alt

জাতীয়

নির্বিঘ্নেই ফিরছে রাজধানীবাসী, তবে কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়

সংবাদ ডেস্ক : শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ। শনিবার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা -সংবাদ

টানা ৯ দিনের ঈদের ছুটি শেষে আজ শেষদিনে রাজধানীমুখী ঈদ ফেরত যাত্রীদের। অনেকেই নিবিঘ্নে ফিরেছেন এই কর্মচঞ্চল শহরে। তবে কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এদিকে ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় খুশি ট্রেন যাত্রীরা।

যাত্রী ভোগান্তি নেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, টানা ৯ দিনের ঈদের ছুটি শেষে আজ শেষদিনেও ভোগান্তি ছাড়াই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া নৌরুটে দিয়ে পদ্মা নদী পার হচ্ছেন কর্মস্থলমুখী মানুষ।

শনিবার সরজমিনে সকাল থেকে দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়। এসময় প্রিয়জনকে রেখে অনেকেই কর্মস্থলের চিরচেনা শহরে ফিরছে অনেকেই।

এদিকে দৌলতদিয়া বাস টার্মিনাল ও ঘাট এলাকায় কোনো যানজট না থাকায় এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ চলাচল করায় কোনো প্রকার ভোগান্তি ছাড়াই দৌলতদিয়া হয়ে পাটুরিয়া গিয়ে গন্তব্যে যাচ্ছে মানুষ। প্রতিটি ফেরিতে যাত্রীবাহী বাসের চেয়ে ছোট গাড়ি ও মোটরসাইকেল পার হচ্ছে বেশি।

গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া প্রান্ত দিয়ে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি যানবাহন পদ্মা পার হয়ে গন্তব্যে গেছে।

জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট। এবার ঈদে দীর্ঘ ছুটি হওয়ায় দৌলতদিয়া ঘাটে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ঈদের আগে যাত্রী ও যানবাহন ঘরমুখো হয়েছে। তেমনি ঈদের পরও একইভাবে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছেন মানুষ। ফলে দৌলতদিয়ায় কর্মস্থলমুখী যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই নদী পার হচ্ছে যাত্রী ও যানবাহনগুলো।

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল ইসলাম মিলন বলেন, দৌলতদিয়া পাটুরিয়া প্রান্তে ২০টি লঞ্চ যাত্রী আনা-নেয়া করছে যাত্রীর চাপ থাকলেও নির্বিঘ্নে কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা পার হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোনো প্রকার যানজট বা ভোগান্তি নেই। এই নৌরুটে ছোট বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

৫শ’ টাকার বাস ভাড়া ১২শ’ টাকা, যাত্রীদের ক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি জানান, ঈদের সরকারি ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত। রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। গাইবান্ধার পরিবহন কাউন্টারগুলোতে শনিবার সকাল থেকেই মানুষের ভিড় বেড়েছে। এই সুযোগে ঢাকাগামী বাসগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এ কারণে, অনেকে জীবনের ঝুঁকি নিয়ে পিকআপে করে যাত্রা করছেন।

সরজমিনে সাদুল্লাপুর বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, কর্মজীবী শত শত মানুষ পরিবার-পরিজন নিয়ে বাসস্টান্ডে বসে আছেন। তারা জানান, সাদুল্লাপুর থেকে ঢাকাগামী প্রায় সব বাসেই নির্ধারিত ভাড়ার চেয়ে ৬০০ থেকে ৭০০ টাকা বেশি নিচ্ছে। সাদুল্লাপুর উপজেলা সদর

থেকে ঢাকার নিয়মিত ভাড়া ৫০০ টাকা হলেও ১২০০ থেকে ১২৫০ টাকা পর্যন্ত যাত্রীদের কাছ থেকে ভাড়া নেয়া হচ্ছে।

একই চিত্রের কথা জানা গেছে, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলা থেকেও। পোশাক কারখানায় চাকরি করেন সাদুল্লাপুরের ফারুক মিয়া। ঈদ শেষে তিনি স্ত্রীকে নিয়ে ‘মায়ের আশীর্বাদ’ পরিবহনের বাসে ঢাকায় ফিরছেন। তিনি বলেন, ‘আমি সাদুল্লাপুর থেকে ঢাকা ফিরছি। সাদুল্লাপুর থেকে কোনো বাসেই ১২০০ টাকার কমে টিকেট দিচ্ছে না। অনেক অনুরোধ করে ১১৫০ টাকা করে দু’টি টিকেট নিয়েছি।’

ভাড়ার নীতিমালা এবং পরিবহন মালিকদের জবাবদিহি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এ চাকরিজীবী। পোশাক শ্রমিক আব্দুল হালিম ঈদের ছুটিতে এসেছিলেন সাদুল্লাপুরের গ্রামের বাড়িতে। তার সঙ্গে কথা হয় সাদুল্লাহপুর বাসস্ট্যান্ডে। তিনি ঢাকায় ফিরছেন ‘সূর্য পরিবহন’ নামের একটি বাসে।

তিনি বলেন, ‘এবারের ঈদযাত্রা নিরাপদ ও দুর্ভোগহীন হয়েছে। তবে, হতাশার কথা হলো, পরিবহনগুলো যার কাছ থেকে যেমন পারছে তেমন ভাড়া নিচ্ছে। ৫০০ টাকার ভাড়া ১২০০ টাকা নিয়েছে। আমাদের তো উপায় নেই, যেতে হবে।’ অতিরিক্ত ভাড়ার বিষয়ে জানতে চাইলে সূর্য পরিবহনের সাদুল্লাপুর কাউন্টারের ম্যানেজার বিটুল মিয়া বলেন, ‘ঢাকা থেকে অর্ধেক যাত্রী নিয়ে বাসগুলো ফিরে আসছে। এ কারণে একটু বেশি নেয়া হচ্ছে।’

‘মায়ের আশীর্বাদ’ পরিবহনের কাউন্টার ম্যানেজার মো. স্বপন খান একই সুরে বলেন, ‘ঈদের সময়, এ কারণে একটু বেশি নেয়া হয়।’ উৎসবকে কেন্দ্র করে এ ধরনের অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টিকে ‘নৈরাজ্য’ বলে বর্ণনা করেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু।

তিনি বলেন, ‘গাইবান্ধা সদরসহ জেলার বিভিন্ন এলাকা থেকে নন-ব্র্যান্ডের বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। এ ছাড়া খ্যাতনামা ব্র্যান্ডের বাসগুলো বিদ্যমান ভাড়ায় যাত্রী বহন করলেও কোনো কোনো পথে যাত্রী সাধারণকে স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে বেশি দূরত্বের টিকেট কিনতে বাধ্য করছে।

‘এতে করে নিম্ন আয়ের, শ্রমজীবী, কর্মজীবী, দিনমজুর- এ ধরনের মানুষজনকে পণ্যবাহী ট্রাক-পিকআপে স্বল্প ভাড়ায় যাতায়াতে বাধ্য হচ্ছেন। এক্ষেত্রে প্রশাসনের তদারকি প্রয়োজন।’

স্থানীয় সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু বলেন, ‘বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ পাচ্ছে প্রশাসন ও পুলিশের তদারকি না থাকার কারণে।’ জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মনের মোবাইল ফোন নম্বরে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।

সাদুল্লাপুর থানার ওসি মো. তাজউদ্দিন খন্দকার বলেন, বিষয়টি তার জানা ছিল না। এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘অতিরিক্ত ভাড়া এবং যাত্রী হয়রানি না করতে অভিযান চালিয়ে সতর্ক করা হয়েছে। তারপরও যদি যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান, বাড়তি ভাড়া নেয়ার বিষয়টি তার জানা নেই। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

ছবি

চাকরি ফেরত ও ক্ষতিপূরণের দাবিতে পিলখানার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

ছবি

ভোটার হালনাগাদে কর্মকর্তারা ‘অসাধ্য সাধন’ করেছেন: সিইসি

ছবি

সেনাপ্রধানের রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর

ঈদের দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে সরকারি অফিস

১৫ ত্রাণকর্মী হত্যা, ইসরায়েলি বাহিনীর মিথ্যাচারের প্রমাণ মিললো ফুটেজে

ছবি

সাতক্ষীরায় নদীভাঙন: চরম দুর্ভোগে ২০ হাজার উপকূলবাসী

ছবি

লাঙ্গলবন্দে পূণ্যার্থীদের অষ্টমী স্নানোৎসব শুরু

বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার ‘দ্বারপ্রান্তে’: প্রধান বিচারপতি

ছবি

সাড়ে ১৮ ভরি স্বর্ণালংকারের ব্যাগ ফিরিয়ে দিলেন অটোরিকশা চালক

ছবি

ঢাকায় আইএমএফ প্রতিনিধিদল, চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ে শঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা

ছবি

শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা

ছবি

বৃষ্টিতে স্বস্তি ফিরলেও আবারও গরমের শঙ্কা, বজ্রবৃষ্টির আভাস সাত বিভাগে

ছবি

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নিয়ে দ্রুত পদক্ষেপ চায় ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা

ছবি

যুক্তরাষ্ট্রে শুল্ক বৃদ্ধির জবাবে আমদানির পথে এনবিআরের পরামর্শ

ছবি

যুক্তরাষ্ট্রে শুল্ক বৃদ্ধি: ব্যবসায়ীদের উদ্বেগে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

ছবি

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে: প্রধান বিচারপতি

ছবি

মাতুয়াইলে ময়লা পোড়ানো নিষেধ, বায়ুদূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ

ছবি

ঈদের ছুটিতে দেশের পর্যটনকেন্দ্রগুলো পর্যটকে মুখর

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার কথা বললেন ইউনূস

বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভারত সমর্থন করে না: মোদি

লবণপানিতে পিচ্ছিল হয়ে বাড়ছে দুর্ঘটনা

চার বিভাগীয় শহরে হবে ‘স্বাধীনতা কনসার্ট’: সালাহউদ্দিন টুকু

দুর্নীতি প্রতিরোধে ‘একসঙ্গে কাজ করতে’ বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের খবর ‘বিভ্রান্তিকর’, বলছে পুলিশ

ছবি

‘শর্ত ভঙ্গের’ অভিযোগে যাত্রাপালা বন্ধ জয়পুরহাটে

ছবি

দ্রুত নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

ছবি

ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ

মানিকগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল কার্টনে মোড়ানো অজ্ঞাত নারীর লাশ

যশোরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে এসিড নিক্ষেপ, বন্ধু গ্রেপ্তার

এক খিলি পান ১৫৭৫ টাকা!

তীব্র তাপপ্রবাহের আশঙ্কা, বাড়তে পারে কালবৈশাখীর সংখ্যা

ট্রাম্পের শুল্কারোপ নিয়ে অর্থ উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক কাল

এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ‘প্রত্যাবাসনের যোগ্য’ বলছে মায়ানমার

ছবি

ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক

ভেলপুরি খেয়ে অসুস্থ দুই শতাধিক, বিক্রেতা আটক

নারী সংবাদকর্মীকে শ্লীলতাহানি ও হেনস্তা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার তিন

tab

জাতীয়

নির্বিঘ্নেই ফিরছে রাজধানীবাসী, তবে কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়

সংবাদ ডেস্ক

ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ। শনিবার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা -সংবাদ

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

টানা ৯ দিনের ঈদের ছুটি শেষে আজ শেষদিনে রাজধানীমুখী ঈদ ফেরত যাত্রীদের। অনেকেই নিবিঘ্নে ফিরেছেন এই কর্মচঞ্চল শহরে। তবে কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এদিকে ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় খুশি ট্রেন যাত্রীরা।

যাত্রী ভোগান্তি নেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, টানা ৯ দিনের ঈদের ছুটি শেষে আজ শেষদিনেও ভোগান্তি ছাড়াই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া নৌরুটে দিয়ে পদ্মা নদী পার হচ্ছেন কর্মস্থলমুখী মানুষ।

শনিবার সরজমিনে সকাল থেকে দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়। এসময় প্রিয়জনকে রেখে অনেকেই কর্মস্থলের চিরচেনা শহরে ফিরছে অনেকেই।

এদিকে দৌলতদিয়া বাস টার্মিনাল ও ঘাট এলাকায় কোনো যানজট না থাকায় এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ চলাচল করায় কোনো প্রকার ভোগান্তি ছাড়াই দৌলতদিয়া হয়ে পাটুরিয়া গিয়ে গন্তব্যে যাচ্ছে মানুষ। প্রতিটি ফেরিতে যাত্রীবাহী বাসের চেয়ে ছোট গাড়ি ও মোটরসাইকেল পার হচ্ছে বেশি।

গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া প্রান্ত দিয়ে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি যানবাহন পদ্মা পার হয়ে গন্তব্যে গেছে।

জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট। এবার ঈদে দীর্ঘ ছুটি হওয়ায় দৌলতদিয়া ঘাটে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ঈদের আগে যাত্রী ও যানবাহন ঘরমুখো হয়েছে। তেমনি ঈদের পরও একইভাবে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছেন মানুষ। ফলে দৌলতদিয়ায় কর্মস্থলমুখী যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই নদী পার হচ্ছে যাত্রী ও যানবাহনগুলো।

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল ইসলাম মিলন বলেন, দৌলতদিয়া পাটুরিয়া প্রান্তে ২০টি লঞ্চ যাত্রী আনা-নেয়া করছে যাত্রীর চাপ থাকলেও নির্বিঘ্নে কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা পার হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোনো প্রকার যানজট বা ভোগান্তি নেই। এই নৌরুটে ছোট বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

৫শ’ টাকার বাস ভাড়া ১২শ’ টাকা, যাত্রীদের ক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি জানান, ঈদের সরকারি ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত। রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। গাইবান্ধার পরিবহন কাউন্টারগুলোতে শনিবার সকাল থেকেই মানুষের ভিড় বেড়েছে। এই সুযোগে ঢাকাগামী বাসগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এ কারণে, অনেকে জীবনের ঝুঁকি নিয়ে পিকআপে করে যাত্রা করছেন।

সরজমিনে সাদুল্লাপুর বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, কর্মজীবী শত শত মানুষ পরিবার-পরিজন নিয়ে বাসস্টান্ডে বসে আছেন। তারা জানান, সাদুল্লাপুর থেকে ঢাকাগামী প্রায় সব বাসেই নির্ধারিত ভাড়ার চেয়ে ৬০০ থেকে ৭০০ টাকা বেশি নিচ্ছে। সাদুল্লাপুর উপজেলা সদর

থেকে ঢাকার নিয়মিত ভাড়া ৫০০ টাকা হলেও ১২০০ থেকে ১২৫০ টাকা পর্যন্ত যাত্রীদের কাছ থেকে ভাড়া নেয়া হচ্ছে।

একই চিত্রের কথা জানা গেছে, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলা থেকেও। পোশাক কারখানায় চাকরি করেন সাদুল্লাপুরের ফারুক মিয়া। ঈদ শেষে তিনি স্ত্রীকে নিয়ে ‘মায়ের আশীর্বাদ’ পরিবহনের বাসে ঢাকায় ফিরছেন। তিনি বলেন, ‘আমি সাদুল্লাপুর থেকে ঢাকা ফিরছি। সাদুল্লাপুর থেকে কোনো বাসেই ১২০০ টাকার কমে টিকেট দিচ্ছে না। অনেক অনুরোধ করে ১১৫০ টাকা করে দু’টি টিকেট নিয়েছি।’

ভাড়ার নীতিমালা এবং পরিবহন মালিকদের জবাবদিহি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এ চাকরিজীবী। পোশাক শ্রমিক আব্দুল হালিম ঈদের ছুটিতে এসেছিলেন সাদুল্লাপুরের গ্রামের বাড়িতে। তার সঙ্গে কথা হয় সাদুল্লাহপুর বাসস্ট্যান্ডে। তিনি ঢাকায় ফিরছেন ‘সূর্য পরিবহন’ নামের একটি বাসে।

তিনি বলেন, ‘এবারের ঈদযাত্রা নিরাপদ ও দুর্ভোগহীন হয়েছে। তবে, হতাশার কথা হলো, পরিবহনগুলো যার কাছ থেকে যেমন পারছে তেমন ভাড়া নিচ্ছে। ৫০০ টাকার ভাড়া ১২০০ টাকা নিয়েছে। আমাদের তো উপায় নেই, যেতে হবে।’ অতিরিক্ত ভাড়ার বিষয়ে জানতে চাইলে সূর্য পরিবহনের সাদুল্লাপুর কাউন্টারের ম্যানেজার বিটুল মিয়া বলেন, ‘ঢাকা থেকে অর্ধেক যাত্রী নিয়ে বাসগুলো ফিরে আসছে। এ কারণে একটু বেশি নেয়া হচ্ছে।’

‘মায়ের আশীর্বাদ’ পরিবহনের কাউন্টার ম্যানেজার মো. স্বপন খান একই সুরে বলেন, ‘ঈদের সময়, এ কারণে একটু বেশি নেয়া হয়।’ উৎসবকে কেন্দ্র করে এ ধরনের অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টিকে ‘নৈরাজ্য’ বলে বর্ণনা করেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু।

তিনি বলেন, ‘গাইবান্ধা সদরসহ জেলার বিভিন্ন এলাকা থেকে নন-ব্র্যান্ডের বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। এ ছাড়া খ্যাতনামা ব্র্যান্ডের বাসগুলো বিদ্যমান ভাড়ায় যাত্রী বহন করলেও কোনো কোনো পথে যাত্রী সাধারণকে স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে বেশি দূরত্বের টিকেট কিনতে বাধ্য করছে।

‘এতে করে নিম্ন আয়ের, শ্রমজীবী, কর্মজীবী, দিনমজুর- এ ধরনের মানুষজনকে পণ্যবাহী ট্রাক-পিকআপে স্বল্প ভাড়ায় যাতায়াতে বাধ্য হচ্ছেন। এক্ষেত্রে প্রশাসনের তদারকি প্রয়োজন।’

স্থানীয় সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু বলেন, ‘বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ পাচ্ছে প্রশাসন ও পুলিশের তদারকি না থাকার কারণে।’ জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মনের মোবাইল ফোন নম্বরে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।

সাদুল্লাপুর থানার ওসি মো. তাজউদ্দিন খন্দকার বলেন, বিষয়টি তার জানা ছিল না। এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘অতিরিক্ত ভাড়া এবং যাত্রী হয়রানি না করতে অভিযান চালিয়ে সতর্ক করা হয়েছে। তারপরও যদি যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান, বাড়তি ভাড়া নেয়ার বিষয়টি তার জানা নেই। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

back to top