ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বেলা সাড়ে তিনটার দিকে ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগ অবরোধ করেন। পৌনে এক ঘণ্টা অবরোধের পর ছাত্রদল নেতাকর্মীরা সড়ক ছেড়ে দেন। বিকেল সোয়া পাঁচটার দিকে ছাত্রদল নেতাকর্মীরা রাস্তা ছেড়ে দেয়ার পর শাহবাগ মোড় দিয়ে আবার যান চলাচল শুরু হয়েছে। অবরোধ চলাকালে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দেন। বৃষ্টির মধ্যেই তারা শাহবাগে অবস্থান করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ছাত্রদলের এই অবরোধ কর্মসূচির নেতৃত্ব দেন। শাহবাগ ছাড়ার আগে নাছির উদ্দীন বলেন, বাংলাদেশে ছাত্রদলের আর কোনো নেতাকর্মীর ওপর যদি আঘাত করা হয়, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন নাছির উদ্দীন। শাহরিয়ার হত্যার এতদিন পরেও কেন ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা যায়নি, সেই প্রশ্নও রেখেছেন তিনি।
শাহরিয়ার হত্যা মামলার তদন্তে ‘গাফিলতি’র প্রতিবাদ এবং ‘প্রকৃত’ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত রোববার বিকেলেও পৌনে দুই ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদল। সেই কর্মসূচি থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছিলেন ছাত্রদলের শীর্ষ নেতারা। শাহরিয়ারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারে সরকারের সদিচ্ছার অভাব দেখা গেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরা করার হুমকিও দিয়েছিলেন তারা।
মঙ্গলবার,(২০ মে ২০২৫) বিকেল সাড়ে ৩টার পর বৃষ্টির মধ্যে তাদের অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অবরোধের মধ্যে বিকেলে শাহবাগ থেকে কাটাবন মোড় পর্যন্ত যানবাহন চলাচল একেবারে থেমে থাকতে দেখা যায়। বৃষ্টির কারণে সড়কে বিপাকে পড়া মানুষেরা যানবাহনের ধীরগতির কারণে আরও ভোগান্তিতে পড়েন। বৃষ্টি মাথায় ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগে মোড়ে সাম্য হত্যার বিচার দাবি করে স্লোগান দেন।
গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন সোহ্রাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে স্নাতকোত্তর করছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে। তার হত্যাকা-ের বিচার দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এর আগেও তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেন। শাহরিয়ার হত্যার ঘটনায় তার ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ওই তিনজনকে আদালত কারাগারে পাঠিয়েছে।
মঙ্গলবার, ২০ মে ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বেলা সাড়ে তিনটার দিকে ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগ অবরোধ করেন। পৌনে এক ঘণ্টা অবরোধের পর ছাত্রদল নেতাকর্মীরা সড়ক ছেড়ে দেন। বিকেল সোয়া পাঁচটার দিকে ছাত্রদল নেতাকর্মীরা রাস্তা ছেড়ে দেয়ার পর শাহবাগ মোড় দিয়ে আবার যান চলাচল শুরু হয়েছে। অবরোধ চলাকালে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দেন। বৃষ্টির মধ্যেই তারা শাহবাগে অবস্থান করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ছাত্রদলের এই অবরোধ কর্মসূচির নেতৃত্ব দেন। শাহবাগ ছাড়ার আগে নাছির উদ্দীন বলেন, বাংলাদেশে ছাত্রদলের আর কোনো নেতাকর্মীর ওপর যদি আঘাত করা হয়, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন নাছির উদ্দীন। শাহরিয়ার হত্যার এতদিন পরেও কেন ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা যায়নি, সেই প্রশ্নও রেখেছেন তিনি।
শাহরিয়ার হত্যা মামলার তদন্তে ‘গাফিলতি’র প্রতিবাদ এবং ‘প্রকৃত’ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত রোববার বিকেলেও পৌনে দুই ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদল। সেই কর্মসূচি থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছিলেন ছাত্রদলের শীর্ষ নেতারা। শাহরিয়ারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারে সরকারের সদিচ্ছার অভাব দেখা গেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরা করার হুমকিও দিয়েছিলেন তারা।
মঙ্গলবার,(২০ মে ২০২৫) বিকেল সাড়ে ৩টার পর বৃষ্টির মধ্যে তাদের অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অবরোধের মধ্যে বিকেলে শাহবাগ থেকে কাটাবন মোড় পর্যন্ত যানবাহন চলাচল একেবারে থেমে থাকতে দেখা যায়। বৃষ্টির কারণে সড়কে বিপাকে পড়া মানুষেরা যানবাহনের ধীরগতির কারণে আরও ভোগান্তিতে পড়েন। বৃষ্টি মাথায় ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগে মোড়ে সাম্য হত্যার বিচার দাবি করে স্লোগান দেন।
গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন সোহ্রাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে স্নাতকোত্তর করছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে। তার হত্যাকা-ের বিচার দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এর আগেও তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেন। শাহরিয়ার হত্যার ঘটনায় তার ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ওই তিনজনকে আদালত কারাগারে পাঠিয়েছে।