আট মাসের মাথায় পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে সরিয়ে নতুন একজনকে দায়িত্ব দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যেই নতুন পররাষ্ট্র সচিবের নাম ঘোষণা করা হবে।
পররাষ্ট্র সচিবের পদ পরিবর্তন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৃষ্টি হওয়া অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই বুধবার এ তথ্য জানান উপদেষ্টা।
তিনি বলেন, “অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে দায়িত্ব ছাড়তে চাইছেন এবং আমরা তাকে সে সুযোগ দিচ্ছি। তিনি আগামী দু-এক দিনের মধ্যেই দায়িত্ব ছাড়বেন।”
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের ধারায় জসীম উদ্দিন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন ৮ সেপ্টেম্বর। তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। ২০২৬ সালের ডিসেম্বর মাসে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে তার।
চীন, কাতার ও গ্রিসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী জসীম উদ্দিনকে পুনরায় রাষ্ট্রদূত হিসেবে দেশের বাইরে পাঠানোর চিন্তাভাবনাও রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
তবে তিনি চাকরি ছাড়ছেন কি না, এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “উনি চাকরি ছাড়বেন কেন? এখনো চাকরিতে আছেন। দায়িত্ব পরিবর্তন হচ্ছে মাত্র।”
নতুন পররাষ্ট্র সচিব কে হচ্ছেন, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “দু-এক দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন।”
এই সিদ্ধান্তে বিদেশি কোনো চাপে সরকার কাজ করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেকোনো সিদ্ধান্তের পেছনে নানা মতামত, স্বার্থ বা দৃষ্টিভঙ্গি কাজ করে। সরকারে কখনোই এককভাবে সিদ্ধান্ত নেওয়া হয় না, বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয়ে থাকে। দেখা যাক কী হয়।”
এদিকে, এক মাস পার হলেও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পাওয়া মোহাম্মদ সুফিউর রহমান এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেননি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চারটি দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা এই কূটনীতিকের যোগদান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তিনি এখনো যোগ দেননি। সরকারের সিদ্ধান্ত হলে যোগ দেবেন, অথবা দেবেন না।”
সুফিউর রহমানের দায়িত্ব পালনে কোনো সমস্যা হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, “না, সমস্যা নয়। কিছু চিন্তাভাবনা চলছে, দায়িত্ব পরিবর্তন বা অন্য কিছু বিষয়ে। সময় হলে বিস্তারিত জানা যাবে।”
বুধবার, ২১ মে ২০২৫
আট মাসের মাথায় পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে সরিয়ে নতুন একজনকে দায়িত্ব দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যেই নতুন পররাষ্ট্র সচিবের নাম ঘোষণা করা হবে।
পররাষ্ট্র সচিবের পদ পরিবর্তন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৃষ্টি হওয়া অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই বুধবার এ তথ্য জানান উপদেষ্টা।
তিনি বলেন, “অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে দায়িত্ব ছাড়তে চাইছেন এবং আমরা তাকে সে সুযোগ দিচ্ছি। তিনি আগামী দু-এক দিনের মধ্যেই দায়িত্ব ছাড়বেন।”
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের ধারায় জসীম উদ্দিন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন ৮ সেপ্টেম্বর। তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। ২০২৬ সালের ডিসেম্বর মাসে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে তার।
চীন, কাতার ও গ্রিসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী জসীম উদ্দিনকে পুনরায় রাষ্ট্রদূত হিসেবে দেশের বাইরে পাঠানোর চিন্তাভাবনাও রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
তবে তিনি চাকরি ছাড়ছেন কি না, এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “উনি চাকরি ছাড়বেন কেন? এখনো চাকরিতে আছেন। দায়িত্ব পরিবর্তন হচ্ছে মাত্র।”
নতুন পররাষ্ট্র সচিব কে হচ্ছেন, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “দু-এক দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন।”
এই সিদ্ধান্তে বিদেশি কোনো চাপে সরকার কাজ করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেকোনো সিদ্ধান্তের পেছনে নানা মতামত, স্বার্থ বা দৃষ্টিভঙ্গি কাজ করে। সরকারে কখনোই এককভাবে সিদ্ধান্ত নেওয়া হয় না, বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয়ে থাকে। দেখা যাক কী হয়।”
এদিকে, এক মাস পার হলেও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পাওয়া মোহাম্মদ সুফিউর রহমান এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেননি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চারটি দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা এই কূটনীতিকের যোগদান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তিনি এখনো যোগ দেননি। সরকারের সিদ্ধান্ত হলে যোগ দেবেন, অথবা দেবেন না।”
সুফিউর রহমানের দায়িত্ব পালনে কোনো সমস্যা হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, “না, সমস্যা নয়। কিছু চিন্তাভাবনা চলছে, দায়িত্ব পরিবর্তন বা অন্য কিছু বিষয়ে। সময় হলে বিস্তারিত জানা যাবে।”