জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সংগীতচর্চায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৫’ পাচ্ছেন গবেষক ও অধ্যাপক আনোয়ারুল হক এবং খ্যাতিমান নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী।
শনিবার বাংলা একাডেমির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানানো হয়, রোববার বিকালে বাংলা একাডেমির আয়োজিত নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে দুই বিশিষ্ট ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে দেওয়া হবে ১ লাখ টাকা অর্থমূল্য, একটি সম্মাননা স্মারক ও উত্তরীয়।
ষাটের দশকের গোড়ায় নজরুল সংগীতের চর্চা শুরু করেন শবনম মুশতারী। দীর্ঘকাল বাংলাদেশ টেলিভিশনে নজরুলসংগীত মানেই ছিল তার গাওয়া গান। তার অ্যালবাম ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’ প্রকাশ করে এইচএমভি, যা যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসে সংরক্ষিত রয়েছে। এছাড়া নিউইয়র্কের মুক্তধারা প্রকাশ করে তার আরেকটি সংকলন বেস্ট অব শবনম মুশতারী।
নজরুল সংগীতে অবদানের জন্য ১৯৯৭ সালে তিনি একুশে পদক পেয়েছিলেন। সংগীতে তার দুই বোন ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারীও নজরুলচর্চায় সক্রিয়।
অন্যদিকে, কুমিল্লার মোগলটুলিতে জন্ম নেওয়া অধ্যাপক আনোয়ারুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের ছাত্র ছিলেন। শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি নজরুলের জীবন ও সাহিত্য নিয়ে নিবিড় গবেষণায় আত্মনিয়োগ করেন।
জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার দিনভর কর্মসূচি হাতে নিয়েছে বাংলা একাডেমি। সকালে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকেল ৪টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
সেমিনারে ‘নন্দনের বাঁশরী ও তূর্য অথবা নজরুলের সাহিত্যচিন্তার কয়েক দিক’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন জগলুল আসাদ, সহকারী অধ্যাপক, সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল। আলোচনায় থাকবেন আফজালুল বাসার, খন্ডকালীন শিক্ষক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে নূর হোসেন রানার নির্দেশনায় গীতিনাট্য ‘দেখবো এবার জগৎটাকে’। কবিতা আবৃত্তি করবেন লিজা চৌধুরী ও শামীমা চৌধুরী। নজরুলসংগীত পরিবেশন করবেন সালাউদ্দিন আহমেদ, সুমন মজুমদার, আজগর আলীম, এবং ফারাহ দিবা খান লাবণ্য।
শনিবার, ২৪ মে ২০২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সংগীতচর্চায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৫’ পাচ্ছেন গবেষক ও অধ্যাপক আনোয়ারুল হক এবং খ্যাতিমান নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী।
শনিবার বাংলা একাডেমির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানানো হয়, রোববার বিকালে বাংলা একাডেমির আয়োজিত নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে দুই বিশিষ্ট ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে দেওয়া হবে ১ লাখ টাকা অর্থমূল্য, একটি সম্মাননা স্মারক ও উত্তরীয়।
ষাটের দশকের গোড়ায় নজরুল সংগীতের চর্চা শুরু করেন শবনম মুশতারী। দীর্ঘকাল বাংলাদেশ টেলিভিশনে নজরুলসংগীত মানেই ছিল তার গাওয়া গান। তার অ্যালবাম ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’ প্রকাশ করে এইচএমভি, যা যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসে সংরক্ষিত রয়েছে। এছাড়া নিউইয়র্কের মুক্তধারা প্রকাশ করে তার আরেকটি সংকলন বেস্ট অব শবনম মুশতারী।
নজরুল সংগীতে অবদানের জন্য ১৯৯৭ সালে তিনি একুশে পদক পেয়েছিলেন। সংগীতে তার দুই বোন ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারীও নজরুলচর্চায় সক্রিয়।
অন্যদিকে, কুমিল্লার মোগলটুলিতে জন্ম নেওয়া অধ্যাপক আনোয়ারুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের ছাত্র ছিলেন। শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি নজরুলের জীবন ও সাহিত্য নিয়ে নিবিড় গবেষণায় আত্মনিয়োগ করেন।
জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার দিনভর কর্মসূচি হাতে নিয়েছে বাংলা একাডেমি। সকালে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকেল ৪টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
সেমিনারে ‘নন্দনের বাঁশরী ও তূর্য অথবা নজরুলের সাহিত্যচিন্তার কয়েক দিক’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন জগলুল আসাদ, সহকারী অধ্যাপক, সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল। আলোচনায় থাকবেন আফজালুল বাসার, খন্ডকালীন শিক্ষক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে নূর হোসেন রানার নির্দেশনায় গীতিনাট্য ‘দেখবো এবার জগৎটাকে’। কবিতা আবৃত্তি করবেন লিজা চৌধুরী ও শামীমা চৌধুরী। নজরুলসংগীত পরিবেশন করবেন সালাউদ্দিন আহমেদ, সুমন মজুমদার, আজগর আলীম, এবং ফারাহ দিবা খান লাবণ্য।