alt

জাতীয়

পদত্যাগ করছেন না ইউনূস, ‘দায়িত্ব পালনে বাধা এলে সিদ্ধান্ত’

সংবাদ অনলাইন রিপোর্ট : শনিবার, ২৪ মে ২০২৫

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা

পদত্যাগ করছেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শনিবার,(২৪ মে ২০২৫) দুপুরে ঢাকার শেরেবাংলা নগরে উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত’ বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বৈঠক শেষে একটি বিবৃতিও দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়েছে, পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের কারণে এই সরকারের দায়িত্ব পালন অসম্ভব হয়ে পড়লে জনগণের কাছে সবকিছু প্রকাশ করে, জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেয়া এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বিএনপি

দিনে উপদেষ্টা পরিষদের বিবৃতি; রাতে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে মুহাম্মদ ইউনূসের পৃথক বৈঠক

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, বিভিন্ন বিষয়ে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতভিন্নতা; সেই সঙ্গে প্রধান উপদেষ্টার ‘পদত্যাগের ভাবনা’ সব কিছু মিলিয়ে দেশের রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে।

এই প্রেক্ষাপটে শনিবার রাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে যমুনায় পৃথক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বিএনপির দাবি

বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেয়ার দাবি করার পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার কাছে তাদের এসব দাবি তুলে ধরার কথা বলেন। রাত পৌনে ৮টার দিকে বিএনপির চার নেতার সঙ্গে শুরু হওয়া বৈঠক চলে রাত ৮টা ৩৫ মিনিট পর্যন্ত। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেয়ার কথা বললেও তাদের নাম বলেননি খন্দকার মোশাররফ। এ সময় তার সঙ্গে থাকা দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আবদুল মঈন খান বলেন, নির্বাচনের রোডম্যাপের ঘোষণা দেয়া হলেই শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।

প্রতিনিধিদলের সদস্য স্থায়ী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব বলে তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও ছিলেন।

উপদেষ্টা পরিষদের বিবৃতি

এর আগে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয়, দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কারকাজ এগিয়ে নিতে এবং চিরতরে এ দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে।

পাল্টাপাল্টি পদত্যাগ দাবি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে এক সপ্তাহ আগে নগর ভবনের সামনে লাগাতার আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করা হয়। ইশরাকও পরে তাদের পদত্যাগ দাবি করেন।

এরপর মুহাম্মদ ইউনূসের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমানকে সরিয়ে দেয়ার দাবি তোলে বিএনপি।

পাল্টায় পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ‘বিএনপির মুখপাত্র’ আখ্যায়িত করে তাদের পদত্যাগ দাবি করেন।

ইশরাককে মেয়র করার আন্দোলন নিয়ে দুই দলের বাদানুবাদ ও পাল্টাপাল্টি উপদেষ্টাদের পদত্যাগ দাবির মধ্যে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা শুরু হয় তার মধ্যেই সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার বিষয়ে কথা বলেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবরে আসে।

পরিকল্পনা উপদেষ্টার ব্রিফিং

এসব প্রেক্ষাপটে শনিবার উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘যখন আমার সম্বন্ধে বলা হয়েছে, আমি জানতে চেয়েছি, এটা কি দলীয়ভাবে এ রকম কথা বলা হয়েছে কিনা? মনে হচ্ছে এবং আমাকে জানানো হবে, এটা কোনো দলীয় মতামত নয়। যদি দলীয় মতামত হতো, তাহলে কারণ... এই সরকার তো সব গণঅভ্যুত্থানের সপক্ষের সব শক্তির সমর্থনেই এই সরকার হয়েছে এবং এই সরকারের ভিত্তিই সেটা। সেখানে বিতর্ক সৃষ্টি হোক কাউকে নিয়ে, তাহলে তো সমীচীন হবে না।’

পরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন উঠে এবং তিনি পদত্যাগের কথা ভাবছেন বলে তার সঙ্গে দেখা করে আসার পর বিবিসি বাংলাকে বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

হঠাৎ তৈরি রাজনৈতিক এমন অস্থিরতার মধ্যে শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে উপদেষ্টা পরিষদ ‘অনির্ধারিত’ বৈঠকে বসে; যেখানে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘উনি তো চলে যাবেন বলেননি। উনি বলেছেন যে, ‘আমরা যে কাজ করছি, আমাদের ওপরে যে দায়িত্ব দেয়া হয়েছে, সে দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে; কিন্তু আমরা সব প্রতিবন্ধকতা কাটিয়ে আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো বড় দায়িত্ব, এটার ওপর নির্ভর করছে ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ, এ দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারব না’।’

পরে উপদেষ্টা পরিষদের পাঁচজনের (এনসিপির তরফে তিনজন ও বিএনপির তরফে দুইজন) পদত্যাগ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে জবাবে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘সেরকম কিছু যদি হতোই তাহলে তো... আমরা তো কেউ স্বপ্রণোদিতভাবে আসিনি এবং এই দায়িত্ব খুব উপভোগ্য কোনো দায়িত্বও না। কাজেই সেরকম কিছু হলে তো আমরা যে কেউই পদত্যাগ করতে পারতাম।’

তার পদত্যাগ চাওয়া প্রসঙ্গে বলেন, ‘আমাকে বলা হয়েছে, আসলে দলীয়ভাবে কোনো কথা আসেনি বরং তার উল্টোটাই হবে যতটুকু জানতে পেরেছি।’

এদিকে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে আরও বলা হয়, দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কারকাজ এগিয়ে নিতে এবং চিরতরে এ দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ।

জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও জুলাই ঘোষণা, আওয়ামী লীগ নিষিদ্ধ করাসহ বেশ কিছু বিষয়ে কয়েক সপ্তাহ ধরে অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে মতানৈক্য চলছিল। তার আগে ‘মব’ সৃষ্টি করে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, ডাকাতির মতো ঘটনাতেও সরকার সমালোচিত হয়েছে। দাবি আদায়ের মিছিলগুলো দিনে দিনে যমুনায় সরকারপ্রধানের বাসভবনের দরজায় কড়া নাড়ছিল। যমুনার সীমানা দেয়ালের কাছাকাছি স্থানে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা ভঙ্গ করে বিক্ষোভ চলেছে দিনরাত।

এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার ইউনূসের ‘পদত্যাগের ভাবনা’ সামনে এলে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ আরও প্রকট হয়ে ওঠে। জুলাই আন্দোলনের ‘প্রধান শরিকদের’ এমন বিরোধের মধ্যে শনিবার যমুনায় ডাকা হয় বিএনপি ও জামায়াতকে। রাতে বৈঠকে অংশ নেয় এনসিপি।

আজ আরও কয়েকটি দলের সঙ্গেও প্রধান উপদেষ্টা বসবেন বলে শনিবার বিকেলে জানান তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

যশোরে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২

নারায়ণগঞ্জে পুরনো দ্বন্দ্বের জেরে তরুণ খুন, গ্রেপ্তার ৪

চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

ছবি

টাঙ্গাইলে ঈদ উপলক্ষে ফিটনেসবিহীন বাসে সাজ-সজ্জার ধুম

ছবি

বিএডিসিতে কৃষি নীতিমালা বাস্তবায়ন দাবিতে শ্রমিক বিক্ষোভ

ছবি

কুড়িগ্রামে কুড়িয়ে পাওয়া নবজাতককে পরিবারের কাছে হস্তান্তর

আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ন্যাশনাল ব্যাংকের ‘ঋণ আত্মসাৎ’: মনোয়ারা সিকদারসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি

রেলের পূর্বাঞ্চলে প্রায় ৫শ’ একর জমি অবৈধ দখলে

সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার ৯ কোটি ডলারের সম্পত্তি জব্দ

আন্তর্জাতিক চাপ তৈরি হওয়ায় লন্ডনে সম্পদ জব্দ হয়েছে: গভর্নর

ফের নগর ভবন অবরোধ ইশরাক সমর্থকদের

বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চায় এনসিপি

পূর্ণাঙ্গ কর্মবিরতিতে অনড় এনবিআর ঐক্য পরিষদ, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

ছবি

শিল্প কারখানায় ভূগর্ভস্থ্য পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

ছবি

বাংলা একাডেমি সংস্কার বিষয়ে সংবাদ সম্মেলন, সাংবাদিক না আসায় স্থগিত ঘোষণা

ছবি

দায়িত্বে ‘বাধা এলে’ জনসমক্ষে তুলে ধরে ‘প্রয়োজনীয় সিন্ধান্ত’ নিবে অন্তর্বর্তী সরকার: বিবৃতি

ছবি

‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন’ — বৈঠক শেষে জানালেন পরিকল্পনা উপদেষ্টা

ছবি

একনেক বৈঠক শেষে উপদেষ্টাদের অনির্ধারিত বৈঠক শুরু

ছবি

‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

ছবি

‘মব করে রায়’: সারজিস আলমকে আইনি নোটিস

ছবি

রাতে বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন মুহাম্মদ ইউনূস

আজ শনিবার খোলা সরকারি অফিস

পল্লবীতে চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক ও ছাত্রী সাময়িক বহিষ্কার

ছবি

প্রত্যেক ঋতুতেই উৎসব মনিপুরীদের

ঈদযাত্রায় বাড়তি চাপ, অতিরিক্ত ফ্লাইট চালাবে বিমান

গ্রেপ্তারের ক্ষমতা পেলেন ট্রাইব্যুনালের তদন্তকারী ও প্রসিকিউটর

ছবি

প্রথমবারের মতো কাতারে বাংলাদেশি আমের মেলা

ছবি

পীরগাছায় ৫০০ হেক্টর জমির কৃষি ফসল পানিতে

ছবি

শখের গাছে থোকায় থোকায় লাল, মিষ্টি আঙুর

ইইউর পণ্যে ৫০%, অ্যাপল আইফোনে ২৫% শুল্কের হুমকি ট্রাম্পের

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন: পোস্ট দিয়ে সরিয়ে নিলেন তৈয়্যব

ছবি

রাজধানীসহ ৫ স্থানে দুর্ঘটনায় নিহত ৭

শুধু নির্বাচন আয়োজনের দায়িত্ব নিইনি, সংস্কার-বিচারও দায়িত্ব:উপদেষ্টা রিজওয়ানা

চার দফা দাবিতে অটল এনবিআর ঐক্য পরিষদ

tab

জাতীয়

পদত্যাগ করছেন না ইউনূস, ‘দায়িত্ব পালনে বাধা এলে সিদ্ধান্ত’

সংবাদ অনলাইন রিপোর্ট

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা

শনিবার, ২৪ মে ২০২৫

পদত্যাগ করছেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শনিবার,(২৪ মে ২০২৫) দুপুরে ঢাকার শেরেবাংলা নগরে উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত’ বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বৈঠক শেষে একটি বিবৃতিও দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়েছে, পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের কারণে এই সরকারের দায়িত্ব পালন অসম্ভব হয়ে পড়লে জনগণের কাছে সবকিছু প্রকাশ করে, জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেয়া এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বিএনপি

দিনে উপদেষ্টা পরিষদের বিবৃতি; রাতে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে মুহাম্মদ ইউনূসের পৃথক বৈঠক

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, বিভিন্ন বিষয়ে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতভিন্নতা; সেই সঙ্গে প্রধান উপদেষ্টার ‘পদত্যাগের ভাবনা’ সব কিছু মিলিয়ে দেশের রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে।

এই প্রেক্ষাপটে শনিবার রাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে যমুনায় পৃথক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বিএনপির দাবি

বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেয়ার দাবি করার পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার কাছে তাদের এসব দাবি তুলে ধরার কথা বলেন। রাত পৌনে ৮টার দিকে বিএনপির চার নেতার সঙ্গে শুরু হওয়া বৈঠক চলে রাত ৮টা ৩৫ মিনিট পর্যন্ত। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেয়ার কথা বললেও তাদের নাম বলেননি খন্দকার মোশাররফ। এ সময় তার সঙ্গে থাকা দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আবদুল মঈন খান বলেন, নির্বাচনের রোডম্যাপের ঘোষণা দেয়া হলেই শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।

প্রতিনিধিদলের সদস্য স্থায়ী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব বলে তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও ছিলেন।

উপদেষ্টা পরিষদের বিবৃতি

এর আগে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয়, দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কারকাজ এগিয়ে নিতে এবং চিরতরে এ দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে।

পাল্টাপাল্টি পদত্যাগ দাবি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে এক সপ্তাহ আগে নগর ভবনের সামনে লাগাতার আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করা হয়। ইশরাকও পরে তাদের পদত্যাগ দাবি করেন।

এরপর মুহাম্মদ ইউনূসের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমানকে সরিয়ে দেয়ার দাবি তোলে বিএনপি।

পাল্টায় পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ‘বিএনপির মুখপাত্র’ আখ্যায়িত করে তাদের পদত্যাগ দাবি করেন।

ইশরাককে মেয়র করার আন্দোলন নিয়ে দুই দলের বাদানুবাদ ও পাল্টাপাল্টি উপদেষ্টাদের পদত্যাগ দাবির মধ্যে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা শুরু হয় তার মধ্যেই সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার বিষয়ে কথা বলেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবরে আসে।

পরিকল্পনা উপদেষ্টার ব্রিফিং

এসব প্রেক্ষাপটে শনিবার উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘যখন আমার সম্বন্ধে বলা হয়েছে, আমি জানতে চেয়েছি, এটা কি দলীয়ভাবে এ রকম কথা বলা হয়েছে কিনা? মনে হচ্ছে এবং আমাকে জানানো হবে, এটা কোনো দলীয় মতামত নয়। যদি দলীয় মতামত হতো, তাহলে কারণ... এই সরকার তো সব গণঅভ্যুত্থানের সপক্ষের সব শক্তির সমর্থনেই এই সরকার হয়েছে এবং এই সরকারের ভিত্তিই সেটা। সেখানে বিতর্ক সৃষ্টি হোক কাউকে নিয়ে, তাহলে তো সমীচীন হবে না।’

পরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন উঠে এবং তিনি পদত্যাগের কথা ভাবছেন বলে তার সঙ্গে দেখা করে আসার পর বিবিসি বাংলাকে বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

হঠাৎ তৈরি রাজনৈতিক এমন অস্থিরতার মধ্যে শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে উপদেষ্টা পরিষদ ‘অনির্ধারিত’ বৈঠকে বসে; যেখানে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘উনি তো চলে যাবেন বলেননি। উনি বলেছেন যে, ‘আমরা যে কাজ করছি, আমাদের ওপরে যে দায়িত্ব দেয়া হয়েছে, সে দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে; কিন্তু আমরা সব প্রতিবন্ধকতা কাটিয়ে আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো বড় দায়িত্ব, এটার ওপর নির্ভর করছে ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ, এ দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারব না’।’

পরে উপদেষ্টা পরিষদের পাঁচজনের (এনসিপির তরফে তিনজন ও বিএনপির তরফে দুইজন) পদত্যাগ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে জবাবে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘সেরকম কিছু যদি হতোই তাহলে তো... আমরা তো কেউ স্বপ্রণোদিতভাবে আসিনি এবং এই দায়িত্ব খুব উপভোগ্য কোনো দায়িত্বও না। কাজেই সেরকম কিছু হলে তো আমরা যে কেউই পদত্যাগ করতে পারতাম।’

তার পদত্যাগ চাওয়া প্রসঙ্গে বলেন, ‘আমাকে বলা হয়েছে, আসলে দলীয়ভাবে কোনো কথা আসেনি বরং তার উল্টোটাই হবে যতটুকু জানতে পেরেছি।’

এদিকে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে আরও বলা হয়, দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কারকাজ এগিয়ে নিতে এবং চিরতরে এ দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ।

জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও জুলাই ঘোষণা, আওয়ামী লীগ নিষিদ্ধ করাসহ বেশ কিছু বিষয়ে কয়েক সপ্তাহ ধরে অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে মতানৈক্য চলছিল। তার আগে ‘মব’ সৃষ্টি করে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, ডাকাতির মতো ঘটনাতেও সরকার সমালোচিত হয়েছে। দাবি আদায়ের মিছিলগুলো দিনে দিনে যমুনায় সরকারপ্রধানের বাসভবনের দরজায় কড়া নাড়ছিল। যমুনার সীমানা দেয়ালের কাছাকাছি স্থানে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা ভঙ্গ করে বিক্ষোভ চলেছে দিনরাত।

এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার ইউনূসের ‘পদত্যাগের ভাবনা’ সামনে এলে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ আরও প্রকট হয়ে ওঠে। জুলাই আন্দোলনের ‘প্রধান শরিকদের’ এমন বিরোধের মধ্যে শনিবার যমুনায় ডাকা হয় বিএনপি ও জামায়াতকে। রাতে বৈঠকে অংশ নেয় এনসিপি।

আজ আরও কয়েকটি দলের সঙ্গেও প্রধান উপদেষ্টা বসবেন বলে শনিবার বিকেলে জানান তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

back to top