বরিশাল জেলার উজিরপুর উপজেলায় কয়েকজন ব্যক্তি একজন তরুণ ও তরুণীকে ‘অনৈতিক সম্পর্কের’ অভিযোগ তুলে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে। এরপর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যেয়ে তরুণ ও তরুণীকে উদ্ধার করে একই অভিযোগে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
জানা যায়, তরুণটি মটরসাইকেলযোগে তরুণীর বাড়িতে এলে এলাকার ১৫-২০ জন তরুণ-তরুণীর বাড়িতে গিয়ে তাদের আটক করে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে ফেলে।
ভিডিওতে ওই দু’জনকে মারধোর করতে দেখা যায় তাদের। এমনকি তারা তরুণীর নেকাবও খুলে ফেলে।
নির্যাতনকারীরা স্থানীয় সাংবাদিকদের কাছে দাবি করেন, ওই দু’জনের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে।
তরুণের বাড়ি গৌরনদী উপজেলায় এবং তরুণী উজিরপুরের এক প্রবাসীর স্ত্রী।
যুবকটির পিতা জানিয়েছেন, মিথ্যা অপবাদ দিয়ে তার ছেলেকে মারধোর করা হয়েছে। ওই তরুণী কয়েকদিন
আগে তার দোকান থেকে একটি সেলাই মেশিন কেনেন। সেটির মোটরে সমস্যা দেখা দেয়ায় তার ছেলে মোটরটি সারাতে গিয়েছিল। কিন্তু স্থানীয় কয়েকজন তাদেরকে আটকে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে তরুণটিকে নির্যাতন করা হয়েছে। এমনকি মোটরসাইকেলটিরও কোনো হদিস নাই। পুলিশের কাছে মামলা দিতে গেলেও পুলিশ মামলা নেয়নি। উল্টো পুলিশ বাদী হয়ে ‘অনৈতিক অপরাধের’ অভিযোগে মামলা দিয়েছে।
রোববার, ০৬ এপ্রিল ২০২৫
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় কয়েকজন ব্যক্তি একজন তরুণ ও তরুণীকে ‘অনৈতিক সম্পর্কের’ অভিযোগ তুলে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে। এরপর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যেয়ে তরুণ ও তরুণীকে উদ্ধার করে একই অভিযোগে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
জানা যায়, তরুণটি মটরসাইকেলযোগে তরুণীর বাড়িতে এলে এলাকার ১৫-২০ জন তরুণ-তরুণীর বাড়িতে গিয়ে তাদের আটক করে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে ফেলে।
ভিডিওতে ওই দু’জনকে মারধোর করতে দেখা যায় তাদের। এমনকি তারা তরুণীর নেকাবও খুলে ফেলে।
নির্যাতনকারীরা স্থানীয় সাংবাদিকদের কাছে দাবি করেন, ওই দু’জনের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে।
তরুণের বাড়ি গৌরনদী উপজেলায় এবং তরুণী উজিরপুরের এক প্রবাসীর স্ত্রী।
যুবকটির পিতা জানিয়েছেন, মিথ্যা অপবাদ দিয়ে তার ছেলেকে মারধোর করা হয়েছে। ওই তরুণী কয়েকদিন
আগে তার দোকান থেকে একটি সেলাই মেশিন কেনেন। সেটির মোটরে সমস্যা দেখা দেয়ায় তার ছেলে মোটরটি সারাতে গিয়েছিল। কিন্তু স্থানীয় কয়েকজন তাদেরকে আটকে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে তরুণটিকে নির্যাতন করা হয়েছে। এমনকি মোটরসাইকেলটিরও কোনো হদিস নাই। পুলিশের কাছে মামলা দিতে গেলেও পুলিশ মামলা নেয়নি। উল্টো পুলিশ বাদী হয়ে ‘অনৈতিক অপরাধের’ অভিযোগে মামলা দিয়েছে।