সিলেটসহ দেশের বিভিন্ন শহরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার (৮ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেইসবুক পেজে এক বার্তায় এই নির্দেশনার কথা জানানো হয়।
আইজিপি বলেন, ‘আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাঁদের চিহ্নিত করা হচ্ছে এবং খুব দ্রুতই গ্রেপ্তার করা হবে। বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘সরকার কোনো ন্যায়সঙ্গত প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেয় না। তবে সেই কর্মসূচির আড়ালে যদি অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়, তাহলে তা কখনোই সহ্য করা হবে না।’
এদিকে, চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের শুরুর দিনেই এমন হামলার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, ‘যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে উপস্থাপন করছি, তখন এই ধরণের ন্যক্কারজনক ঘটনা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর।’
তিনি জানান, হামলার শিকার বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যুক্ত ছিলেন, যাঁরা তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিলেন। তাঁর মতে, যারা এসব ভাঙচুর চালিয়েছে, তারা দেশের অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড ‘বাটা’। প্রতিষ্ঠানটি তাদের ফেইসবুক পেজে এক বার্তায় জানিয়েছে, বাটাকে ঘিরে ইসরায়েলি মালিকানার গুজব ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিষ্ঠানটি চেক প্রজাতন্ত্রে যাত্রা শুরু করা একটি ব্যক্তিমালিকানাধীন ব্র্যান্ড এবং কোনো রাজনৈতিক সংঘর্ষের সঙ্গে জড়িত নয়।
বাটার পক্ষ থেকে আরও বলা হয়, ‘এই ভ্রান্ত ধারণার কারণে বাংলাদেশে আমাদের কিছু আউটলেট সম্প্রতি ব্যাপক ভাঙচুরের শিকার হয়েছে। আমরা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছি।’
পুলিশ বলেছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের চিহ্নিত করা হচ্ছে এবং দ্রুত আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
সিলেটসহ দেশের বিভিন্ন শহরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার (৮ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেইসবুক পেজে এক বার্তায় এই নির্দেশনার কথা জানানো হয়।
আইজিপি বলেন, ‘আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাঁদের চিহ্নিত করা হচ্ছে এবং খুব দ্রুতই গ্রেপ্তার করা হবে। বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘সরকার কোনো ন্যায়সঙ্গত প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেয় না। তবে সেই কর্মসূচির আড়ালে যদি অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়, তাহলে তা কখনোই সহ্য করা হবে না।’
এদিকে, চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের শুরুর দিনেই এমন হামলার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, ‘যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে উপস্থাপন করছি, তখন এই ধরণের ন্যক্কারজনক ঘটনা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর।’
তিনি জানান, হামলার শিকার বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যুক্ত ছিলেন, যাঁরা তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিলেন। তাঁর মতে, যারা এসব ভাঙচুর চালিয়েছে, তারা দেশের অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড ‘বাটা’। প্রতিষ্ঠানটি তাদের ফেইসবুক পেজে এক বার্তায় জানিয়েছে, বাটাকে ঘিরে ইসরায়েলি মালিকানার গুজব ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিষ্ঠানটি চেক প্রজাতন্ত্রে যাত্রা শুরু করা একটি ব্যক্তিমালিকানাধীন ব্র্যান্ড এবং কোনো রাজনৈতিক সংঘর্ষের সঙ্গে জড়িত নয়।
বাটার পক্ষ থেকে আরও বলা হয়, ‘এই ভ্রান্ত ধারণার কারণে বাংলাদেশে আমাদের কিছু আউটলেট সম্প্রতি ব্যাপক ভাঙচুরের শিকার হয়েছে। আমরা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছি।’
পুলিশ বলেছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের চিহ্নিত করা হচ্ছে এবং দ্রুত আইনের আওতায় আনা হবে।