালো বেচাকেনা হচ্ছে।

ট্যুর অপারেটর অ্যান্ড ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল আলম বলেন, ঈদের চতুর্থ দিনেও ছোট-বড় সব রিসোর্টেই হাউসফুল। প্রচুর পর্যটক শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে আমরা ট্যুর গাইডরা প্রচুর বুকিং পেয়েছি। এর মধ্যে বিদেশি পর্যটকরাও রয়েছেন। দেশের অন্যান্য অনেক জায়গায় পর্যটকরা ছিনতাই বা বিভিন্ন কারণে হয়রানির শিকার হলেও শ্রীমঙ্গল আসা পর্যটকরা শ্রীমঙ্গল এসে রুমে উঠে পুরো জেলা ঘুরে দেখেন, কিন্তু ছিনতাই বা হয়রানি হয় না বলেই চলে। এজন্য পর্যটকদের কাছে শ্রীমঙ্গল নিরাপদ জায়গা। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই যাতে পর্যটকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

মৌলভীবাজার পর্যটন সেবা সংস্থা ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমেদ বলেন, ভারতের পর্যটন ভিসা ও সাজেক বন্ধ থাকায় প্রবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মৌলভীবাজারের দেড় শতাধিক পর্যটনকেন্দ্র ঘিরে এবার হাজার হাজার পর্যটকের সামাগম ঘটেছে। অধিকাংশ হোটেল, রিসোর্টগুলো হাউসফুল রয়েছে। সব মিলিয়ে এবারের ঈদে ভালো ব্যবসা করবেন পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা। এতে করে করে বিগত দিনের কিছুটা ক্ষতি কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পরিদর্শক মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, এবার ঈদের ছুটি বেশ লম্বা থাকায় প্রচুর পর্যটক সমাগম হয়েছে। আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য প্রতিটি দর্শনীয় স্থানে নজরদারি রাখছি। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানার পুলিশ, র?্যাব সাদা পোশাকেও আমাদের টুরিস্ট পুলিশ বিভিন্ন জায়গায় রয়েছে। পর্যটকরা যেন নির্বিঘেœ ঘোরাফের করে সুন্দরভাবেই বাড়ি ফিরতে পারে, আমরা সেভাবেই নিরাপত্তা ব্যবস্থা রেখেছি।

মায়াময় ‘মহামায়া লেক’, পর্যটকেরা মোহিত

মীরসরাই (চট্টগ্রাম) থেকে রণজিত ধর জানান, জলের সঙ্গে খেলা, আর পাখিদের মিলনমেলা দেখতে এবার দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মহামায়া লেক। ঈদের ছুটিতে কয়েকদিন ধরে পর্যটকের পদচারণায় মুখর দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ মহামায়া ইকোপার্ক। ঈদের দিন থেকে শুক্রবার (৪ এপ্রিল) পর্যন্ত প্রতিদিন ভ্রমণপিপাসুদের কলরবে মুখরিত এই প্রাকৃতিক নৈসর্গিক লেক আর বনভূমি। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ বিনোদন পেতে ছুটছেন এখানে। পর্যটকদের আনাগোনায় ব্যস্ততা বেড়েছে ব্যবসায়ীদের।

প্রকৃতির এই অপার সৌন্দর্য পর্যটকদের টেনে আনছে ঈদের চলমান ছুটিতে।

সরেজমিনে দেখা গেছে, ঈদের দিন থেকেই এখানে দর্শনার্থীদের ভীড়। কেউ ছবি তুলছেন, কেউ নৌকায় করে লেকে ঘুরছেন। আবার কেউ কেউ কায়াকিং করছেন।

পরিবার নিয়ে ঘুরতে আসা ইকবাল হোসেন মাহিন বলেন, সারা বছর ব্যস্ত থাকি। ঈদে এবার কয়েকদিন ছুটি পেয়েছি। তাই পরিবারের সদস্যদের নিয়ে এখানে ঘুরতে এলাম। আগেও কয়েকবার এসেছি। খুব ভালো লাগছে। বাচ্চারাও ভালো সময় কাটাচ্ছে। ঈদের দিনে মহামায়া বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে পর্যটকের আগমন ছিল চোখে পড়ার মতো। এখানে পর্যটকদের জন্য রয়েছে উন্নত মানের হোটেল, থাকার জন্য রয়েছে থ্রি-স্টার মানের মহামায়া রিসোর্ট।

চট্টগ্রাম শহর থেকে ঘুরতে আসা আট বন্ধুর একজন সাদমান ইসলাম বলেন, মহামায়া আমাদের খুব পছন্দের জায়গা। আমরা বছরে কয়েকবার এখানে বেড়াতে আসি। এবার ঈদে সব বন্ধু মিলে চলে এসেছি। লেকের স্বচ্ছ পানিতে গোসল করেছি। খুব ভালো লাগছে।

ঠাকুরদিঘী-মহামায়া রুটে সিএনজিচালিত অটোরিকশাচালক নুরুল আবছার বলেন, পুরো রমজান মাসে তেমন পর্যটক ছিল না। ঈদের দিন থেকে লোকজন আসতে শুরু করেছেন। আমাদেরও অনেক আয় হচ্ছে। টিকেট কাউন্টারের দায়িত্বে থাকা মোহাম্মদ হানিফ বলেন, ঈদের দিন দুপুরের পর থেকে অনেক পর্যটক আসছেন। ঈদের দ্বিতীয় দিনও অনেক পর্যটক এসেছে।

মহামায়া বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের ইজারাদার মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, মহামায়া খুবই সুন্দর একটি পর্যটন কেন্দ্র। এখানে একই স্থানে রয়েছে লেক, পাহাড়, ঝর্ণা ও রাবার ড্যাম। পাহাড়ের কোলে লেকটির আঁকাবাঁকা অবয়ব অপরূপ সুন্দর। ছোট বড় অসংখ্য পাহাড়ের মাঝে অবস্থিত এই লেক। লেকের অন্যতম আকর্ষণ পাহাড়ি ঝর্ণা ও স্বচ্ছ পানি। মহামায়া লেকের নীল জলরাশিতে কায়াকিং করতে পরিবার নিয়ে ঘুরতে আসেন অনেকে। তিনি আরও বলেন, পর্যটকদের সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে এখানে। থাকা-খাওয়ার জন্য রয়েছে উন্নত মানের রেস্টুরেন্ট ও রিসোর্ট। নিরাপত্তা ব্যবস্থায় পুরো পার্ক সিসি ক্যামেরার আওতায় রয়েছে।

দেশের যে কোনো স্থান থেকে গাড়িতে উঠে মীরসরাই উপজেলার ঠাকুরদিঘী নামতে হবে। সেখানে রাস্তার মুখে সিএনজিচালিত অটোরিকশা রয়েছে। একজন ১৫ টাকা ভাড়ায় মহামায়ার মূল গেটে যাওয়া যাবে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার কথা বললেন ইউনূস

বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভারত সমর্থন করে না: মোদি

লবণপানিতে পিচ্ছিল হয়ে বাড়ছে দুর্ঘটনা

চার বিভাগীয় শহরে হবে ‘স্বাধীনতা কনসার্ট’: সালাহউদ্দিন টুকু

দুর্নীতি প্রতিরোধে ‘একসঙ্গে কাজ করতে’ বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের খবর ‘বিভ্রান্তিকর’, বলছে পুলিশ

ছবি

‘শর্ত ভঙ্গের’ অভিযোগে যাত্রাপালা বন্ধ জয়পুরহাটে

ছবি

দ্রুত নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

ছবি

ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ

মানিকগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল কার্টনে মোড়ানো অজ্ঞাত নারীর লাশ

যশোরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে এসিড নিক্ষেপ, বন্ধু গ্রেপ্তার

এক খিলি পান ১৫৭৫ টাকা!

তীব্র তাপপ্রবাহের আশঙ্কা, বাড়তে পারে কালবৈশাখীর সংখ্যা

ট্রাম্পের শুল্কারোপ নিয়ে অর্থ উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক কাল

এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ‘প্রত্যাবাসনের যোগ্য’ বলছে মায়ানমার

ছবি

ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক

ভেলপুরি খেয়ে অসুস্থ দুই শতাধিক, বিক্রেতা আটক

নারী সংবাদকর্মীকে শ্লীলতাহানি ও হেনস্তা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার তিন

কর্ণফুলী নদীর উপর রেলসহ সড়ক সেতুর নির্মাণকাজ শুরু মে মাসে

ছবি

ধলেশ্বরীতে উচ্চৈঃশব্দে গান বাজিয়ে অস্ত্রের মহড়া, কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপপ্রবাহ

ছবি

লোহাগাড়ায় ১০ জনের লাশ হস্তান্তর, যশোরে একই পরিবারের ৩ জন নিহত

ছবি

ঢাকা এখনও ফাঁকা, পথে নেই বিড়ম্বনা

ছবি

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরায় ১০ গ্রাম প্লাবিত, ১৫ হাজার মানুষের ঈদ মাটি

দুর্নীতির অভিযোগ নিয়ে ‘কথা বলতে প্রস্তুত’ টিউলিপের আইনজীবীরা

মিরপুরে ‘৭ তলা থেকে ফেলে’ যুবককে হত্যা, গ্রেপ্তার ১

ছবি

ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক শুক্রবার

বিদ্যুৎ-জ্বালানি : রমজান পার, এপ্রিল এখন বড় চ্যালেঞ্জ

আলোচনায় শুল্ক জটিলতার সমাধান হবে, ‘আশাবাদী’ প্রধান উপদেষ্টা

সর্বনাশের শঙ্কা অনেকের, কেউ কেউ দেখছে পৌষ

ছবি

ট্রাম্পের নতুন ‘শুল্কযুদ্ধ’, বাংলাদেশে কী প্রভাব

ছবি

ইউনূস-মোদি বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পনের বিষয় আলোচনা

ছবি

ব্যাংককে বৈঠক করলেন ইউনূস- মোদি

ছবি

যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধান উপদেষ্টা

ছবি

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন অধ্যাপক ইউনূস

ছবি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যুতে সমাধানের আশাবাদ প্রধান উপদেষ্টার

tab

জাতীয়

ঈদের ছুটিতে দেশের পর্যটনকেন্দ্রগুলো পর্যটকে মুখর

সংবাদ ডেস্ক

তাহিরপুরের চোখ জুড়ানো বিস্তৃত সবুজ টিলায় দেশি-বিদেশি পর্যটক -সংবাদ

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

ভ্রমনপিপাসু দেশি-বিদেশি পর্যটকে মুখর দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র। সুনামগঞ্জ, মৌলভীবাজার, মিরসরাইসহ দেশের বিভিন্ন প্রান্তে প্রকৃতির সান্নিধ্যে পর্যটকরা ছুটছেন ছুটি কাটাতে।

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের সীমান্ত উপজেলা তাহিরপুরের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের ছুটিতে বরাবরের মতো এবারও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত দর্শনার্থীদের ঢল নেমেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে।

চলমান এই ছুটির দিনগুলোতে উপজেলার রূপকথার নদী যাদুকাটা, এশিয়ার বৃহত্তর শিমুল বাগান, বারিক্কার টিলা, নীলাদ্রি লেক, লাকমাছড়া, রাজাই সুপারি বাগান, টাঙ্গুয়ার হাওরসহ সবগুলো পর্যটন কেন্দ্রে ভিড় করেন ভ্রমণপিয়াসীরা। তবে এই দিনসুনামগঞ্জ জেলা ও তাহিরপুর উপজেলার স্থানীয় পর্যটকের সংখ্যাই বেশি ছিল।

সবুজের আস্তরণে মেঘালয়ের বিস্তৃত চোখ জুড়ানো সবুজ টিলা, পাহাড়, বয়ে চলা স্বচ্ছ জলরাশি, নুড়ি পাথরের কলতানের সৌন্দর্য অবলোকনের জন্য ভ্রমণে সীমান্ত নদী যাদুকাটা ও আলহাজ জয়নাল আবেদীনের শিমুল বাগানে ছুটে আসেন দর্শনার্থীরা। বরাবরের মতো এবারও এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে তারা মুগ্ধ। পাহাড়, টিলার সঙ্গে সাদা মেঘের লুকোচুরি। বর্ষা মৌসুমের আগেই প্রকৃতি যেন সেজেছে তার আপন মহিমায়। প্রতিটি স্পষ্টই লোকে লোকারণ্য। প্রকৃতির এমন কাছাকাছি আসতে পেরে তারা খুশি।

সিলেট থেকে ঘুরতে আসা শাহিন আলম, ময়মনসিংহের কলমাকান্দা থেকে ইকবাল হোসনে ও বারহাট্টা থেকে আসা আল-আমিন বলেন, প্রতিবারই ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে কোথাও না কোথাও ঘুরে বেড়াই। এবারও সবাই মিলে তাহিরপুরে ঘুরতে এসেছি। তাহিরপুর আসলেই খুব সুন্দর জায়গা। টিলা, পাহাড়, স্বচ্ছ জলরাশি আর পাহাড়ের সৌন্দর্য মুগ্ধ করেছে। তবে গরমের জন্য একটু ভোগান্তি পোহাতে হয়েছে।

সিলেট থেকে পর্যটক নিয়ে আসা গাড়িচালক হুসাইন আহমেদ বলেন, তাহিরপুরের সবকটি পর্যটন কেন্দ্রেই ঈদে ভ্রমণপিপাসুদের ঢল নামে। এবারও ঠিক একই চিত্র। প্রায় ঈদেই পর্যটক নিয়ে আসি। শিমুল বাগান ও আশপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখাতে এবারও নিজ এলাকার ১২ জন শিক্ষার্থী নিয়ে এসেছি।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, তাহিরপুর উপজেলা একটি পর্যটনসমৃদ্ধ উপজেলা। এ উপজেলায় শিমুল বাগান, নীলাদ্রি লেক ও বারেক টিলাসহ অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে। তাই ঈদের দিন থেকে ঈদের পর পাঁচ দিন পর্যন্ত পর্যটকদের সুবিধার্থে এবং পর্যটকরা যাতে কোনরকম ভোগান্তিতে না পড়ে সে লক্ষ্যে পুলিশ প্রশাসনকে বলে দেয়া হয়েছে।

ঈদ আনন্দে পর্যটকে মুখর মৌলভীবাজারের স্পটগুলো

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), প্রতিনিধি জানান, চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলাকে বলা হয় প্রকৃতির লীলাভূমি। সেখানে শ্রীমঙ্গলে অবস্থিত সারি সারি চা-বাগান, কমলগঞ্জে অবস্থিত এশিয়ার অন্যতম রেইন ফরেস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বধ্যভূমি একাত্তরসহ প্রায় অর্ধশতাধিক পর্যটনকেন্দ্র ঘুরে দেখতে ও অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ঈদের ছুটির চতুর্থ দিনেও হাজার হাজার পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছিল পর্যটন নগরী। হোটেল রিসোর্ট মালিকরা জানিয়েছেন, বেশির ভাগ হোটেল রিসোর্ট হাউসফুল হয়ে আছে।

ঈদের টানা কয়েকদিনের ছুটি পেয়ে প্রকৃতির লীলাভূমিতে ছুটে এসেছেন হাজার হাজার মানুষ। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে পরিবার আর প্রিয়জনদের নিয়ে ঈদের ছুটি উপভোগ করতে পেরে সবাই ভীষণ খুশি। নিজেদের মতো করে ঈদের দিনকে উপভোগ করতে শুধু

রাজধানী ছাড়াও আশপাশে জেলা থেকে মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাস প্রাইভেটকারে করে যুবক তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ পরিবার-পরিজন নিয়ে ভিড় করেন দর্শনীয় স্থানগুলোতে।

সরেজমিনে ঈদের চতুর্থ দিন বৃহস্পতিবার শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগান ও পর্যটন এলাকা ও হোটেল রিসোর্ট ঘুরে দেখা গেছে, বিভিন্ন বয়সের লোকজন পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। হোটেল রিসোর্টগুলোতে সময় কাটাচ্ছেন অনেকে। পর্যটন এলাকার চায়ের দোকান, রেস্টুরেন্টে ভিড় দেখা গেছে। শ্রীমঙ্গলের বধ্যভূমি একাত্তর, চা-কন্যার ভাস্কর্য, ভাড়াউড়া চা-বাগান, বিটিআরআই রাধানগর, সাত রঙের চায়ের দোকান, মনিপুরী পাড়া ইত্যাদি এলাকাসহ শ্রীমঙ্গল উপজেলার পার্শ্ববর্তী কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেকে শ্রীমঙ্গলে আসা পর্যটকরা ভিড় করেছেন। শ্রীমঙ্গল শহরের প্রায় প্রতিটি সড়কে বিভিন্ন ধরনের গাড়ি দেখা যাচ্ছে পর্যটকদের। তাছাড়া চাদের গাড়িখ্যাত জিপগাড়িগুলো নিয়ে পর্যটকদের উল্লাস করতেও দেখা গেছে।

ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা শামীমা আক্তার বলেন, শ্রীমঙ্গলে এসে অনেক ভালো লাগলো। চারিদিকে সবুজ চা-বাগানের ভেতর ঘুরে বেড়াচ্ছি। প্রশান্তি লাগছে। প্রকৃতির সঙ্গে মিশে যেতে মন চাচ্ছে।

আরেকজন পর্যটক মৌসুমী রহমান জানান, চা-বাগানে এসে ছবি তুললাম। এই প্রথম চা-বাগানে আসা। যেদিকে যাচ্ছি ভালো লাগছে। শ্রীমঙ্গল এসে ভালো সময় কাটল।

চামুং রেস্টুরেন্টের পরিচালক পংকজ ভট্টাচার্য বলেন, ঈদ উপলক্ষে স্থানীয়দের ভিড় ছিল চতুর্থ দিনও। পর্যটকরাও ছিল। আমরা ভালো পর্যটক ও স্থানীয়দের ভালো সার্ভিস দিয়ে যাচ্ছি। আশা করছি এই ঈদের ছুটিতে ভালো বেচাকেনা হচ্ছে।

ট্যুর অপারেটর অ্যান্ড ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল আলম বলেন, ঈদের চতুর্থ দিনেও ছোট-বড় সব রিসোর্টেই হাউসফুল। প্রচুর পর্যটক শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে আমরা ট্যুর গাইডরা প্রচুর বুকিং পেয়েছি। এর মধ্যে বিদেশি পর্যটকরাও রয়েছেন। দেশের অন্যান্য অনেক জায়গায় পর্যটকরা ছিনতাই বা বিভিন্ন কারণে হয়রানির শিকার হলেও শ্রীমঙ্গল আসা পর্যটকরা শ্রীমঙ্গল এসে রুমে উঠে পুরো জেলা ঘুরে দেখেন, কিন্তু ছিনতাই বা হয়রানি হয় না বলেই চলে। এজন্য পর্যটকদের কাছে শ্রীমঙ্গল নিরাপদ জায়গা। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই যাতে পর্যটকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

মৌলভীবাজার পর্যটন সেবা সংস্থা ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমেদ বলেন, ভারতের পর্যটন ভিসা ও সাজেক বন্ধ থাকায় প্রবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মৌলভীবাজারের দেড় শতাধিক পর্যটনকেন্দ্র ঘিরে এবার হাজার হাজার পর্যটকের সামাগম ঘটেছে। অধিকাংশ হোটেল, রিসোর্টগুলো হাউসফুল রয়েছে। সব মিলিয়ে এবারের ঈদে ভালো ব্যবসা করবেন পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা। এতে করে করে বিগত দিনের কিছুটা ক্ষতি কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পরিদর্শক মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, এবার ঈদের ছুটি বেশ লম্বা থাকায় প্রচুর পর্যটক সমাগম হয়েছে। আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য প্রতিটি দর্শনীয় স্থানে নজরদারি রাখছি। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানার পুলিশ, র?্যাব সাদা পোশাকেও আমাদের টুরিস্ট পুলিশ বিভিন্ন জায়গায় রয়েছে। পর্যটকরা যেন নির্বিঘেœ ঘোরাফের করে সুন্দরভাবেই বাড়ি ফিরতে পারে, আমরা সেভাবেই নিরাপত্তা ব্যবস্থা রেখেছি।

মায়াময় ‘মহামায়া লেক’, পর্যটকেরা মোহিত

মীরসরাই (চট্টগ্রাম) থেকে রণজিত ধর জানান, জলের সঙ্গে খেলা, আর পাখিদের মিলনমেলা দেখতে এবার দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মহামায়া লেক। ঈদের ছুটিতে কয়েকদিন ধরে পর্যটকের পদচারণায় মুখর দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ মহামায়া ইকোপার্ক। ঈদের দিন থেকে শুক্রবার (৪ এপ্রিল) পর্যন্ত প্রতিদিন ভ্রমণপিপাসুদের কলরবে মুখরিত এই প্রাকৃতিক নৈসর্গিক লেক আর বনভূমি। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ বিনোদন পেতে ছুটছেন এখানে। পর্যটকদের আনাগোনায় ব্যস্ততা বেড়েছে ব্যবসায়ীদের।

প্রকৃতির এই অপার সৌন্দর্য পর্যটকদের টেনে আনছে ঈদের চলমান ছুটিতে।

সরেজমিনে দেখা গেছে, ঈদের দিন থেকেই এখানে দর্শনার্থীদের ভীড়। কেউ ছবি তুলছেন, কেউ নৌকায় করে লেকে ঘুরছেন। আবার কেউ কেউ কায়াকিং করছেন।

পরিবার নিয়ে ঘুরতে আসা ইকবাল হোসেন মাহিন বলেন, সারা বছর ব্যস্ত থাকি। ঈদে এবার কয়েকদিন ছুটি পেয়েছি। তাই পরিবারের সদস্যদের নিয়ে এখানে ঘুরতে এলাম। আগেও কয়েকবার এসেছি। খুব ভালো লাগছে। বাচ্চারাও ভালো সময় কাটাচ্ছে। ঈদের দিনে মহামায়া বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে পর্যটকের আগমন ছিল চোখে পড়ার মতো। এখানে পর্যটকদের জন্য রয়েছে উন্নত মানের হোটেল, থাকার জন্য রয়েছে থ্রি-স্টার মানের মহামায়া রিসোর্ট।

চট্টগ্রাম শহর থেকে ঘুরতে আসা আট বন্ধুর একজন সাদমান ইসলাম বলেন, মহামায়া আমাদের খুব পছন্দের জায়গা। আমরা বছরে কয়েকবার এখানে বেড়াতে আসি। এবার ঈদে সব বন্ধু মিলে চলে এসেছি। লেকের স্বচ্ছ পানিতে গোসল করেছি। খুব ভালো লাগছে।

ঠাকুরদিঘী-মহামায়া রুটে সিএনজিচালিত অটোরিকশাচালক নুরুল আবছার বলেন, পুরো রমজান মাসে তেমন পর্যটক ছিল না। ঈদের দিন থেকে লোকজন আসতে শুরু করেছেন। আমাদেরও অনেক আয় হচ্ছে। টিকেট কাউন্টারের দায়িত্বে থাকা মোহাম্মদ হানিফ বলেন, ঈদের দিন দুপুরের পর থেকে অনেক পর্যটক আসছেন। ঈদের দ্বিতীয় দিনও অনেক পর্যটক এসেছে।

মহামায়া বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের ইজারাদার মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, মহামায়া খুবই সুন্দর একটি পর্যটন কেন্দ্র। এখানে একই স্থানে রয়েছে লেক, পাহাড়, ঝর্ণা ও রাবার ড্যাম। পাহাড়ের কোলে লেকটির আঁকাবাঁকা অবয়ব অপরূপ সুন্দর। ছোট বড় অসংখ্য পাহাড়ের মাঝে অবস্থিত এই লেক। লেকের অন্যতম আকর্ষণ পাহাড়ি ঝর্ণা ও স্বচ্ছ পানি। মহামায়া লেকের নীল জলরাশিতে কায়াকিং করতে পরিবার নিয়ে ঘুরতে আসেন অনেকে। তিনি আরও বলেন, পর্যটকদের সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে এখানে। থাকা-খাওয়ার জন্য রয়েছে উন্নত মানের রেস্টুরেন্ট ও রিসোর্ট। নিরাপত্তা ব্যবস্থায় পুরো পার্ক সিসি ক্যামেরার আওতায় রয়েছে।

দেশের যে কোনো স্থান থেকে গাড়িতে উঠে মীরসরাই উপজেলার ঠাকুরদিঘী নামতে হবে। সেখানে রাস্তার মুখে সিএনজিচালিত অটোরিকশা রয়েছে। একজন ১৫ টাকা ভাড়ায় মহামায়ার মূল গেটে যাওয়া যাবে।

back to top