মোহাম্মদপুরে নতুন কিশোর গ্যাং
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশি অস্ত্রসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা নতুন কিশোর গ্যাং ‘লও ঠেলা’র সদস্য। তারা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যেও নতুন নতুন কৌশলে মোহাম্মদপুর এলাকাসহ আশপাশে আধিপত্য বিস্তারের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই ও ত্রাস সৃষ্টি করে আসছিল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান সংবাদকে জানান, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ রায়েরবাজারস্থ মেকাপ খান রোডে অভিযান চালিয়ে কিশোর গ্যায়ের সদস্য জোবায়ের ওরফে য্বুরাজ, মো. হাসান, মো. রায়হান, মো. ওয়াসিম, আনোয়ার হোসেন রাজু, নুরুল আমিন, কামাল হোসেন, মো. শাহিন ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ৫টি চাপাতি ও ৪টি ধারালো চাকু উদ্ধার করেছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য দেশি অস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় মহড়া দিতে থাকে এবং ভিতিকর পরিস্থিতির সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে।
এর আগে পুলিশ মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের একাধিক গ্রুপকে গ্রেপ্তার করেছে। এরপরও এলাকায় সন্ত্রাস থামছে না। আবার
অনেকেই গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছে। নতুন নামে তারা গ্যাং সৃষ্টি করে আবার চাঁদাবাজি ও মাদক ব্যবসায় নামছে। কিন্তু পুলিশ সংগঠিত হওয়ার খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে।
মোহাম্মদপুরে নতুন কিশোর গ্যাং
বুধবার, ১৪ মে ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশি অস্ত্রসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা নতুন কিশোর গ্যাং ‘লও ঠেলা’র সদস্য। তারা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যেও নতুন নতুন কৌশলে মোহাম্মদপুর এলাকাসহ আশপাশে আধিপত্য বিস্তারের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই ও ত্রাস সৃষ্টি করে আসছিল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান সংবাদকে জানান, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ রায়েরবাজারস্থ মেকাপ খান রোডে অভিযান চালিয়ে কিশোর গ্যায়ের সদস্য জোবায়ের ওরফে য্বুরাজ, মো. হাসান, মো. রায়হান, মো. ওয়াসিম, আনোয়ার হোসেন রাজু, নুরুল আমিন, কামাল হোসেন, মো. শাহিন ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ৫টি চাপাতি ও ৪টি ধারালো চাকু উদ্ধার করেছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য দেশি অস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় মহড়া দিতে থাকে এবং ভিতিকর পরিস্থিতির সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে।
এর আগে পুলিশ মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের একাধিক গ্রুপকে গ্রেপ্তার করেছে। এরপরও এলাকায় সন্ত্রাস থামছে না। আবার
অনেকেই গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছে। নতুন নামে তারা গ্যাং সৃষ্টি করে আবার চাঁদাবাজি ও মাদক ব্যবসায় নামছে। কিন্তু পুলিশ সংগঠিত হওয়ার খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে।