বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে বাধ্য করার বিষয়ে দায়ের করা রিট আবেদনের ওপর হাইকোর্টের আদেশ বৃহস্পতিবার দেওয়া হবে।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হয়। মঙ্গলবার প্রথম দিনের শুনানির পর আদালত বুধবার আদেশ দেওয়ার কথা জানালেও, দ্বিতীয় দিনের শুনানি শেষে আদেশ বৃহস্পতিবার ঘোষণা করার সিদ্ধান্ত নেয় আদালত।
এদিকে শুনানিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে হাইকোর্ট সংলগ্ন মৎস্য ভবন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাকের সমর্থকেরা। এতে কাকরাইল, হাইকোর্ট ও আশপাশের এলাকায় ব্যাপক যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়।
বিক্ষোভে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়। বিক্ষোভ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পদত্যাগের দাবিও ওঠে।
উল্লেখ্য, এর আগে ছয় দিন ধরে ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাকের পক্ষে নগর ভবনের সামনে চলছিল বিক্ষোভ। তবে বুধবার কর্মসূচি স্থানান্তর করে হাইকোর্ট সংলগ্ন এলাকায় নেওয়া হয়।
বুধবার, ২১ মে ২০২৫
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে বাধ্য করার বিষয়ে দায়ের করা রিট আবেদনের ওপর হাইকোর্টের আদেশ বৃহস্পতিবার দেওয়া হবে।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হয়। মঙ্গলবার প্রথম দিনের শুনানির পর আদালত বুধবার আদেশ দেওয়ার কথা জানালেও, দ্বিতীয় দিনের শুনানি শেষে আদেশ বৃহস্পতিবার ঘোষণা করার সিদ্ধান্ত নেয় আদালত।
এদিকে শুনানিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে হাইকোর্ট সংলগ্ন মৎস্য ভবন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাকের সমর্থকেরা। এতে কাকরাইল, হাইকোর্ট ও আশপাশের এলাকায় ব্যাপক যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়।
বিক্ষোভে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়। বিক্ষোভ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পদত্যাগের দাবিও ওঠে।
উল্লেখ্য, এর আগে ছয় দিন ধরে ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাকের পক্ষে নগর ভবনের সামনে চলছিল বিক্ষোভ। তবে বুধবার কর্মসূচি স্থানান্তর করে হাইকোর্ট সংলগ্ন এলাকায় নেওয়া হয়।