পটুয়াখালীর কুয়াকাটার লেবুর বন সংলগ্ন সমুদ্র সৈকতে রবিবার বিকেলে ভেসে এসেছে একটি মৃত সামুদ্রিক কচ্ছপ। বড় আকৃতির এই কচ্ছপটিকে প্রথম দেখতে পান পর্যটকরা। খবর পেয়ে আশপাশের জেলেরা ও কৌতূহলী লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয় জেলেরা জানান, কচ্ছপটির গায়ে জালের দাগ দেখা গেছে। তাদের ধারণা, এটি মাছ ধরার জালে আটকে শ্বাসরোধ হয়ে মারা গেছে এবং পরে স্রোতের টানে তীরে ভেসে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, কচ্ছপটি সম্ভবত অলিভ রিডলি প্রজাতির। বৈজ্ঞানিক নাম লেপিডোচেলিস অলিভাশিয়া। এই প্রজাতির কচ্ছপ বিশ্বব্যাপী হুমকির মুখে রয়েছে এবং এটি আইইউসিএন রেড লিস্টে ‘বিপন্ন’ হিসেবে তালিকাভুক্ত। এরা সাধারণত গ্রীষ্মম-লীয় সাগরে বাস করে এবং প্রতিবছর সৈকতে এসে ডিম পাড়ে। বাংলাদেশে কক্সবাজার এবং কুয়াকাটা উপকূলীয় এলাকায় এদের মাঝে মাঝে দেখা যায়।
প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সামুদ্রিক কচ্ছপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সমুদ্র দূষণ, জেলেদের জালে আটকে পড়া এবং সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের কারণে এদের অস্তিত্ব আজ
হুমকির মুখে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি একটি সামুদ্রিক সরীসৃপ, চেলোনিডি পরিবারের অন্তর্গত। চামড়া হলুদ থেকে বাদামী রঙের হয় এবং খোসা সাধারণত লালচে বাদামী হয়। এ কচ্ছপ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত লিঙ্গের কোনো বাহ্যিক পার্থক্য দেখা যায় না। সবচেয়ে স্পষ্ট পার্থক্য হলো প্রাপ্তবয়স্ক পুরুষদের পুরু লেজ এবং মহিলাদের তুলনায় ছোট প্লাস্ট্রন (নিম্ন খোলস)।
রোববার, ০৬ এপ্রিল ২০২৫
পটুয়াখালীর কুয়াকাটার লেবুর বন সংলগ্ন সমুদ্র সৈকতে রবিবার বিকেলে ভেসে এসেছে একটি মৃত সামুদ্রিক কচ্ছপ। বড় আকৃতির এই কচ্ছপটিকে প্রথম দেখতে পান পর্যটকরা। খবর পেয়ে আশপাশের জেলেরা ও কৌতূহলী লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয় জেলেরা জানান, কচ্ছপটির গায়ে জালের দাগ দেখা গেছে। তাদের ধারণা, এটি মাছ ধরার জালে আটকে শ্বাসরোধ হয়ে মারা গেছে এবং পরে স্রোতের টানে তীরে ভেসে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, কচ্ছপটি সম্ভবত অলিভ রিডলি প্রজাতির। বৈজ্ঞানিক নাম লেপিডোচেলিস অলিভাশিয়া। এই প্রজাতির কচ্ছপ বিশ্বব্যাপী হুমকির মুখে রয়েছে এবং এটি আইইউসিএন রেড লিস্টে ‘বিপন্ন’ হিসেবে তালিকাভুক্ত। এরা সাধারণত গ্রীষ্মম-লীয় সাগরে বাস করে এবং প্রতিবছর সৈকতে এসে ডিম পাড়ে। বাংলাদেশে কক্সবাজার এবং কুয়াকাটা উপকূলীয় এলাকায় এদের মাঝে মাঝে দেখা যায়।
প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সামুদ্রিক কচ্ছপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সমুদ্র দূষণ, জেলেদের জালে আটকে পড়া এবং সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের কারণে এদের অস্তিত্ব আজ
হুমকির মুখে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি একটি সামুদ্রিক সরীসৃপ, চেলোনিডি পরিবারের অন্তর্গত। চামড়া হলুদ থেকে বাদামী রঙের হয় এবং খোসা সাধারণত লালচে বাদামী হয়। এ কচ্ছপ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত লিঙ্গের কোনো বাহ্যিক পার্থক্য দেখা যায় না। সবচেয়ে স্পষ্ট পার্থক্য হলো প্রাপ্তবয়স্ক পুরুষদের পুরু লেজ এবং মহিলাদের তুলনায় ছোট প্লাস্ট্রন (নিম্ন খোলস)।