নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার (২১ মে) দুপুর সোয়া ১টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ভবনের মূল ফটকে পৌঁছায়।
এসময় ইসি’র বিরুদ্ধে স্লোগান দেন এনসিপি নেতা-কর্মীরা। তাঁদের স্লোগানে উঠে আসে— ‘ইসি তুই দলকানা’, ‘খুনি হাসিনার কমিশন মানি না মানব না’, ‘ফ্যাসিবাদের কমিশন মানি না মানব না’।
এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে এনসিপির ঢাকা মহানগর শাখা। সকাল ১১টার পর থেকে নেতা-কর্মীরা নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হতে শুরু করেন। পরে সাড়ে ১১টায় শুরু হয় বিক্ষোভ।
দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, স্থানীয় সরকার নির্বাচন বন্ধ থাকায় নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রশাসনিক কাঠামো একটি নির্দিষ্ট দলের দখলে চলে যাচ্ছে। তিনি বলেন, “এই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটি এখন একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অচলাবস্থা তুলে ধরে সারোয়ার বলেন, “কমিশনের রায়ের বিরুদ্ধে আপিল না করে গেজেট প্রকাশের মাধ্যমে তারা সন্দেহজনক ভূমিকা নিয়েছে।”
এনসিপি নেতারা জানান, তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণার আগ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানান।
বুধবার, ২১ মে ২০২৫
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার (২১ মে) দুপুর সোয়া ১টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ভবনের মূল ফটকে পৌঁছায়।
এসময় ইসি’র বিরুদ্ধে স্লোগান দেন এনসিপি নেতা-কর্মীরা। তাঁদের স্লোগানে উঠে আসে— ‘ইসি তুই দলকানা’, ‘খুনি হাসিনার কমিশন মানি না মানব না’, ‘ফ্যাসিবাদের কমিশন মানি না মানব না’।
এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে এনসিপির ঢাকা মহানগর শাখা। সকাল ১১টার পর থেকে নেতা-কর্মীরা নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হতে শুরু করেন। পরে সাড়ে ১১টায় শুরু হয় বিক্ষোভ।
দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, স্থানীয় সরকার নির্বাচন বন্ধ থাকায় নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রশাসনিক কাঠামো একটি নির্দিষ্ট দলের দখলে চলে যাচ্ছে। তিনি বলেন, “এই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটি এখন একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অচলাবস্থা তুলে ধরে সারোয়ার বলেন, “কমিশনের রায়ের বিরুদ্ধে আপিল না করে গেজেট প্রকাশের মাধ্যমে তারা সন্দেহজনক ভূমিকা নিয়েছে।”
এনসিপি নেতারা জানান, তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণার আগ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানান।