alt

জাতীয়

দেশে ফিরলেন খালেদা জিয়া

মহসীন ইসলাম টুটুল : মঙ্গলবার, ০৬ মে ২০২৫

চার মাস পরে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিমানবন্দর থেকে বাসভবনরে পথে পতাকা উড়িয়ে স্লোগান দিয়ে মিছিল করে নেত্রীকে অর্ভ্যথনা উচ্ছ্বসতি দলীয় নেতার্কমী ও সর্মথকদের -সংবাদ

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে এসেছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এরপর তিনি তার বাসার উদ্দেশে রওনা দেন। এ সময় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ১০ কিলোমিটার পথজুড়ে ছিল লোকে-লোকারণ্য। বিমানবন্দর থেকে গুলশান হাজারো নেতাকর্মীর সমাবেশ ঘটিয়ে জনপ্রিয়তা আর সমর্থনের জানান দিলো খালেদা জিয়ার দল বিএনপি। দলের নেতাকর্মীদের এমন উপস্থিতি দলটির শক্তি ও সামর্থ্যরে পরিচয় বলে মনে করছেন অনেকে।

হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া

১৭ বছর পর দেশে ফিরলেন তারেক-স্ত্রী জোবাইদা রহমান

নিরাপত্তা ব্যবস্থা জোরদার

খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে: মির্জা ফখরুল

খালেদা জিয়া এখন আগের থেকে অনেক ভালো আছেন: ডা. জাহিদ হোসেন

মঙ্গলবার,(৬ মে ২০২৫) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা ও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষ করে বেলা ১১টা ২০ মিনিটের দিকে তিনি গুলশানের উদ্দেশে রওনা দেন এবং সরাসরি তার বাসা ফিরোজায় গিয়ে ওঠেন। প্রায় ২ ঘণ্টায় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করতে করতে ১টা ২৫ মিনিটে গুলশানের ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি ‘ফিরোজায়’ গিয়ে পৌঁছান তিনি। বাসায় ফেরার পথে নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেন খালেদা জিয়া। আর পেছনে ছিলেন তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী। চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। লন্ডন ক্লিনিক আর বড় ছেলে তারেক রহমানের বাসায় তার কেটেছে গত চার মাস। বিএনপি নেত্রী ঢাকায় পৌঁছানোর আগে দলের মহাসচিব

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দরের সামনে বলেন, ‘খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে। আজ দেশের জন্য ও জনগণের জন্য একটি উল্লেখযোগ্য দিন।’

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া এখন আগের থেকে অনেক ভালো আছেন। এরপরও তার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখা হবে। এছাড়া চিকিৎসক দল নিয়মিত খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করবেন।

এইদিন সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। তারা বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে বিএনপি চেয়ারপার্সনকে অভ্যর্থনা জানান। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করে তাকে স্বাগত জানান। এ সময় নেতাকর্মীরা ‘খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ নানা স্লোগান দেন। তাদের কেউ হাতে ফুল, কেউ ব্যানার-প্ল্যাকার্ড, কেউবা খালেদা জিয়ার ছবিসংবলিত টিশার্ট পরে ছিলেন।

দলটির ঢাকা উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান সংবাদকে বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরেছেন। এতে নেতাকর্মীরা অনেক খুশি। এটা বিএনপি নেতাকর্মী ও দেশের জনগণের কাছে অনেক বড় বিষয়। হাসিনা তাকে দীর্ঘদিন ধরে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখেছিল। তিনি এই দেশের আপোসহীন নেত্রী। নেতাকর্মীদের এই উপস্থিতি প্রমাণ করে দেশের জনগণ তাকে কতটা পছন্দ করেন। খালেদা জিয়া তার জীবন এই দেশের মানুষ জন্য উৎসর্গ করেছেন। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’ বিএনপি নিয়ে অনেকে নানা ধরনের গুজব প্রচারের অপচেষ্টা করছে বলে অভিযোগ তার। নেতাকর্মীদের এমন উপচেপড়া উপস্থিতি দলটির শক্তি ও সামর্থ্যরে পরিচয় বলে মনে করেন তিনি।

ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর সংবাদকে বলেন, ‘আমরা নেতাকর্মীরাসহ দেশের সব স্তরের জনগণ সকাল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছি। তিনি চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন। এতে আমরা অনেক খুশি। আমরা যে শুধু খুশি তাই নয়, জিয়া পরিবারের প্রতি আমাদের আস্থা ও ভালোবাসা প্রকাশ করছি আমাদের এই বাঁধ ভাঙা উপস্থিতির মাধ্যমে।’

##### নিরাপত্তা ব্যবস্থা জোরদার ######

খালেদা জিয়ার আগমন ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্সসহ (সিএসএফ) সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখা-উপশাখার সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। নেতাকর্মীদের ভিড় সামলাতে ঢাকা মহানগর পুলিশ বিমানবন্দর সড়কে যানচলাচল নিয়ন্ত্রণে রাখে। খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি বনানীর কাকলী হয়ে গুলশান যাওয়ার কথা ছিল। ওই সড়কে বিপুলসংখ্যক নেতাকর্মীর অবস্থানের ফলে কোনো পূর্ব নির্দেশনা না থাকলেও ‘বাধ্য হয়ে’ বনানী থেকে গুলশানগামী সড়কটি বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। যদিও শেষ পর্যন্ত বনানী কবরস্থান সড়ক হয়ে খালেদা জিয়া তার গুলশানের বাসায় পৌঁছান।

উদ্ভূত পরিস্থিতিতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের সুযোগ রাখা হয়। ঢাকা সেনানিবাসের রাস্তায় হালকা যানবাহন চলাচলের সুযোগও থাকে। জনসাধারণকে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান-বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তায় চলাচলের অনুরোধ করা হয়। ঢাকার সড়কে যানজট হতে পারে, এমন শঙ্কায় বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে যেতে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করে এয়ারলাইন্সগুলো। বিমানবন্দর এলাকায় নেয়া হয় কড়া নিরাপত্তা।

##### হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া ####

দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া জনসম্মুখে সাধারণত হুইলচেয়ারেই চলাফেরা করতে দেখা যায়। লন্ডন থেকে ফিরে তিনি গাড়ি থেকে নেমে সহকারীদের সহায়তায় হেঁটেই তাকে তার বাসায় প্রবেশ করতে দেখা গেছে। এ সময় তার সঙ্গে ছিলেন জোবাইদা রহমান, শর্মিলা রহমান এবং চিকিৎসকসহ একটি প্রতিনিধিদল। বাসায় পৌঁছে দেশবাসীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ডা. জাহিদ বলেন, ‘চিকিৎসা-পরবর্তী অবস্থায় অনেকটাই সুস্থ আছেন খালেদা জিয়া। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।’

জাহিদ হোসেন আরও বলেন, ‘শারীরিক এবং মানসিকভাবে অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ম্যাডাম খালেদা জিয়া। যদিও শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ জার্নি শেষে অসংখ্য মানুষের উচ্ছ্বাস কিছুটা কষ্টকর, কিন্তু জনগণের নেত্রী জনগণের পাশে থাকাকে পছন্দ করেছেন।’

##### ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক স্ত্রী জোবাইদা রহমান #####

দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরলেন জোবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন। এরপর একে একে ১৭ বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসায় উঠবেন। সেখানে তিনি নিজের অসুস্থ মায়ের সঙ্গে থাকবেন। ‘মাহবুব ভবন’ নামে পরিচিত বাড়িটি তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জোবাইদা রহমানের চাচা।

১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করে জোবাইদা সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডন যাওয়ার পর আওয়ামী লীগ সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করে। পরে তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি নেন।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং শাশুরি ইকবাল মান্দ বানুর (জোবাইদার মা) বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ২০২৩ সালের এক রায়ে ঢাকার একটি আদালত জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আদালতের দেয়া ওই সাজা স্থগিত হয়।

সিলেটে আইনজীবী বাবাকে খুন: ছেলেসহ ৩ জনের ফাঁসি

রাজশাহীতে এনজিওর ‘ঋণের চাপে’ আত্মহত্যার চেষ্টা

চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আরও ৪ মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ

আরও ৪ মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ

‘মিথ্যাচার’ ও ‘ষড়যন্ত্রমূলক’ নানা অভিযোগের ব্যাখ্যা দিলো আটাব

‘কোটি কোটি’ টাকা নিয়ে ‘লাপাত্তা’ সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা, উৎকণ্ঠায় গ্রাহক

কোরবানির জন্য খামারিদের কাছে প্রস্তুত এক কোটি ২৪ লাখ গবাদিপশু

কুয়েটে এখনও ক্লাসে ফেরেননি শিক্ষকরা, বাড়ছে সেশনজট

ছবি

নির্বাচনী সীমানা নির্ধারণ-সংক্রান্ত অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন

মোরেলগঞ্জে ওয়ারেন্টি আসামি ধরতে গিয়ে একজন নিহত

ছবি

‘শিরক ও বিদআত’ আখ্যা দিয়ে শতবর্ষী বটগাছ কেটে ফেলা হলো মাদারীপুরে

দুই বক্তার ‘আপত্তিকর’ শব্দচয়ন: হেফাজতের দুঃখ প্রকাশ

চট্টগ্রাম ওয়াসার অপরিকল্পিত পানি শোধনাগার, গ্রাহক ভোগান্তি চরমে

অবমাননাকর প্রতিক্রিয়া আশা করি না: আইন উপদেষ্টা

রাষ্ট্র সংস্কারে নিজস্ব ‘রূপরেখা’ দিলো এনসিপি

ছবি

আইএমএফের ঋণ: বাজারভিত্তিক ডলারের দামের প্রশ্নে টানাপোড়েন

ভোটাধিকার ফেরাতে নির্বাচন ব্যবস্থা, প্রতিষ্ঠানের সংস্কার জরুরি: ইউনূস

সাইবার সুরক্ষা আইন সংশোধন করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ হচ্ছে

ছবি

আরাকানের নতুন প্রশাসনে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব দেখতে চায় বাংলাদেশ : খলিলুর রহমান

ছবি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: তৌহিদ হোসেন

ছবি

তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের

ছবি

নারী সংস্কার কমিশন নিয়ে বিদ্বেষমূলক প্রতিক্রিয়া জাতির প্রতি অবমাননাকর: আইন উপদেষ্টা

ছবি

বিতর্কিত আইন বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ অনুমোদন, ৯টি ধারা বাতিল

ছবি

ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি ঘোষণা

ছবি

আরো ৪ মামলায় গ্রেপ্তার দেখানো হলো চিন্ময় দাসকে

ছবি

অযত্নে বিকল হচ্ছে বিএমডিএ কার্যালয়ের অত্যাধুনিক কৃষিযন্ত্র

চিন্ময় দাসকে আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

সরকারি পরিসংখ্যান মারাত্মক ফ্যাসাদ তৈরি করছে: বাণিজ্য উপদেষ্টা

ছবি

‘বিনা নোটিশে সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেয়ার সুযোগ নেই’

ছবি

রোহিঙ্গাদের ডাটাবেজ ব্যবহারের সুযোগ চায় নির্বাচন কমিশন

ছবি

দেশ ও শ্রমিকের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার দাবি বায়রার

এপ্রিলে রপ্তানি আয়ে সামান্য উন্নতি, মূল্যস্ফীতিও কমেছে

ছবি

পাকিস্তানের সাধারণ মানুষ কেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ চান না?

পাকিস্তানের আরও একটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ২১ মে, বিশেষ ট্রেন চলবে ৫ জোড়া

tab

জাতীয়

দেশে ফিরলেন খালেদা জিয়া

মহসীন ইসলাম টুটুল

চার মাস পরে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিমানবন্দর থেকে বাসভবনরে পথে পতাকা উড়িয়ে স্লোগান দিয়ে মিছিল করে নেত্রীকে অর্ভ্যথনা উচ্ছ্বসতি দলীয় নেতার্কমী ও সর্মথকদের -সংবাদ

মঙ্গলবার, ০৬ মে ২০২৫

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে এসেছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এরপর তিনি তার বাসার উদ্দেশে রওনা দেন। এ সময় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ১০ কিলোমিটার পথজুড়ে ছিল লোকে-লোকারণ্য। বিমানবন্দর থেকে গুলশান হাজারো নেতাকর্মীর সমাবেশ ঘটিয়ে জনপ্রিয়তা আর সমর্থনের জানান দিলো খালেদা জিয়ার দল বিএনপি। দলের নেতাকর্মীদের এমন উপস্থিতি দলটির শক্তি ও সামর্থ্যরে পরিচয় বলে মনে করছেন অনেকে।

হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া

১৭ বছর পর দেশে ফিরলেন তারেক-স্ত্রী জোবাইদা রহমান

নিরাপত্তা ব্যবস্থা জোরদার

খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে: মির্জা ফখরুল

খালেদা জিয়া এখন আগের থেকে অনেক ভালো আছেন: ডা. জাহিদ হোসেন

মঙ্গলবার,(৬ মে ২০২৫) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা ও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষ করে বেলা ১১টা ২০ মিনিটের দিকে তিনি গুলশানের উদ্দেশে রওনা দেন এবং সরাসরি তার বাসা ফিরোজায় গিয়ে ওঠেন। প্রায় ২ ঘণ্টায় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করতে করতে ১টা ২৫ মিনিটে গুলশানের ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি ‘ফিরোজায়’ গিয়ে পৌঁছান তিনি। বাসায় ফেরার পথে নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেন খালেদা জিয়া। আর পেছনে ছিলেন তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী। চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। লন্ডন ক্লিনিক আর বড় ছেলে তারেক রহমানের বাসায় তার কেটেছে গত চার মাস। বিএনপি নেত্রী ঢাকায় পৌঁছানোর আগে দলের মহাসচিব

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দরের সামনে বলেন, ‘খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে। আজ দেশের জন্য ও জনগণের জন্য একটি উল্লেখযোগ্য দিন।’

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া এখন আগের থেকে অনেক ভালো আছেন। এরপরও তার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখা হবে। এছাড়া চিকিৎসক দল নিয়মিত খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করবেন।

এইদিন সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। তারা বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে বিএনপি চেয়ারপার্সনকে অভ্যর্থনা জানান। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করে তাকে স্বাগত জানান। এ সময় নেতাকর্মীরা ‘খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ নানা স্লোগান দেন। তাদের কেউ হাতে ফুল, কেউ ব্যানার-প্ল্যাকার্ড, কেউবা খালেদা জিয়ার ছবিসংবলিত টিশার্ট পরে ছিলেন।

দলটির ঢাকা উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান সংবাদকে বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরেছেন। এতে নেতাকর্মীরা অনেক খুশি। এটা বিএনপি নেতাকর্মী ও দেশের জনগণের কাছে অনেক বড় বিষয়। হাসিনা তাকে দীর্ঘদিন ধরে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখেছিল। তিনি এই দেশের আপোসহীন নেত্রী। নেতাকর্মীদের এই উপস্থিতি প্রমাণ করে দেশের জনগণ তাকে কতটা পছন্দ করেন। খালেদা জিয়া তার জীবন এই দেশের মানুষ জন্য উৎসর্গ করেছেন। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’ বিএনপি নিয়ে অনেকে নানা ধরনের গুজব প্রচারের অপচেষ্টা করছে বলে অভিযোগ তার। নেতাকর্মীদের এমন উপচেপড়া উপস্থিতি দলটির শক্তি ও সামর্থ্যরে পরিচয় বলে মনে করেন তিনি।

ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর সংবাদকে বলেন, ‘আমরা নেতাকর্মীরাসহ দেশের সব স্তরের জনগণ সকাল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছি। তিনি চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন। এতে আমরা অনেক খুশি। আমরা যে শুধু খুশি তাই নয়, জিয়া পরিবারের প্রতি আমাদের আস্থা ও ভালোবাসা প্রকাশ করছি আমাদের এই বাঁধ ভাঙা উপস্থিতির মাধ্যমে।’

##### নিরাপত্তা ব্যবস্থা জোরদার ######

খালেদা জিয়ার আগমন ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্সসহ (সিএসএফ) সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখা-উপশাখার সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। নেতাকর্মীদের ভিড় সামলাতে ঢাকা মহানগর পুলিশ বিমানবন্দর সড়কে যানচলাচল নিয়ন্ত্রণে রাখে। খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি বনানীর কাকলী হয়ে গুলশান যাওয়ার কথা ছিল। ওই সড়কে বিপুলসংখ্যক নেতাকর্মীর অবস্থানের ফলে কোনো পূর্ব নির্দেশনা না থাকলেও ‘বাধ্য হয়ে’ বনানী থেকে গুলশানগামী সড়কটি বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। যদিও শেষ পর্যন্ত বনানী কবরস্থান সড়ক হয়ে খালেদা জিয়া তার গুলশানের বাসায় পৌঁছান।

উদ্ভূত পরিস্থিতিতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের সুযোগ রাখা হয়। ঢাকা সেনানিবাসের রাস্তায় হালকা যানবাহন চলাচলের সুযোগও থাকে। জনসাধারণকে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান-বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তায় চলাচলের অনুরোধ করা হয়। ঢাকার সড়কে যানজট হতে পারে, এমন শঙ্কায় বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে যেতে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করে এয়ারলাইন্সগুলো। বিমানবন্দর এলাকায় নেয়া হয় কড়া নিরাপত্তা।

##### হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া ####

দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া জনসম্মুখে সাধারণত হুইলচেয়ারেই চলাফেরা করতে দেখা যায়। লন্ডন থেকে ফিরে তিনি গাড়ি থেকে নেমে সহকারীদের সহায়তায় হেঁটেই তাকে তার বাসায় প্রবেশ করতে দেখা গেছে। এ সময় তার সঙ্গে ছিলেন জোবাইদা রহমান, শর্মিলা রহমান এবং চিকিৎসকসহ একটি প্রতিনিধিদল। বাসায় পৌঁছে দেশবাসীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ডা. জাহিদ বলেন, ‘চিকিৎসা-পরবর্তী অবস্থায় অনেকটাই সুস্থ আছেন খালেদা জিয়া। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।’

জাহিদ হোসেন আরও বলেন, ‘শারীরিক এবং মানসিকভাবে অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ম্যাডাম খালেদা জিয়া। যদিও শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ জার্নি শেষে অসংখ্য মানুষের উচ্ছ্বাস কিছুটা কষ্টকর, কিন্তু জনগণের নেত্রী জনগণের পাশে থাকাকে পছন্দ করেছেন।’

##### ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক স্ত্রী জোবাইদা রহমান #####

দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরলেন জোবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন। এরপর একে একে ১৭ বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসায় উঠবেন। সেখানে তিনি নিজের অসুস্থ মায়ের সঙ্গে থাকবেন। ‘মাহবুব ভবন’ নামে পরিচিত বাড়িটি তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জোবাইদা রহমানের চাচা।

১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করে জোবাইদা সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডন যাওয়ার পর আওয়ামী লীগ সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করে। পরে তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি নেন।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং শাশুরি ইকবাল মান্দ বানুর (জোবাইদার মা) বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ২০২৩ সালের এক রায়ে ঢাকার একটি আদালত জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আদালতের দেয়া ওই সাজা স্থগিত হয়।

back to top