এক দিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত একটি ফ্লাইটে সোমবার ঢাকায় ফিরবেন খালেদা জিয়া। সঙ্গে ফিরবেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমানও। কিন্তু শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই ফেরার সিদ্ধান্ত হয়েছে। তাই এক দিন পিছিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় আসছেন।
সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হওয়ার কথা রয়েছে। এরপর দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটে। দোহায় যাত্রাবিরতি শেষে সেখান থেকে রাত ২টা ৩০ মিনিটে রওনা হয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন।’
বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাবেন। বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে বের হয়ে দুই পুত্রবধূকে নিয়ে গুলশানের বাসা ফিরোজায় যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের পাশে সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দাঁড়িয়ে থেকে দলীয়প্রধানকে স্বাগত জানাবেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় এসব সিদ্ধান্ত ও নির্দেশনা দেয়া হয়। সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক। গুলশানের বাসায় পৌঁছানোর পর ডা. জোবাইদা রহমান তার মাকে দেখতে ধানমন্ডি যাবেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফেরার দিন দলের
নেতাকর্মীদের যানজট সৃষ্টি না করে এক হাতে জাতীয় পতাকা, অন্যহাতে দলীয় পতাকা নিয়ে রাস্তার দুই ধারে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানোর নির্দেশনা দিয়েছেন মির্জা ফখরুল।
রোববার, ০৪ মে ২০২৫
এক দিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত একটি ফ্লাইটে সোমবার ঢাকায় ফিরবেন খালেদা জিয়া। সঙ্গে ফিরবেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমানও। কিন্তু শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই ফেরার সিদ্ধান্ত হয়েছে। তাই এক দিন পিছিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় আসছেন।
সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হওয়ার কথা রয়েছে। এরপর দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটে। দোহায় যাত্রাবিরতি শেষে সেখান থেকে রাত ২টা ৩০ মিনিটে রওনা হয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন।’
বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাবেন। বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে বের হয়ে দুই পুত্রবধূকে নিয়ে গুলশানের বাসা ফিরোজায় যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের পাশে সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দাঁড়িয়ে থেকে দলীয়প্রধানকে স্বাগত জানাবেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় এসব সিদ্ধান্ত ও নির্দেশনা দেয়া হয়। সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক। গুলশানের বাসায় পৌঁছানোর পর ডা. জোবাইদা রহমান তার মাকে দেখতে ধানমন্ডি যাবেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফেরার দিন দলের
নেতাকর্মীদের যানজট সৃষ্টি না করে এক হাতে জাতীয় পতাকা, অন্যহাতে দলীয় পতাকা নিয়ে রাস্তার দুই ধারে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানোর নির্দেশনা দিয়েছেন মির্জা ফখরুল।