alt

জাতীয়

নির্বাচন নিয়ে একমত, ‘মৌলবাদ’ শব্দে আপত্তি হেফাজতের

সংবাদ অনলাইন রিপোর্ট : রোববার, ০৬ এপ্রিল ২০২৫

ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবির সঙ্গে হেফাজত ইসলাম একমত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সংসদ নির্বাচনে বিএনপি হেফাজতের সমর্থন চেয়েছে এবং সংগঠনের নেতারা এর সঙ্গে একমত পোষণ করেছে বলেও জানান তিনি। তবে বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যে ‘মৌলবাদ’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়ে এ ব্যাপারে তাদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। হেফাজত নেতারা বিএনপি নেতাদের কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করেননি বলেও উল্লেখ করা হয়।

গত শনিবার রাতে বিএনপি নেতাদের সঙ্গে হেফাজতে ইসলামের নেতারা এক মতবিনিময় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি রাত ৮টার দিকে শুরু হয় এবং শেষ হয় রাত ১০টার দিকে।

বৈঠক সূত্রে জানা গেছে, হেফাজত নেতারা বলেছেন, ‘বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে বলতে পারে, এতে তাদের কোনো আপত্তি নেই।’ আর বিএনপির পক্ষ থেকে বলা হয়, তারা ‘মৌলবাদী’ বলতে জামায়াতে ইসলামীকে বুঝিয়েছেন। এ সময় হেফাজতের নেতারা বলেন, ‘এতে শুধু জামায়াত নয়, সব ইসলামপন্থিদেরই আঘাত করা হচ্ছে।’

বৈঠকে উপস্থিত থাকা হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমাদ আবদুল কাদের বলেন, ‘বিএনপির নেতাদের সাম্প্রতিক বক্তব্য মৌলবাদ শব্দের ব্যবহার নিয়ে আমরা আপত্তি জানিয়েছি। ওনারা ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন।’ সংবিধানের মূলনীতি থেকে ‘বহুত্ববাদ’ বাদ দেয়া এবং ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি বিএনপির প্রস্তাবে যুক্ত করতে হেফাজতের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ‘আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে বিচারের আওতায় আনার দাবিতে হেফজতে ইসলাম ও বিএনপি একমত হয়েছে।’ তবে বিএনপি সব সংস্কার ও বিচার গণতান্ত্রিক পদ্ধতিতে করতে চায় বলে জানান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা যেমন সংস্কার চাই, বিচার চাই আওয়ামী লীগের, তেমনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়টি সর্বাগ্রে বিবেচনা করতে চাই।’ ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণার বিষয়ে হেফাজতে ইসলাম ও বিএনপি একমত হয়েছে বলেও জানান তিনি।

সালাউদ্দিন আহমেদ আরও বলেন, ‘আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি আমরা প্রকাশ্যে করেছি, লিখিতভাবে করেছি, সরকারকে জানিয়েছি। জনগণের সামনে প্রস্তাব আকারে আমরা তুলে ধরেছি। জুলাই আন্দোলনে যে হত্যাকা- ঘটানো হয়েছে সেই অপরাধে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদেরকে বিচারের আওতায় আনা হোক।’ বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয় তাহলে এদেশের জনগণ তা মেনে নিবে এমন দাবি সালাহউদ্দিনের।

বিগত আওয়ামী লীগ সরকার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর দৃশ্যমান অগ্রগতি নেই এমন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে মামলা করা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার মন্ত্রী এমপি ও তার দোসরদের বিরুদ্ধে; সেই মামলাগুলোর দৃশ্যমান অগ্রগতি আমাদের সামনে নেই। জাতি অত্যন্ত প্রত্যাশা করে এই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয়। সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা ও লোকবল বৃদ্ধি করা হোক। প্রয়োজনে বিভাগীয় পর্যায়ে ট্রাইবুনাল

স্থাপন করা যায় কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে।’ সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আইন করা যায় এবং আইন সংশোধন করা যায় বলেও সুপারিশ তার।

বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করার বিভিন্ন রকম পায়তারা করা হচ্ছে এমন শঙ্কার কথা উল্লেখ করে বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, ‘ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। জাতির সামনে অনেকবার তিনি বলেছেন। কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পরপর বলা হচ্ছে নির্বাচন ডিসেম্বর থেকে জুনে; আবার জুনে থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে। বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকম পায়তারা আমরা লক্ষ্য করছি। আমাদের জোরালো দাবি মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা যায়। ?এই দাবির সঙ্গে হেফাজত ইসলাম একমত হয়েছে।’

বৈঠক সূত্রে আরও জানা গেছে, মতবিনিময়ে বিএনপির নেতারা আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে হেফাজতে ইসলামের সমর্থন চেয়েছেন। হেফাজতের নেতারা এর সঙ্গে একমত পোষণ করে। তবে তারা নির্বাচনের আগে সংস্কার সম্পন্ন করা, সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারসহ আওয়ামী লীগের গণহত্যার বিচারের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে সালাহউদ্দিন জানান, ‘২০১৩ সালে মতিঝিলে হেফাজতে ইসলামের ওপর যে নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার, তার সঠিক সংখ্যা এখন পর্যন্ত নিরূপণ করা হয়নি। সেই হত্যাযজ্ঞের বিচার চেয়ে আদালতে মামলা করা হয়েছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে দ্রুত এই মামলার নিষ্পত্তি ও বিচার চাওয়া হয়েছে। আমরাও তাদের সঙ্গে একমত।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে হেফাজতে ইসলামের পক্ষে নেতৃত্ব দেন সংগঠনটির মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। হেফাজতের অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আহমদ আবদুল কাদের, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, নায়েবে আমির মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামবাদী ও মুফতি মনির হোসাইন কাসেমী।

ছবি

আরসা প্রধান জুনুনি: "আরাকানের জমিন রোহিঙ্গাদের"

ছবি

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ শীর্ষে বাবর আলী

ছবি

মার্কিন দূতাবাসের সতর্কতা: গাজা সংঘাতের প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভের সম্ভাবনা

ছবি

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, ঢাকায় মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার

ছবি

জাতীয় ঐকমত্য কমিশন শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে জরিপ শুরু করবে

ছবি

আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান

ছবি

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা-মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

ছবি

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ম্বরে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ

ছবি

বাংলাদেশের ওপর শুল্ক স্থগিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার চিঠি

ছবি

কাঁদুনে গ্যাস-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল

ছবি

গাজায় হামলার প্রতিবাদে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস-পরীক্ষা বর্জন

ছবি

বাংলাদেশে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম শিগগিরই, লাইসেন্স অনুমোদনের অপেক্ষায়

ছবি

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল, আবেদন৪০ হাজারের বেশি

পুলিশের এসআই ও কনস্টেবল নিয়োগ পরীক্ষা হচ্ছে

উজিরপুরে তরুণ-তরুণীকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন

সংশোধিত ওয়াকফ আইন ভারত পুনর্বিবেচনা করবে, আশা বিএনপির

ছবি

অযত্নে শ্রীহীন চারণকবি বিজয় সরকারের বসতভিটা

ছবি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত সামুদ্রিক কচ্ছপ

ছবি

৬ লাখ পাউন্ডের ফ্ল্যাট নিয়ে প্রশ্নের মুখোমুখি টিউলিপ

চাকরি ফেরত চেয়ে পিলখানার সামনে চাকরিচ্যুতদের অবস্থান

ছবি

৬৫টি ব্যাংক হিসাবে ৭২২ কোটি টাকা লেনদেন, স্ত্রীসহ আসামি হাছান মাহমুদ

ছবি

চার বিসিএসের নিয়োগ প্রক্রিয়া শেষের দাবিতে পিএসসির সামনে অবস্থান প্রার্থীদের

ছবি

যুক্তরাষ্ট্রকে চিঠি দেবে সরকার, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ছবি

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি বেড়ে প্রায় ৫১ হাজার

ছবি

দুদকের শুভেচ্ছা দূত থেকে আসামির তালিকায় যাচ্ছেন সাকিব

আওয়ামী লীগ সমর্থক ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠালো আদালত

মার্চে রেমিট্যান্সে রেকর্ড, এলো ৩২৯ কোটি ডলার

ছবি

ট্রাম্পের শুল্ক: সরকারের উদ্যোগে আস্থা পাচ্ছেন ব্যবসায়ীরা

সরকার বলছে আইএমএফ ‘সন্তুষ্ট’, তবে ‘চ্যালেঞ্জ’ আছে আইএমএফের গুরুত্বের জায়গাটা হলো রাজস্ব বাড়ানো : অর্থ উপদেষ্টা

গ্যাস এনে বাণিজ্য ঘাটতি কমানোর আলোচনায় সরকার

ছবি

৪৪ থেকে ৪৭তম বিসিএসে সুস্পষ্ট রোডম্যাপ চায় প্রার্থীরা, না হলে আন্দোলনের হুমকি

ছবি

দুর্নীতির মামলায় পলাতক শেখ হাসিনার বিরুদ্ধেও অনুসরণ হবে সাধারণ প্রক্রিয়া: দুদক চেয়ারম্যান

ছবি

আইএমএফের সঙ্গে বাজেট ঘাটতি ও আকার নিয়ে আলোচনা চলছে: অর্থ উপদেষ্টা

ছবি

গুলশানের ফ্ল্যাট মালিকানা নিয়ে টিউলিপ সিদ্দিককে নিয়ে প্রশ্ন, তদন্তে দুদক

ছবি

চাকরি ফেরত ও ক্ষতিপূরণের দাবিতে পিলখানার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

ছবি

ভোটার হালনাগাদে কর্মকর্তারা ‘অসাধ্য সাধন’ করেছেন: সিইসি

tab

জাতীয়

নির্বাচন নিয়ে একমত, ‘মৌলবাদ’ শব্দে আপত্তি হেফাজতের

সংবাদ অনলাইন রিপোর্ট

রোববার, ০৬ এপ্রিল ২০২৫

ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবির সঙ্গে হেফাজত ইসলাম একমত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সংসদ নির্বাচনে বিএনপি হেফাজতের সমর্থন চেয়েছে এবং সংগঠনের নেতারা এর সঙ্গে একমত পোষণ করেছে বলেও জানান তিনি। তবে বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যে ‘মৌলবাদ’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়ে এ ব্যাপারে তাদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। হেফাজত নেতারা বিএনপি নেতাদের কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করেননি বলেও উল্লেখ করা হয়।

গত শনিবার রাতে বিএনপি নেতাদের সঙ্গে হেফাজতে ইসলামের নেতারা এক মতবিনিময় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি রাত ৮টার দিকে শুরু হয় এবং শেষ হয় রাত ১০টার দিকে।

বৈঠক সূত্রে জানা গেছে, হেফাজত নেতারা বলেছেন, ‘বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে বলতে পারে, এতে তাদের কোনো আপত্তি নেই।’ আর বিএনপির পক্ষ থেকে বলা হয়, তারা ‘মৌলবাদী’ বলতে জামায়াতে ইসলামীকে বুঝিয়েছেন। এ সময় হেফাজতের নেতারা বলেন, ‘এতে শুধু জামায়াত নয়, সব ইসলামপন্থিদেরই আঘাত করা হচ্ছে।’

বৈঠকে উপস্থিত থাকা হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমাদ আবদুল কাদের বলেন, ‘বিএনপির নেতাদের সাম্প্রতিক বক্তব্য মৌলবাদ শব্দের ব্যবহার নিয়ে আমরা আপত্তি জানিয়েছি। ওনারা ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন।’ সংবিধানের মূলনীতি থেকে ‘বহুত্ববাদ’ বাদ দেয়া এবং ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি বিএনপির প্রস্তাবে যুক্ত করতে হেফাজতের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ‘আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে বিচারের আওতায় আনার দাবিতে হেফজতে ইসলাম ও বিএনপি একমত হয়েছে।’ তবে বিএনপি সব সংস্কার ও বিচার গণতান্ত্রিক পদ্ধতিতে করতে চায় বলে জানান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা যেমন সংস্কার চাই, বিচার চাই আওয়ামী লীগের, তেমনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়টি সর্বাগ্রে বিবেচনা করতে চাই।’ ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণার বিষয়ে হেফাজতে ইসলাম ও বিএনপি একমত হয়েছে বলেও জানান তিনি।

সালাউদ্দিন আহমেদ আরও বলেন, ‘আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি আমরা প্রকাশ্যে করেছি, লিখিতভাবে করেছি, সরকারকে জানিয়েছি। জনগণের সামনে প্রস্তাব আকারে আমরা তুলে ধরেছি। জুলাই আন্দোলনে যে হত্যাকা- ঘটানো হয়েছে সেই অপরাধে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদেরকে বিচারের আওতায় আনা হোক।’ বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয় তাহলে এদেশের জনগণ তা মেনে নিবে এমন দাবি সালাহউদ্দিনের।

বিগত আওয়ামী লীগ সরকার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর দৃশ্যমান অগ্রগতি নেই এমন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে মামলা করা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার মন্ত্রী এমপি ও তার দোসরদের বিরুদ্ধে; সেই মামলাগুলোর দৃশ্যমান অগ্রগতি আমাদের সামনে নেই। জাতি অত্যন্ত প্রত্যাশা করে এই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয়। সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা ও লোকবল বৃদ্ধি করা হোক। প্রয়োজনে বিভাগীয় পর্যায়ে ট্রাইবুনাল

স্থাপন করা যায় কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে।’ সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আইন করা যায় এবং আইন সংশোধন করা যায় বলেও সুপারিশ তার।

বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করার বিভিন্ন রকম পায়তারা করা হচ্ছে এমন শঙ্কার কথা উল্লেখ করে বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, ‘ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। জাতির সামনে অনেকবার তিনি বলেছেন। কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পরপর বলা হচ্ছে নির্বাচন ডিসেম্বর থেকে জুনে; আবার জুনে থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে। বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকম পায়তারা আমরা লক্ষ্য করছি। আমাদের জোরালো দাবি মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা যায়। ?এই দাবির সঙ্গে হেফাজত ইসলাম একমত হয়েছে।’

বৈঠক সূত্রে আরও জানা গেছে, মতবিনিময়ে বিএনপির নেতারা আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে হেফাজতে ইসলামের সমর্থন চেয়েছেন। হেফাজতের নেতারা এর সঙ্গে একমত পোষণ করে। তবে তারা নির্বাচনের আগে সংস্কার সম্পন্ন করা, সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারসহ আওয়ামী লীগের গণহত্যার বিচারের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে সালাহউদ্দিন জানান, ‘২০১৩ সালে মতিঝিলে হেফাজতে ইসলামের ওপর যে নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার, তার সঠিক সংখ্যা এখন পর্যন্ত নিরূপণ করা হয়নি। সেই হত্যাযজ্ঞের বিচার চেয়ে আদালতে মামলা করা হয়েছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে দ্রুত এই মামলার নিষ্পত্তি ও বিচার চাওয়া হয়েছে। আমরাও তাদের সঙ্গে একমত।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে হেফাজতে ইসলামের পক্ষে নেতৃত্ব দেন সংগঠনটির মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। হেফাজতের অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আহমদ আবদুল কাদের, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, নায়েবে আমির মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামবাদী ও মুফতি মনির হোসাইন কাসেমী।

back to top