রাজধানীর মেরাদিয়া এবং আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট না বসানোর বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে যে আবেদন করা হয়েছিল, তার শুনানি করে বুধবার(২১-০৫- ২০২৫) ‘নো-অর্ডার’ দিয়েছেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম বলেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত।’ কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর ১১টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর লক্ষ্যে গত ২১ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সেখানে বলা হয়েছে, ঈদুল আজহার দিনসহ পাঁচদিন কোরবানির পশুর হাট বসানো যাবে।
এ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে লিগ্যাল রাইটসের তরফে রিট মামলা করেন স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন সিকদার।
ওই আবেদনের প্রেক্ষিতে গত ২৯ এপ্রিল হাইকোর্ট হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। সেই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এছাড়া গত ২৪ এপ্রিল আফতাবনগরে পশুর হাট না বসাতে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। নোটিশের জবাব না পেয়ে গত ৩০ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন করেন এই আইনজীবী।
সে বিষয়ে শুনানি নিয়ে গত ৪ মে দক্ষিণ সিটি করপোরেশনের আফতাবনগর অংশে পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।
এছাড়া গত ২৮ এপ্রিল রাজধানীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। ওই বিজ্ঞপ্তিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।
বুধবার, ২১ মে ২০২৫
রাজধানীর মেরাদিয়া এবং আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট না বসানোর বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে যে আবেদন করা হয়েছিল, তার শুনানি করে বুধবার(২১-০৫- ২০২৫) ‘নো-অর্ডার’ দিয়েছেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম বলেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত।’ কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর ১১টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর লক্ষ্যে গত ২১ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সেখানে বলা হয়েছে, ঈদুল আজহার দিনসহ পাঁচদিন কোরবানির পশুর হাট বসানো যাবে।
এ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে লিগ্যাল রাইটসের তরফে রিট মামলা করেন স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন সিকদার।
ওই আবেদনের প্রেক্ষিতে গত ২৯ এপ্রিল হাইকোর্ট হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। সেই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এছাড়া গত ২৪ এপ্রিল আফতাবনগরে পশুর হাট না বসাতে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। নোটিশের জবাব না পেয়ে গত ৩০ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন করেন এই আইনজীবী।
সে বিষয়ে শুনানি নিয়ে গত ৪ মে দক্ষিণ সিটি করপোরেশনের আফতাবনগর অংশে পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।
এছাড়া গত ২৮ এপ্রিল রাজধানীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। ওই বিজ্ঞপ্তিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।