এভারেস্টজয়ী বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দশম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা-১ জয় করেছেন। সোমবার ভোরে চট্টগ্রামের এই পর্বতারোহী নেপালের ৮,০৯১ মিটার (২৬,৫৪৫ ফুট) উচ্চতার এই শৃঙ্গে বাংলাদেশের পতাকা ওড়ান।
অভিযান আয়োজক সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ফারহান জামান জানান, শেরপা গাইড ফূর্বা অংগেল শেরপার সঙ্গে বাবর আলী শীর্ষে পৌঁছান। বাবর বর্তমানে ক্যাম্প-৩ থেকে ক্যাম্প-২-এ অবতরণ করছেন।
অন্নপূর্ণা-১ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পর্বতগুলোর একটি, যেখানে সামিট সফলতার হার ৩৮% এবং মৃত্যুর হার ১৪%। ১৯৫০ সালে প্রথমবারের মতো কোনো আট-হাজারি পর্বতজয়ের রেকর্ড গড়ে এই অন্নপূর্ণা-১-ই।
বাবর আলী ২০২৪ সালে এভারেস্ট ও লোৎসে জয়ের পর দ্বিতীয় আট-হাজারি শৃঙ্গ জয় করলেন। তার লক্ষ্য বিশ্বের ১৪টি আট-হাজারি পর্বতজয়।
২৪ মার্চ বাংলাদেশ থেকে নেপাল যান বাবর। ২৮ মার্চ বেজক্যাম্পে পৌঁছে উচ্চতা অভিযোজনের পর ৬ এপ্রিল রাতে ক্যাম্প-৩ থেকে চূড়ার জন্য যাত্রা শুরু করেন। তুষারঝড় ও চরম প্রতিকূলতা উপেক্ষা করে তিনি সোমবার সকালে শীর্ষে পৌঁছান।
বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা। এর আগে তিনি আমা দাবলাম শৃঙ্গজয়, কাশ্মীর-কন্যাকুমারী সাইক্লিং এবং বাংলাদেশের ৬৪ জেলা পদযাত্রার নেতৃত্ব দিয়েছেন।
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
এভারেস্টজয়ী বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দশম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা-১ জয় করেছেন। সোমবার ভোরে চট্টগ্রামের এই পর্বতারোহী নেপালের ৮,০৯১ মিটার (২৬,৫৪৫ ফুট) উচ্চতার এই শৃঙ্গে বাংলাদেশের পতাকা ওড়ান।
অভিযান আয়োজক সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ফারহান জামান জানান, শেরপা গাইড ফূর্বা অংগেল শেরপার সঙ্গে বাবর আলী শীর্ষে পৌঁছান। বাবর বর্তমানে ক্যাম্প-৩ থেকে ক্যাম্প-২-এ অবতরণ করছেন।
অন্নপূর্ণা-১ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পর্বতগুলোর একটি, যেখানে সামিট সফলতার হার ৩৮% এবং মৃত্যুর হার ১৪%। ১৯৫০ সালে প্রথমবারের মতো কোনো আট-হাজারি পর্বতজয়ের রেকর্ড গড়ে এই অন্নপূর্ণা-১-ই।
বাবর আলী ২০২৪ সালে এভারেস্ট ও লোৎসে জয়ের পর দ্বিতীয় আট-হাজারি শৃঙ্গ জয় করলেন। তার লক্ষ্য বিশ্বের ১৪টি আট-হাজারি পর্বতজয়।
২৪ মার্চ বাংলাদেশ থেকে নেপাল যান বাবর। ২৮ মার্চ বেজক্যাম্পে পৌঁছে উচ্চতা অভিযোজনের পর ৬ এপ্রিল রাতে ক্যাম্প-৩ থেকে চূড়ার জন্য যাত্রা শুরু করেন। তুষারঝড় ও চরম প্রতিকূলতা উপেক্ষা করে তিনি সোমবার সকালে শীর্ষে পৌঁছান।
বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা। এর আগে তিনি আমা দাবলাম শৃঙ্গজয়, কাশ্মীর-কন্যাকুমারী সাইক্লিং এবং বাংলাদেশের ৬৪ জেলা পদযাত্রার নেতৃত্ব দিয়েছেন।