আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর ও আইনজীবী তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মুহিদুল ইসলাম।
তিনি জানান, চলতি বছরের মার্চ মাসে উত্তরা পশ্চিম থানায় তুরিন আফরোজের বিরুদ্ধে হত্যাচেষ্টার একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী গত জুলাই মাসে গণ–অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং অভিযোগ করেন, তুরিন আফরোজ এই ঘটনার সঙ্গে জড়িত। বর্তমানে আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান পুলিশ কর্মকর্তা।
তুরিন আফরোজ ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর ও আইনজীবী তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মুহিদুল ইসলাম।
তিনি জানান, চলতি বছরের মার্চ মাসে উত্তরা পশ্চিম থানায় তুরিন আফরোজের বিরুদ্ধে হত্যাচেষ্টার একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী গত জুলাই মাসে গণ–অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং অভিযোগ করেন, তুরিন আফরোজ এই ঘটনার সঙ্গে জড়িত। বর্তমানে আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান পুলিশ কর্মকর্তা।
তুরিন আফরোজ ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।