গবেষকদের ওপর ‘অতিরিক্ত আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ‘সীমিত সুযোগ-সুবিধার’ মধ্যেও ‘নিরলসভাবে গবেষণা’ চালিয়ে যাচ্ছেন মন্তব্য করে তিনি আরও বলেন, তাদের ওপর ‘আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ সত্যিই হতাশাজনক’। দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণাগুলোর একটি হচ্ছে কৃষিভিত্তিক গবেষণা।
রোববার,(২৫ মে ২০২৫) ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আয়োজিত বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেলাল হোসাইন, কোষাধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘প্রথমবারের’ মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়োগে কোনো দলীয় বিবেচনা না করে যোগ্যতা ও অ্যাকাডেমিক প্রোফাইলের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজেটের সীমাবদ্ধতা থাকা
সত্ত্বেও সরকার চেষ্টা করছে গবেষণা ও শিক্ষার অগ্রগতি ধরে রাখতে।
উপাচার্য আব্দুল লতিফ বলেন, তারা অ্যাকাডেমিক জট কমিয়ে এনেছেন এবং কোটা বাতিল করে মেধাভিত্তিক ভর্তি চালু করেছেন। বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে ‘স্কোপাস ইনডেক্সে ১৪৯০টি’ গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছেবলে জানান।
রোববার, ২৫ মে ২০২৫
গবেষকদের ওপর ‘অতিরিক্ত আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ‘সীমিত সুযোগ-সুবিধার’ মধ্যেও ‘নিরলসভাবে গবেষণা’ চালিয়ে যাচ্ছেন মন্তব্য করে তিনি আরও বলেন, তাদের ওপর ‘আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ সত্যিই হতাশাজনক’। দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণাগুলোর একটি হচ্ছে কৃষিভিত্তিক গবেষণা।
রোববার,(২৫ মে ২০২৫) ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আয়োজিত বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেলাল হোসাইন, কোষাধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘প্রথমবারের’ মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়োগে কোনো দলীয় বিবেচনা না করে যোগ্যতা ও অ্যাকাডেমিক প্রোফাইলের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজেটের সীমাবদ্ধতা থাকা
সত্ত্বেও সরকার চেষ্টা করছে গবেষণা ও শিক্ষার অগ্রগতি ধরে রাখতে।
উপাচার্য আব্দুল লতিফ বলেন, তারা অ্যাকাডেমিক জট কমিয়ে এনেছেন এবং কোটা বাতিল করে মেধাভিত্তিক ভর্তি চালু করেছেন। বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে ‘স্কোপাস ইনডেক্সে ১৪৯০টি’ গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছেবলে জানান।