সীমান্তে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর তৎপরতা বাংলাদেশের জন্য হুমকি নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, “জিনিসের অস্তিত্ব থাকলে হুমকি থাকে। আমরা হুমকি মনে করবো না।”
শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সাংবাদিকরা মিয়ানমারের আরাকানভিত্তিক বিভিন্ন গোষ্ঠীর সীমান্তে তৎপরতা এবং বাংলাদেশের ভেতরে তাদের জলকেলি উৎসব পালনের তথ্য তুলে ধরলে স্বরাষ্ট্র সচিব বলেন, “বিভিন্ন রকমের সমস্যা আসবে—সেগুলো মোকাবিলা করতে হবে। ছোট জিনিসও বড় হতে পারে, আবার বড় জিনিসও ছোট হয়ে যেতে পারে। আমরা সেভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখানে আমি কোনো হুমকি দেখছি না।”
এ সময় তিনি জানান, জুলাই মাসের অভ্যুত্থানকালে পুলিশের সেবা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। তবে বর্তমানে বাহিনীটি আবারও তাদের দায়িত্ব পালন করছে।
৯৯৯ জাতীয় জরুরি সেবার কার্যকারিতা তুলে ধরে তিনি বলেন, “৯৯৯ এ ফোন দিলে সাড়া মিলবেই এবং অ্যাকশনও নেওয়া হবে।”
মতবিনিময় সভায় জুলাই আন্দোলনের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
শনিবার, ০৩ মে ২০২৫
সীমান্তে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর তৎপরতা বাংলাদেশের জন্য হুমকি নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, “জিনিসের অস্তিত্ব থাকলে হুমকি থাকে। আমরা হুমকি মনে করবো না।”
শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সাংবাদিকরা মিয়ানমারের আরাকানভিত্তিক বিভিন্ন গোষ্ঠীর সীমান্তে তৎপরতা এবং বাংলাদেশের ভেতরে তাদের জলকেলি উৎসব পালনের তথ্য তুলে ধরলে স্বরাষ্ট্র সচিব বলেন, “বিভিন্ন রকমের সমস্যা আসবে—সেগুলো মোকাবিলা করতে হবে। ছোট জিনিসও বড় হতে পারে, আবার বড় জিনিসও ছোট হয়ে যেতে পারে। আমরা সেভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখানে আমি কোনো হুমকি দেখছি না।”
এ সময় তিনি জানান, জুলাই মাসের অভ্যুত্থানকালে পুলিশের সেবা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। তবে বর্তমানে বাহিনীটি আবারও তাদের দায়িত্ব পালন করছে।
৯৯৯ জাতীয় জরুরি সেবার কার্যকারিতা তুলে ধরে তিনি বলেন, “৯৯৯ এ ফোন দিলে সাড়া মিলবেই এবং অ্যাকশনও নেওয়া হবে।”
মতবিনিময় সভায় জুলাই আন্দোলনের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।