ঢাকার মার্কিন দূতাবাস গাজায় সংঘাতের প্রতিক্রিয়ায় বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
সোমবার দূতাবাসের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও এক্স (টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজায় সংঘাতের প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। এ কারণে ঢাকার মার্কিন দূতাবাস বিকেলের সেবা সীমিত করবে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকদের শান্তিপূর্ণ বিক্ষোভও অপ্রত্যাশিত সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিক্ষোভ বা বড় সমাবেশের আশপাশে সতর্ক থাকতে এবং ভিড় এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কতায় আরও বলা হয়েছে:
- ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন।
- স্থানীয় ঘটনাবলি ও পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন।
- হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করুন।
- জরুরি যোগাযোগের জন্য চার্জযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখুন।
যেকোনো সহায়তার জন্য ঢাকায় মার্কিন দূতাবাসে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
ঢাকার মার্কিন দূতাবাস গাজায় সংঘাতের প্রতিক্রিয়ায় বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
সোমবার দূতাবাসের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও এক্স (টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজায় সংঘাতের প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। এ কারণে ঢাকার মার্কিন দূতাবাস বিকেলের সেবা সীমিত করবে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকদের শান্তিপূর্ণ বিক্ষোভও অপ্রত্যাশিত সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিক্ষোভ বা বড় সমাবেশের আশপাশে সতর্ক থাকতে এবং ভিড় এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কতায় আরও বলা হয়েছে:
- ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন।
- স্থানীয় ঘটনাবলি ও পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন।
- হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করুন।
- জরুরি যোগাযোগের জন্য চার্জযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখুন।
যেকোনো সহায়তার জন্য ঢাকায় মার্কিন দূতাবাসে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।