পাকিস্তানের সঙ্গে যুদ্ধাবস্থার মধ্যে ভারত সীমান্তে নজরদারি ও নিরাপত্তা বাড়ালেও বাংলাদেশ এখনই কোনো বাড়তি ব্যবস্থা নিচ্ছে না।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একথা বলেন।
তিনি বলেন, “ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা রয়েছে, তবে আমাদের সঙ্গে ভারতের কোনো উত্তেজনা নেই। তাই আমরা সীমান্তে বাড়তি কিছু করব না।”
তিনি আরও বলেন, “আমাদের সীমান্ত সুরক্ষায় যা যা প্রয়োজন, তা করা হবে। তবে কোনো অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরির ইচ্ছা নেই আমাদের।”
অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে চলমান সংকটে ভারতকে বাংলাদেশ থেকে কোনো বার্তা দেওয়ার পরিকল্পনা নেই।
তিনি বলেন, “যদি দিল্লি আমাদের কাছে জানতে চায়, আমরা মতামত জানাব। কিন্তু নিজেরা আগ বাড়িয়ে কিছু বলার প্রয়োজন দেখি না।”
কাশ্মীরে হামলার পর সোমবার রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে তৌহিদ হোসেনের সঙ্গে কথা বলেন। সেই প্রসঙ্গে তিনি জানান, “পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শুধু চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। কোনো সহায়তা চাননি। আমি বলেছি, আমরা শান্তি চাই, কোনো সংঘাত চাই না।”
বুধবার, ০৭ মে ২০২৫
পাকিস্তানের সঙ্গে যুদ্ধাবস্থার মধ্যে ভারত সীমান্তে নজরদারি ও নিরাপত্তা বাড়ালেও বাংলাদেশ এখনই কোনো বাড়তি ব্যবস্থা নিচ্ছে না।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একথা বলেন।
তিনি বলেন, “ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা রয়েছে, তবে আমাদের সঙ্গে ভারতের কোনো উত্তেজনা নেই। তাই আমরা সীমান্তে বাড়তি কিছু করব না।”
তিনি আরও বলেন, “আমাদের সীমান্ত সুরক্ষায় যা যা প্রয়োজন, তা করা হবে। তবে কোনো অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরির ইচ্ছা নেই আমাদের।”
অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে চলমান সংকটে ভারতকে বাংলাদেশ থেকে কোনো বার্তা দেওয়ার পরিকল্পনা নেই।
তিনি বলেন, “যদি দিল্লি আমাদের কাছে জানতে চায়, আমরা মতামত জানাব। কিন্তু নিজেরা আগ বাড়িয়ে কিছু বলার প্রয়োজন দেখি না।”
কাশ্মীরে হামলার পর সোমবার রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে তৌহিদ হোসেনের সঙ্গে কথা বলেন। সেই প্রসঙ্গে তিনি জানান, “পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শুধু চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। কোনো সহায়তা চাননি। আমি বলেছি, আমরা শান্তি চাই, কোনো সংঘাত চাই না।”