জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ায় আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের এনআইডি তথ্য যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
তিনি জানান, নিয়মিত পর্যবেক্ষণে মঙ্গলবার দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য ফাঁসের আলামত পাওয়া যায়। পরে যাচাই করে দেখা যায়, এই দুই প্রতিষ্ঠানের মাধ্যমেই তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, এনআইডি তথ্য ব্যবহারে প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মনীতি মানা না হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
তদন্ত শেষে চুক্তি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক।
উল্লেখ্য, এনআইডি তথ্যভান্ডারে দেশের ১২ কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সেবা দেওয়ার ক্ষেত্রে এসব তথ্য যাচাই করে থাকে।
বুধবার, ০৭ মে ২০২৫
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ায় আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের এনআইডি তথ্য যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
তিনি জানান, নিয়মিত পর্যবেক্ষণে মঙ্গলবার দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য ফাঁসের আলামত পাওয়া যায়। পরে যাচাই করে দেখা যায়, এই দুই প্রতিষ্ঠানের মাধ্যমেই তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, এনআইডি তথ্য ব্যবহারে প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মনীতি মানা না হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
তদন্ত শেষে চুক্তি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক।
উল্লেখ্য, এনআইডি তথ্যভান্ডারে দেশের ১২ কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সেবা দেওয়ার ক্ষেত্রে এসব তথ্য যাচাই করে থাকে।