গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
সোমবার জাতীয় সংসদের এলডি হলে গণঅধিকার পরিষদের সঙ্গে সংলাপে তিনি বলেন, "গত ৫৩ বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে লালন করে আসছে, তা বাস্তবায়নের জন্য সকলে মিলে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যেই আমাদের এই আলোচনা।"
রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, "রাজপথের আন্দোলন, গণচর্চা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় সনদ প্রণয়ন করতে হবে, যাতে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন আসে এবং বাংলাদেশ সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যায়।"
তিনি বলেন, "শুধু সুপারিশ তৈরি করলেই হবে না; বাস্তবায়নের জন্য চাই অঙ্গীকার ও চর্চা। তরুণদের নেতৃত্বে যে গণতান্ত্রিক সম্ভাবনার উন্মেষ ঘটেছে, তা বাস্তবে রূপ দিতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।"
রাষ্ট্র সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৯টি দলের কাছে মতামত চেয়েছিল। এর মধ্যে ৩৫টি দল মতামত দিয়েছে এবং ১৯টি দলের সঙ্গে সংলাপ সম্পন্ন হয়েছে। গণঅধিকার পরিষদ ২০তম দল হিসেবে সংলাপে অংশ নেয়।
গণঅধিকার পরিষদের নেতৃত্ব দেন সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান ও জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক হাসান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান। সংলাপ সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
সোমবার জাতীয় সংসদের এলডি হলে গণঅধিকার পরিষদের সঙ্গে সংলাপে তিনি বলেন, "গত ৫৩ বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে লালন করে আসছে, তা বাস্তবায়নের জন্য সকলে মিলে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যেই আমাদের এই আলোচনা।"
রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, "রাজপথের আন্দোলন, গণচর্চা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় সনদ প্রণয়ন করতে হবে, যাতে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন আসে এবং বাংলাদেশ সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যায়।"
তিনি বলেন, "শুধু সুপারিশ তৈরি করলেই হবে না; বাস্তবায়নের জন্য চাই অঙ্গীকার ও চর্চা। তরুণদের নেতৃত্বে যে গণতান্ত্রিক সম্ভাবনার উন্মেষ ঘটেছে, তা বাস্তবে রূপ দিতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।"
রাষ্ট্র সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৯টি দলের কাছে মতামত চেয়েছিল। এর মধ্যে ৩৫টি দল মতামত দিয়েছে এবং ১৯টি দলের সঙ্গে সংলাপ সম্পন্ন হয়েছে। গণঅধিকার পরিষদ ২০তম দল হিসেবে সংলাপে অংশ নেয়।
গণঅধিকার পরিষদের নেতৃত্ব দেন সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান ও জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক হাসান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান। সংলাপ সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।