পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বেতন কমানোর নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার, (৭ মে ২০২৫) এ নির্দেশ দেন তিনি।
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) অধীনে ১৩২০ মেগাওয়াট সক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালিত হয়। কেন্দ্রটি থেকে দেশের চাহিদার প্রায় দশ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিদ্যুৎ বিভাগ থেকে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডে পাঠানো এক চিঠিতে বলা হয়, বিসিপিসিএলের (গ্রেড-১) ও গ্রেড-২ এর কর্মকর্তাদের বেতনকাঠামো সরকারি নিয়ম অনুযায়ী সংশোধন বিষয়ে গৃহীত ব্যবস্থা বিদ্যুৎ বিভাগকে জরুরি ভিত্তিতে অবহিত করার জন্য নির্দেশক্রমে পরামর্শ প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, সব বিদ্যুৎ কেন্দ্রগুলো সরকার নির্ধারিত বেতনকাঠামো মেনে চললেও বিসিপিসিএল তাদের কর্মকর্তাদের অস্বাভাবিক হারে বেতন প্রদান করছে। এর আগে পায়রা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার নির্দেশে গঠিত কমিটির সুপারিশ অনুসারে বেতনকাঠামো সংশোধন করতে গত ১৭ নভেম্বর বিসিপিসিএলকে চিঠি পাঠানো হয়। এ বিষয়ে কী ব্যবস্থা নেয়া হলো তা এখন পর্যন্ত জানায়নি বিসিপিসিএল। ২০১৬ সালে যখন পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়, তখন সরকারি বেতন কাঠামো অনুসরণ করা হলেও ২০১৯ সালে এক বোর্ড সভায় শীর্ষ পর্যায়ের পদগুলোয় বেতন অনেকটাই বাড়িয়ে দেয়া হয়।
বুধবার, ০৭ মে ২০২৫
পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বেতন কমানোর নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার, (৭ মে ২০২৫) এ নির্দেশ দেন তিনি।
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) অধীনে ১৩২০ মেগাওয়াট সক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালিত হয়। কেন্দ্রটি থেকে দেশের চাহিদার প্রায় দশ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিদ্যুৎ বিভাগ থেকে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডে পাঠানো এক চিঠিতে বলা হয়, বিসিপিসিএলের (গ্রেড-১) ও গ্রেড-২ এর কর্মকর্তাদের বেতনকাঠামো সরকারি নিয়ম অনুযায়ী সংশোধন বিষয়ে গৃহীত ব্যবস্থা বিদ্যুৎ বিভাগকে জরুরি ভিত্তিতে অবহিত করার জন্য নির্দেশক্রমে পরামর্শ প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, সব বিদ্যুৎ কেন্দ্রগুলো সরকার নির্ধারিত বেতনকাঠামো মেনে চললেও বিসিপিসিএল তাদের কর্মকর্তাদের অস্বাভাবিক হারে বেতন প্রদান করছে। এর আগে পায়রা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার নির্দেশে গঠিত কমিটির সুপারিশ অনুসারে বেতনকাঠামো সংশোধন করতে গত ১৭ নভেম্বর বিসিপিসিএলকে চিঠি পাঠানো হয়। এ বিষয়ে কী ব্যবস্থা নেয়া হলো তা এখন পর্যন্ত জানায়নি বিসিপিসিএল। ২০১৬ সালে যখন পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়, তখন সরকারি বেতন কাঠামো অনুসরণ করা হলেও ২০১৯ সালে এক বোর্ড সভায় শীর্ষ পর্যায়ের পদগুলোয় বেতন অনেকটাই বাড়িয়ে দেয়া হয়।