alt

জাতীয়

অসহযোগের ঘোষণা এনবিআর ঐক্য পরিষদের

অর্থনৈতিক বার্তা পরিবেশক : বুধবার, ২১ মে ২০২৫

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। আর তাই তারা আবার কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচি আরও বড়। বুধবার(২১-০৫- ২০২৫) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণসহ চার দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ‘শুরু থেকেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে, আমাদের এই নিয়মতান্ত্রিক কর্মসূচির ব্যাপকতা ও যৌক্তিকতার বিষয়ে এনবিআরের চেয়ারম্যান সরকারের নীতিনির্ধারকদের সঠিক তথ্য প্রদাণ না করে বরং প্রকৃত তথ্য আড়াল করেছেন যা পরিস্থিতিকে আজকের অবস্থানে উপনীত করেছে। এ অবস্থায় আমাদের বর্তমান দাবিগুলো হচ্ছে, জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাগুলো, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।’

অতিরিক্ত কর কমিশনার হাসিনা আক্তার, কাস্টম্সের উপ কমিশনার শাহাদাত জামিল শাওন ও উপ কর কমিশনার মোহাম্মদ মোস্তফিজুর রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

কর্মসূচির বিষয়ে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আজ দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলোর বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেয়া হবে। পাশাপাশি এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে। এ ছাড়া আগামী ২৪ মে এবং ২৫ মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ব্যতীত ট্যাক্স, কাস্টম্স ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

এ দুইদিন কাস্টম্স হাউস এবং এলসি স্টেশনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে। আর আগামী ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত ট্যাক্স, কাস্টম্স ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবার (২০ মে) অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে অর্থ উপদেষ্টার একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন। সভার শুরুতেই অর্থ উপদেষ্টা বলেন, আমি মিটিং দীর্ঘ করবো না। কর থেকে একজন এবং কাস্টম্স থেকে একজন, সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি থেকে যে কোনো তিনজন কথা বলতে পারবেন। আমি ৬-৭ মিনিটের বেশি দেবো না। কেবিনেট সচিব এবং জনপ্রশাসন সচিবের সঙ্গে আরেকটি মিটিং আছে। আমি তাদের বসিয়ে রাখতে পারবো না এবং সময় গণনার জন্য কে থাকবেন সেটিও জিজ্ঞাসা করেন। ঐক্য পরিষদের মোট ১৩ জন প্রতিনিধির মধ্যে মাত্র ২ জন প্রতিনিধি বক্তব্য রাখার সুযোগ পান।

সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে তুলে ধরা হয় যে, এনবিআরের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সংস্কারের পক্ষে এবং তারা চান জাতীয় রাজস্ব বোর্ডকে আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ণাঙ্গ, টেকসই ও কার্যকরভাবে সংস্কার করা হোক। এ সময় এনবিআর সংস্কার কমিটির সদস্যরাও বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, পরামর্শক কমিটির বক্তব্যের শেষে দুইজন উপদেষ্টা বক্তব্য দেন। আমরা আশা করেছিলাম যে, পরামর্শক কমিটির সদস্যদের বক্তব্যের ধারাবাহিকতা দুইজন উপদেষ্টার বক্তব্যের মধ্যে পাবো। কিন্তু পরিতাপের সঙ্গে আমরা জানাচ্ছি যে, তারা জারিকৃত অধ্যাদেশের পক্ষে কথা বলেন এবং অধ্যাদেশটি ভালো হয়েছে বলে মন্তব্য করেন। কোনটি সঠিক, কোনটি আন্তর্জাতিক মানদ-ে গ্রহণযোগ্য, কোনটি দেশের জন্য সর্বোত্তম হবেÑ সে বিষয়ে তারা কিছু বলেননি। সবশেষে সভায় অর্থ উপদেষ্টা জানান যে, বাস্তবায়ন পর্যায়ে আমাদের কনসার্ন অ্যাড্রেস করার চেষ্টা করবেন। মিটিং শেষে অর্থ উপদেষ্টা গণমাধ্যমে বক্তব্য দেন।

তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, অর্থ উপদেষ্টা বলেছেন, দেশের স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থ, দশের স্বার্থে যে অধ্যাদেশ অনুমোদন হয়েছে তা থাকবে। তবে আমাদের যে জিনিসগুলো আছে তা অ্যাডভাইসরি কমিটির সঙ্গে আলোচনা করে বিধি বা অন্য কিছু করে অ্যাড্রেস করার চেষ্টা করা হবে। এ বিষয়ে আর কোনো আলোচনা নয় তিনি জানিয়েছেন। আমাদের আন্দোলন চলবে কী চলবে না সে বিষয়ে কিছু আসে যায় না।

সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই বিপ্লব ফ্যাসিবাদ-উত্তর যুগে মিটিং এ সরকারের নীতিনির্ধারকগণের বক্তব্য ও সভা শেষে মিডিয়ায় প্রদত্ত বক্তব্য আমাদের মারাত্মকভাবে আহত করেছে। আমরা সবশেষে কিছু কথা বলার সুযোগ চেয়েছিলাম। কিন্তু আমাদের কথা বলার সুযোগ দেয়া হয়নি।

বুধবার সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বানে সাড়া দিয়ে কলম বিরতির আন্দোলন সাময়িক স্থগিত করেছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গত ১৩ মে আগারগাঁও এনবিআরের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতির ঘোষণা দিয়েছিলেন। সে মোতাবেক ১৪, ১৫, ১৭, ১৮ ও ১৯ মে কলম বিরতি কর্মসূচি পালিত হয়।

ছবি

কালীগঞ্জে শীতলক্ষ্যা তীরে ইট-বালু ব্যবসার নামে চলছে ‘দখল’ ও ‘বাণিজ্য’

দুই মামলায় আইভীর জামিন নাকচ, অন্যটির শুনানি ২৭ মে

ফের পেছালো ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি

টিসিবি পণ্যের দাম বাড়ালো সরকার, আজ থেকে বিক্রি শুরু

‘পশুর হাট বসবে না মেরাদিয়া ও আফতাবনগরে’

ছবি

প্রথমবারের মতো চীনে যাচ্ছে আম, রপ্তানি হবে ৫০ টন

জসিমউদ্দিনকে সরিয়ে দেয়া হচ্ছে, নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম

ছবি

চুলায় গ্যাস নেই: পুলিশের আশ্বাসে সড়ক ছাড়লেন কাজলার আন্দোলনকারীরা

ছবি

‘অন্তর্বর্তী সরকারের পক্ষে পুরোপুরি অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয়’

স্কুল-কলেজের শপথ পরিবর্তন মুক্তিযুদ্ধ ও ‘বঙ্গবন্ধু’ বাদ

ছবি

‘অটোপাসের’ দাবিতে জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

পররাষ্ট্র সচিব থাকছেন না জসীম

ইসিসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিএনপির দখলে, মুক্ত করার দাবি এনসিপির

বিএনপি-এনসিপি দ্বন্দ্ব ক্রমেই প্রকাশ্য

আমাকে ‘বিদেশি’ নাগরিক বললে তারেক রহমানকেও বলতে হয়: খলিলুর রহমান

করিডোর নয়, বাংলাদেশের ভেতর দিয়ে ‘ত্রাণসামগ্রী ও উপকরণ’ মায়ানমারে পৌঁছানো নিয়ে আলোচনা: নিরাপত্তা উপদেষ্টা

ছবি

নেতাকর্মীদের রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের

ছবি

দায়িত্ব ছাড়ছেন পররাষ্ট্র সচিব, দু-এক দিনের মধ্যেই আসছেন উত্তরসূরি

ছবি

চীনে ৫০ টন আম রপ্তানি হবে আগামী সপ্তাহে: কৃষি সচিব

ছবি

আমার কোনো আমেরিকান পাসপোর্ট নেই: খলিলুর রহমান

ছবি

করিডর নিয়ে কারও কোনো কথা হয়নি, কথা হবেও না : নিরাপত্তা উপদেষ্টা

ছবি

ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে রিটের আদেশ বৃহস্পতিবার

ছবি

পুলিশের ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশন ভবনের ফটকে এনসিপির অবস্থান

আ.লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

পিএনআর দিয়ে অর্থ আত্মসাৎ, গ্রাহকদের সতর্ক করলো বিমান

স্ত্রীকে খুন করে থানায় স্বামীর আত্মসমর্পণ

কারওয়ান বাজারে পথশিশু পুনর্বাসন কেন্দ্রে শিশুর মৃত্যু

চকরিয়ায় জমি নিয়ে বিরোধ: প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে ভাবছে সরকার - অর্থ উপদেষ্টা

ছবি

কালের আবর্তে শৈল্পিক কারুকার্যের বাবুই পাখির বাসার দেখা মেলা ভার

ছবি

প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের বৈঠক: নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ

ছবি

নৌ-বাহিনীর অভিযান: নাবিক ভর্তি জালিয়াত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ১৬২ প্রার্থী গেজেটভুক্ত

ছবি

৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি

এক মাসে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮ হাজার

ছবি

ঢাকার রাস্তায় ‘বিএনপি কর্মীকে’ কোপানোর ভিডিও ফেইসবুকে, থানায় মামলা

tab

জাতীয়

অসহযোগের ঘোষণা এনবিআর ঐক্য পরিষদের

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বুধবার, ২১ মে ২০২৫

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। আর তাই তারা আবার কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচি আরও বড়। বুধবার(২১-০৫- ২০২৫) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণসহ চার দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ‘শুরু থেকেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে, আমাদের এই নিয়মতান্ত্রিক কর্মসূচির ব্যাপকতা ও যৌক্তিকতার বিষয়ে এনবিআরের চেয়ারম্যান সরকারের নীতিনির্ধারকদের সঠিক তথ্য প্রদাণ না করে বরং প্রকৃত তথ্য আড়াল করেছেন যা পরিস্থিতিকে আজকের অবস্থানে উপনীত করেছে। এ অবস্থায় আমাদের বর্তমান দাবিগুলো হচ্ছে, জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাগুলো, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।’

অতিরিক্ত কর কমিশনার হাসিনা আক্তার, কাস্টম্সের উপ কমিশনার শাহাদাত জামিল শাওন ও উপ কর কমিশনার মোহাম্মদ মোস্তফিজুর রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

কর্মসূচির বিষয়ে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আজ দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলোর বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেয়া হবে। পাশাপাশি এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে। এ ছাড়া আগামী ২৪ মে এবং ২৫ মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ব্যতীত ট্যাক্স, কাস্টম্স ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

এ দুইদিন কাস্টম্স হাউস এবং এলসি স্টেশনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে। আর আগামী ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত ট্যাক্স, কাস্টম্স ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবার (২০ মে) অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে অর্থ উপদেষ্টার একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন। সভার শুরুতেই অর্থ উপদেষ্টা বলেন, আমি মিটিং দীর্ঘ করবো না। কর থেকে একজন এবং কাস্টম্স থেকে একজন, সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি থেকে যে কোনো তিনজন কথা বলতে পারবেন। আমি ৬-৭ মিনিটের বেশি দেবো না। কেবিনেট সচিব এবং জনপ্রশাসন সচিবের সঙ্গে আরেকটি মিটিং আছে। আমি তাদের বসিয়ে রাখতে পারবো না এবং সময় গণনার জন্য কে থাকবেন সেটিও জিজ্ঞাসা করেন। ঐক্য পরিষদের মোট ১৩ জন প্রতিনিধির মধ্যে মাত্র ২ জন প্রতিনিধি বক্তব্য রাখার সুযোগ পান।

সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে তুলে ধরা হয় যে, এনবিআরের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সংস্কারের পক্ষে এবং তারা চান জাতীয় রাজস্ব বোর্ডকে আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ণাঙ্গ, টেকসই ও কার্যকরভাবে সংস্কার করা হোক। এ সময় এনবিআর সংস্কার কমিটির সদস্যরাও বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, পরামর্শক কমিটির বক্তব্যের শেষে দুইজন উপদেষ্টা বক্তব্য দেন। আমরা আশা করেছিলাম যে, পরামর্শক কমিটির সদস্যদের বক্তব্যের ধারাবাহিকতা দুইজন উপদেষ্টার বক্তব্যের মধ্যে পাবো। কিন্তু পরিতাপের সঙ্গে আমরা জানাচ্ছি যে, তারা জারিকৃত অধ্যাদেশের পক্ষে কথা বলেন এবং অধ্যাদেশটি ভালো হয়েছে বলে মন্তব্য করেন। কোনটি সঠিক, কোনটি আন্তর্জাতিক মানদ-ে গ্রহণযোগ্য, কোনটি দেশের জন্য সর্বোত্তম হবেÑ সে বিষয়ে তারা কিছু বলেননি। সবশেষে সভায় অর্থ উপদেষ্টা জানান যে, বাস্তবায়ন পর্যায়ে আমাদের কনসার্ন অ্যাড্রেস করার চেষ্টা করবেন। মিটিং শেষে অর্থ উপদেষ্টা গণমাধ্যমে বক্তব্য দেন।

তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, অর্থ উপদেষ্টা বলেছেন, দেশের স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থ, দশের স্বার্থে যে অধ্যাদেশ অনুমোদন হয়েছে তা থাকবে। তবে আমাদের যে জিনিসগুলো আছে তা অ্যাডভাইসরি কমিটির সঙ্গে আলোচনা করে বিধি বা অন্য কিছু করে অ্যাড্রেস করার চেষ্টা করা হবে। এ বিষয়ে আর কোনো আলোচনা নয় তিনি জানিয়েছেন। আমাদের আন্দোলন চলবে কী চলবে না সে বিষয়ে কিছু আসে যায় না।

সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই বিপ্লব ফ্যাসিবাদ-উত্তর যুগে মিটিং এ সরকারের নীতিনির্ধারকগণের বক্তব্য ও সভা শেষে মিডিয়ায় প্রদত্ত বক্তব্য আমাদের মারাত্মকভাবে আহত করেছে। আমরা সবশেষে কিছু কথা বলার সুযোগ চেয়েছিলাম। কিন্তু আমাদের কথা বলার সুযোগ দেয়া হয়নি।

বুধবার সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বানে সাড়া দিয়ে কলম বিরতির আন্দোলন সাময়িক স্থগিত করেছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গত ১৩ মে আগারগাঁও এনবিআরের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতির ঘোষণা দিয়েছিলেন। সে মোতাবেক ১৪, ১৫, ১৭, ১৮ ও ১৯ মে কলম বিরতি কর্মসূচি পালিত হয়।

back to top